মংলাজোরি Mangalajori মঙ্গলাজড়ি 9099462-Mangalajodi-3-0
.মংলাজোরি Mangalajori মঙ্গলাজড়ি P16
.
মংলাজোরি - চিলিকা হ্রদের উত্তরে মংলাজোরির জলাভূমিতে নিভৃতে ভিড় জমায় পরিযায়ী পাখির দল। খুরদা জেলার এই ছোট্ট গ্রামটির দূরত্ব ভুবনেশ্বর থেকে ৬০ কিমি। প্রায় ৩০০ কিমি ব্যপী জলাভূমি জুড়ে শীতের দিনে ভিড় জমায় রেড-ক্রেস্টের্ড পোচার্ড, এশিয়ান ওপেনবিল, কটন পিগমিগুজ, গ্রে হেডেড ল্যাপউইং, পার্পেল সোয়াম্পহেন, রুডিশেল ডাক, টাফটেড ডাক, ব্রাহ্মণী চিল – এমন একশোরও বেশী পরিযায়ী পাখি।
এই গ্রামের দ্রষ্টব্য বেশ কয়েকটি প্রাচীন মন্দিরও। এর মধ্যে পতিত-পাবন মন্দিরটি সবচেয়ে বড়।
মংলাজোরি Mangalajori মঙ্গলাজড়ি Dsc_5726-f-1443181469
মংলাজোরি Mangalajori মঙ্গলাজড়ি DJwLSMYVwAUaBJ8

যাওয়াঃ নিকটতম রেলওয়ে স্টেশন বালুগাঁও। বালুগাঁও থেকে টাংগি হয়ে সড়কপথে মংলাজোরি পৌঁছানো যাবে।

মরসুমঃ পাখি দেখার জন্য নভেম্বর থেকে মার্চ সেরা সময়।

থাকাঃ মংলাজোরিতে একটি বেসরকারী ইকো-ট্যুরিজম ক্যাম্প আছে। এছাড়া বালুগাঁও, কালুপদা বা খুরদা রোড-এও থাকা যায়।