Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-005

Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-005 GettyImages-598167278-5b47abf4c9e77c0037f4fedf

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 005

(৪১) পদ্মপাতার একটি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো-
(a) কেবলমাত্র ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে।
(b) কেবলমাত্র নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে।
(c) ঊর্ধ্ব ও নিম্ন উভয় ত্বকেই পত্ররন্ধ্র থাকে।
(d) বাষ্পমোচন হ্রাসের জন্য পত্ররন্ধ্রই থাকেনা।

(৪২) হৃৎপিন্ডের বাম-অলিন্দ-নিলয় সংযোগস্থলে অবস্থান করে-
(a) ট্রাইকাসপিড কপাটিকা (b) মিট্রাল কপাটিকা
(c) পালমোনারী কপাটিকা (d) অ্যাওর্‌টিক কপাটিকা

(৪৩) মূল দ্বারা সালোকসংশ্লেষ করে -
(a) ফণিমনসা (b) সুন্দরী
(c) গুলঞ্চ (d) কাঁঠালিচাঁপা

(৪৪) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের O2 -এর উৎস হলো -
(a) জল (H2O)
(b) কার্বন-ডাই-অক্সাইড (CO2)
(c) বিজারিত নিকোটিনামাইড এডেনাইন ডাইনিউক্লিওটাইড-ফসফেট ( NADPH2 )
(d) অ্যাডিনোসিন-ট্রাই-ফসফেট ( ATP ) যৌগ

(৪৫) ক্লোরোফিলে কোন্‌ ধাতব-মৌলটি বর্তমান ?
(a) ক্যালসিয়াম (Ca ) (b) ম্যাগনেশিয়াম (Mg )
(c) লৌহ ( Fe ) (d) কোবাল্ট (Co)

(৪৬) ভিটামিন-B 12 -এর একটি উল্লেখযোগ্য ধাতব উপাদান হলো -
(a) ক্যালসিয়াম (Ca ) (b) ম্যাগনেশিয়াম (Mg )
(c) লৌহ ( Fe ) (d) কোবাল্ট (Co)

(৪৭) ইউক্যারিওটিক ক্রোমোজোমে কোন্‌ ধাতব মৌলটি থাকে না ?
(a) ক্যালসিয়াম (Ca ) (b) ম্যাগনেশিয়াম (Mg )
(c) লৌহ ( Fe ) (d) কোবাল্ট (Co)

(৪৮) সবাত- শ্বসনের জন্য আবশ্যিক অঙ্গাণুটি হলো -
(a) এন্ডোপ্লাজমীয় জালিকা (b) রাইবোজোম
(c) মাইটোকন্‌ড্রিয়া (d) সেন্ট্রোজোম

(৪৯) প্রোটীন সংশ্লেষ করে কোন অঙ্গানু ?
(a) মাইটোকন্‌ড্রিয়া (b) প্লাসটিড
(c) সেন্ট্রোজোম (d) রাইবোজোম

(৫০) কোশবিভাজনের সময় বেমতন্তু গঠনে সক্রিয় কোশীয় অঙ্গানুটি হলো-
(a) রাইবোজোম (b) সেন্ট্রোজোম
(c) গলগি বস্তু (d) মাইটোকন্‌ড্রিয়া


### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ