Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-002
Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-002 Axon
Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 002

(১১) অ্যাক্সনের সর্ববহিঃস্থ আবরণ হলো-
(a) অ্যাক্সোপ্লাজম (b) অ্যাক্সোলেমা
(c) মায়েলিন আবরণ (d) নিউরোলেমা

(১২) পরিবর্তিত কান্ড দ্বারা অঙ্গজ জনন করে-
(a) পটল (b) রাঙা-আলু
(c) মিষ্টি-আলু (d) ডালিয়ার কন্দ

(১৩) ফণিমনসার পর্ণকান্ড প্রকৃতপক্ষে -
(a) কান্ডের রূপান্তর (b) পাতার রূপান্তর
(c) কাঁটার রূপান্তর (d) ফুলের রূপান্তর

(১৪) ব্যাক্‌টেরিওফাজ্‌ হ'ল একপ্রকারের-
(a) ব্যাক্‌টেরিয়া (b) ছত্রাক
(c) ভাইরাস (d) প্রোটোজোয়া

(১৫) একচক্রী হৃৎপিন্ড দেখা যায় -
(a) মাছের দেহে (b) ব্যাঙের দেহে
(c) পাখীর দেহে (d) কুমিরের দেহে


(১৬) ঠোঁটের কোণে ঘা হয় কোন্‌ ভিটামিনটির অভাবে ?
(a) ভিটামিন C (b) ভিটামিন B2
(c) ভিটামিন B12 (d) ভিটামিন K

(১৭) অবাত শ্বসনে এক গ্রাম-অনু গ্লুকোজ থেকে উৎপন্ন হয়-
(a) 673 – 686 K.Cal (b) 36 – 50 K.Cal
(c) 25 – 28 K.Cal (d) 25 – 686 K.Cal

(১৮) অন্ধকার ঘরে সামান্য খোলা জানালায় রাখা চারাগাছের কান্ড বাইরে যেতে চায়। এটি হ ’ল -
(a) ট্যাকটিক চলন (b) স্বতঃস্ফুর্ত সামগ্রিক চলন
(c) ট্রপিক চলন (d) ন্যাসটিক চলন

(১৯) প্রোক্যারিওটিক কোশে যে সজীব অঙ্গাণুটি থাকে সেটি হ ‘ ল-
(a) মাইটোকন্‌ড্রিয়া (b) গলগি বডি
(c) প্লাসটিড (d) রাইবোজোম

(২০) নিউমাটোফোর দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো -
(a) রাস্না (b) রাফ্লেসিয়া
(c) ক্যাকটাস (d) সুন্দরী
Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-002 Taxodiumocipresdelospantanos

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags

Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ