চিল্কা (Chilika) Chilika-lake-l1

চিল্কা (Chilika) - ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ চিল্কা। পুরী, খুরদা ও গঞ্জাম - ওড়িশার এই তিন জেলাকে ছুঁয়ে ১,১০০ বর্গ কিমি এলাকা জুড়ে চিল্কার বিস্তার। চিল্কা বা চিলিকা হ্রদের জলে আছে নানা ধরনের মাছ, কাঁকড়া ও অন্যান্য জলচর প্রাণী। শীতে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে।
চিল্কা হ্রদের তিনটি পয়েন্টে পর্যটক আবাস আছে। এরমধ্যে পুরী থেকে ৫০কিমি দূরে সাতপাড়া। সাতপাড়ায় ডলফিন দেখতে পাওয়া যায়। চিল্কার একেবারে শেষপ্রান্তে রম্ভা। আর এই দুই-এর মাঝামাঝি বারকুল।
পুরী থেকে সাতপাড়া যাওয়ার পথে ব্রহ্মগিরিতে আলারনাথ মন্দির পড়বে। সাতপাড়া থেকে লঞ্চে রাজহংস দ্বীপে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় ডলফিনের দেখা মিলবে।
চিল্কা (Chilika) Chilika-Lake
বেরহামপুর থেকে রম্ভার দূরত্ব ৪৫ কিলোমিটার। হ্রদের গায়েই ও.টি.ডি. সি.-র পান্থনিবাস। সাজানো বাগান পেরিয়ে চিল্কার মুখোমুখি। রম্ভা থেকে লঞ্চে লেকের বুকে জেগে থাকা বার্ডস, হানিমুন, ব্রেকফাস্ট প্রভৃতি দ্বীপগুলি বেড়িয়ে নেওয়া যায়। রম্ভা থেকে ২২ কিলোমিটার দূরত্বে ভাল্লারি পাহাড়ে নারায়ণী মন্দির। পাহাড়, অরণ্যে ঘেরা ভারি সুন্দর পরিবেশ । বরকুলে পান্থনিবাসের পিছনে জেটি থেকে লঞ্চ ছাড়ে নলবন বার্ড স্যাংচুয়ারি, কালিজাই দ্বীপ যাওয়ার। কালিজাই দ্বীপ ১০ কিলোমিটার দূরত্বে। এখানে মন্দিরে উপাস্য দেবী কালিজাই বা মা কালী। শোনা যায়, রাজা মানসিংহ খুরদার রাজা ভগীরথের বিরুদ্ধে যুদ্ধের আগে এখানে পুজো করেন ও যুদ্ধে জেতেন। বরকুল থেকে কাছেপিঠে ১৩ কিলোমিটার দূরে দক্ষপ্রজাপতি মন্দির, ১০ কিলোমিটার দূরে নারায়ণী মন্দির, ৩০ কিলোমিটার দূরে বারবারা অরণ্য প্রভৃতি বেড়িয়ে নেওয়া সম্ভব। বরকুল থেকে ৮ কিলোমিটার দূরে বাণপুর একসময় ছিল শৈলোদ্ভব রাজবংশের রাজধানী। এখানে ভগবতী মন্দিরটি দর্শনীয়।
চিল্কা হ্রদের উত্তরে ছোট্ট গ্রাম মংলাজোরিতে নিভৃতে ভিড় জমায় পরিযায়ী পাখির দল।
চিল্কা (Chilika) Hqdefault

যাওয়াঃ- সাতপাড়া পুরী থেকেই বেড়িয়ে নেওয়া যায়। রম্ভায় পৌঁছতে হলে ট্রেনে বালুগাঁও বা রম্ভা আসতে হবে। রেল লাইন আর ন্যাশনাল হাইওয়ে দুই-ই চলেছে হ্রদের গা ঘেঁষে। রম্ভায় সব ট্রেন থামেনা। বালুগাঁও থেকে ২৬ কিলোমিটার দূরে রম্ভা। রম্ভা থেকে ২০ কিলোমিটার দূরে বরকুলে অটো যাচ্ছে। বালুগাঁও স্টেশনে নেমেও বরকুলে আসা যায়। বালুগাঁও থেকে টাংগি হয়ে ৩৫ কিলোমিটার দূরে মংলাজোরি।

থাকাঃ- সাতপাড়া, রম্ভা ও বরকুল থাকার জন্য পর্যটনদপ্তরের যাত্রীনিবাস আছে। সাতপাড়ার এস টি ডি কোডঃ- ০৬৭৫২। রম্ভার এস টি ডি কোডঃ- ০৬৮১০। বরকুলের এস টি ডি কোডঃ- ০৬৭৫৬.
.
.
...
.
.
#puri #orissa #Odisha #sealda #Howrah #jagannath #temple #lingaraj #buddha #konark #sun #gopalpur #sea #beach
#পুরী #উড়িষ্যা#ওড়িশা #শিয়ালদা #হাওড়া #জগন্নাথ #লিঙ্গরাজ #বুদ্ধ #কোনারক #সূর্য #মন্দির #গোপালপুর