Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-001
Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-001 672z311_lifesciences
Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 001

(১) মাইটোসিস কোশ বিভাজনের কোন্‌ দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায় ?
(a) প্রফেজ (b) মেটাফেজ (c) অ্যানাফেজ (d) টেলোফেজ

(২) কোন্‌ ফাইটোহরমোনটি উদ্ভিদের জিনগত খর্বতা নাশ ক'রে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ?
(a) অক্সিন (b) জিব্বারেল্লিন্‌স্‌ (c) কাইনিন (d) অ্যাবসাইসিক অ্যাসিড

(৩) দেহত্বক বা চর্ম দ্বারা শ্বাসকার্য কোন্‌ প্রাণী ?
(a) চিংড়ি (b) অ্যামিবা (c) আরশোলা (d) কেঁচো

(৪) মায়োটোম দেখা যায় কার দেহে?
(a) মানুষ (b) মাছ (c) আরশোলা  (d) কেঁচো

(৫) কোন্‌ ভিটামিনের অভাবে নারীর প্রজনন ক্ষমতা হ্রাস বা বন্ধ্যাত্ব্ দেখা যায় ?
(a) ভিটামিন-A (b) ভিটামিন-D
(c) ভিটামিন- E (d) ভিটামিন- K

(৬) কোন্‌ যন্ত্র দ্বারা বাষ্পমোচন হার ণির্ণয় করা হয় ?
(a) স্ফিগ্‌মোম্যানোমিটার (b) অস্‌মোস্কোপ (c) স্পাইরোমিটার (d) গ্যানংস্‌ পোটোমিটার

(৭) সাধারণ পুরুষ মানুষের দেহকোশে কিরূপ সেট্‌ ক্রোমোজোম থাকে ?
(a) 22A+XY (b) 22A+XX   (c) 44AA+XY (d) 44AA+XX

(৮) সালোকসংশ্লেষের জন্য কোন্‌ রঙটি সবচেয়ে বেশি কার্যকরী ?
   (a) লাল (b) সবুজ (c) কমলা (d) হলুদ

(৯) AB- গ্রুপের রক্তের প্লাজমায়-
   (a) α-অ্যান্টিবডি থাকে (b) β-অ্যান্টিবডি থাকে
   (c) α এবং β উভয় অ্যান্টিবডি থাকে (d) কোনো অ্যান্টিবডিই থাকেনা

(১০) বিভিন্ন সংগ্রাহী নালিকাগুলি পরস্পর যুক্ত হয়ে গঠন করে-
   (a) নিকটবর্তী সংবর্ত-নালিকা (b) দূরবর্তী সংবর্ত-নালিকা
   (c) বেলিনির নালিকা (d) হেন্‌লির লুপ
Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-001 51P86621C9L._SX388_BO1,204,203,200_

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags  Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ