Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-007

Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-007 Gallbladderanatomy400px

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 007

(৬১) কোন্‌ ধরণের সাইন্যাপ্‌স্‌ গঠন সম্ভব নয় ?
(a) ডেনড্রো-ডেনড্রাইটিক (b) অ্যাক্সো-ডেনড্রাইটিক
(c) অ্যাক্সো-সোমাটিক (d) অ্যাক্সো-অ্যাক্সোনিক

(৬২) নিউরোনের কোশদেহগুলি একস্থলে মিলিত ও স্ফীত হয়ে কী গঠন করে ?
(a) সাইন্যাপ্‌স্‌ (b) গ্যাংলিয়া
(c) স্নায়ুরজ্জু (d) ফাইলাম টারমিনেল

(৬৩) পিত্ত উৎপন্ন হয় কোথায় ?
(a) পিত্তাশয় (b) যকৃৎ
(c) অগ্ন্যাশয় (d) গ্যাসট্রিক গ্রন্থি

(৬৪) পেক্‌টিন দেখা যায় কোন প্রাণীর চোখে ?
(a) মানুষ (b) মাছ
(c) পায়রা (d) আধুনিক ঘোড়া

(৬৫) ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন্‌ হরমোন্‌ /
(a)ইনস্যুলিন (b)থাইরক্সিন
(c) অ্যাড্রিনালিন (d) গোনাডো-ট্রফিক হরমোন

(৬৬) কোন্‌টির মধ্যে কোনো কপাটিকা থাকেনা -
(a) শিরা (b) ধমনী
(c) অলিন্দ (d) নিলয়

(৬৭) কোন্‌টি সমসংস্থ অঙ্গ নয় ?
(a) পায়রার ডানা (b) ফড়িং-এর ডানা
(c) বাদুড়ের ডানা (d) তিমির পাখনা (প্যাডেল )

(৬৮) হিল বর্ণিত বিকারক কোন্‌টি ?
(a) RuBP (b) ATP
(c) NADP (d) ADP

(৬৯) রক্ত-তঞ্চন বিক্রিয়ায় প্রাসঙ্গিক নয় -
(a) প্রোথম্বিন (b) ফাইব্রিনোজেন
(c) ক্যালসিয়াম (d) ভিটামিন -A

(৭০) দ্বিপত্রক কপাটিকা কোন তন্তু দ্বারা নিলয় প্রাচীরের প্যাপিলারী পেশির সঙ্গে যুক্ত ?
(a) কলাম্‌নি-কার্‌নি (b) কর্‌ডি-টেন্‌ডনি
(c) লিগামেন্ট (d) টেন্‌ডন

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ