ঝিনাইদহ ভ্রমণ

খুলনা বিভাগের অন্যতম একটি জেলা ঝিনাইদহ | ৬ টি উপজেলা | প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে এই জেলা ব্যাপক ভাবে সমৃদ্ধ |

আসুন ঘুরে আসি ঝিনাইদহ :

১. শৈলকূপা শাহী মসজিদ : মতান্তরে ১৫০০-১৬০০ সালের দিকে এই মসজিদ টি নির্মিত | স্থাপত্যের দিক দিয়ে অসাধারণ মসজিদটি আবশ্যই দেখতে আসতে হবে - ঝিনাইদহ শহর থেকে গড়াই বাসে ১৫ টাকায় গাড়াগঞ্জ, তারপর ভ্যান বা অটো তে ১৫/২০ টাকায় যেতে পারবেন|

২. এশিয়ার বৃহত্তম বটগাছ : কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এই গাছটির অবস্থান(কালীগঞ্জ থেকে ৮কি.মি) -২.০৪ একর এলাকা নিয়ে, বয়স প্রায় ২০০/৩০০ বছর - বাস টার্মিনাল থেকে বাসে কালীগঞ্জ ২০ টাকা, সেখান থেকে অটোতে ১৫/২০ টাকা

৩. গাজী কালু চম্পাবতীর মাজার - কালীগঞ্জ উপজেলায়, বারবাজার নামক স্থানে এই মাজার টি | অবশ্যই জাবেন দেখতে ঝিনাইদহ থেকে বাসে বারবাজার ৩০টাকা,তারপর অটোতে ১০/১৫ টাকা

৪. জোড় বাংলা মসজিদ : কালীগঞ্জ উপজেলার বারবাজার নামক এলাকায় এই একই ধরেনের প্রায় ৮/৯ (গলাকাটা নামক মসজিদ ও আছে) টি মসজিদ ও ৫ টি বহু আগের বিশাল দিঘী রয়েছে - অবশ্যই যেতে হবে দেখতে - ঝিনাইদহ থেকে বাসে বারবাজার ৩০টাকা,তারপর অটোতে ১০/১৫ টাকা

৫. দত্তনগর কৃষি ফার্ম :
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম কৃষি ফার্ম | বীজ উতপাদ এ এই ফার্ম এর ভূমিকা অগ্রগণ্য | ঝিনাইদহ দেখতে এশে এই বৃহত ফার্মটি মিস কার কোন ভাবেই উচিৎ হবে না | এর ভিতর একটি বটগাছের নিচে বেশ সুন্দর পরিবেশ এ আসে পাশের লোকেরা বা স্কুল, কলেজ থেকে পিকনিক এ আসে - ঝিনাইদহ থেকে বাসে কালীগঞ্জ - জীবননগর - দত্তনগর (৪৮-৫০ কিমি)

৬. মিয়ার দালান : প্রায় ২০০ বছর আগের একটি জমিদার বাড়ী - আরাপপুর থেকে অটোতে ২০ টাকায় জেতে পারবেন

৭. লালন সাই ও সিরাজ সাই এর ভিটা : এই স্থান টির অবস্থান হরিনাকুন্ডু উপজেলার সাতব্রীজ নামক জায়গা থেকে হরিশপুর গ্রামে (হরিনাকুন্ডু থেকে ১০/১২ কিমি)

৮. জোহান ড্রীম ভ্যালী পার্ক ও তামান্না পার্ক - এবছর থেকে চালু হয়েছে - বশ সুন্দর জদিও অল্প রাইড ( শহর থেকে ৫/৬ কিমি), লেক আছে - তামান্না পার্ক (ক্যাডেট কলেজ পাড় হয়ে শহর থেকে ৩ কিমি)

আসলে ঝিনাইদহ একটি বেশ বড় জেলা | নলডাংগা মন্দির, পার্ক, ঢোল সমুদ্র, পাগলা কানাই মাজার ইত্যাদি ছাড়াও বিভিন্ন স্থান আমাকে বাদ দিতে হলো |

আসা - গাবতলী থেকে -ঝিনাইদহ - রয়েল, JR, সোনার তরী, চুয়াডাঙ্গা ডিলাক্স,এসবি ( ননএসি ৪৫০, এসি ৬০০)

থাকা - হোটেল ড্রীম ইন্টারন্যাশ্নাল (ননএসি ৭০০,এসি ১৫০০), হোটেল কুটুম - ননএসি ৫০০,এসি ৮০০), এছাড়া কম দামের ও হোটেল আছে
খাওয়া - শহরে - আহার, ফুড সাফারী, সুইট, ঘরোয়া- কাউকে বললেই দেখিয়ে দেবে - ঘোষ এর মিষ্টি পায়রা চত্তরে পিউর ছানা, ছানার জিলানী ইত্যাদি
বাংলাদেশ এর অন্যতম সেরা বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, কবি গোলাম মুস্তাফা, মুস্তোফা আনোয়ার এ জেলার সন্তান |

ক্যাডেট কলেজ রয়েছে কিন্তু এই জেলায় |

কমপক্ষে ২ দিন লাগবে - ভ্রমণ কালীন পরিছন্নতা বজায় রাখুন - পেশাগত কাজের সুবাদে বিভিন্ন সময়ে উল্লেখিত সকল স্থানেই আমি গিয়েছি - ভালো থাকবেন সবাই |