Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-003

Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-003 400px-Adult_hearing_embryonic_origins

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 003

(২১) হ্যাপ্লোবায়োন্টিক জনুঃক্রম দেখা যায়-
(a) পাইনাসে (b) স্পাইরোগাইরায়
(c) ফার্ণে (d) ইষ্টে

(২২) দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোন্‌টি ?
(a) ম্যালিয়াস (b) ইনকাস
(c) স্টেপিস (d) ফিমার
(২৩) আলোর তীব্রতা ণির্ণিত চলনকে বলে -
(a) ফোটোন্যাস্‌টিক চলন (b) ফোটোট্যাক্‌টিক চলন
(c) ফোটোফসফোরাইলেশন (d) ফোটোট্রপিক চলন

(২৪) কোন্‌টি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ ?
(a) ইউরিয়া (b) অ্যামোনিয়া
(c) কিটোন বডি (d) হিপ্পিইউরিক অ্যাসিড

(২৫) কোন্‌ ক্রোমোজোমের সেন্ট্রোমেয়ার টেলোমেয়ারের কাছাকাছি থাকে ?
(a) টেলোসেন্ট্রিক (b) অ্যাক্রোসেন্ট্রিক
(c) সাবমেটাসেন্ট্রিক (d) মেটাসেন্ট্রিক

(২৬) মুক্ত সংবহন দেখা যায় কোন্‌ প্রাণীতে ?
(a) কেঁচো (b) কূমীর
(c) ঝিনূক (d) হাঙর

(২৭) একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো-
(a) আর্কিওপ্‌টেরিক্স (b) লিমূলাস
(c) ইওহিপ্পাস (d) ইকুয়াস

(২৮) একটি প্রোটিয়োলাইটিক উৎসেচক হলো-
(a) টায়ালিন (b) ট্রিপ্‌সিন
(c) লাইপেজ্‌ (d) লাইসোজাইম

(২৯) লিগামেন্ট তৈরী হয় -
(a) শ্বেততন্তূ দ্বারা (b) পীততন্তূ দ্বারা
(c) শ্বেত ও পীত উভয় তন্তূ দ্বারা
(d) পেশি দ্বারা

(৩০) স্নায়ূ বা নার্ভের সর্ব্ববহিঃস্থ স্তরটি হলো-
(a) নিউরোলেম্মা (b) এন্ডোনিউরিয়াম
(c) পেরিনিউরিয়াম (d) এপিনিউরিয়াম

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ