ইতিহাস এক মার্কের প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায় /MADHYAMIK 2019 HISTORY SHORT SUGGESTION 1ST CHAPTER

প্রথম অধ্যায়
ইতিহাসের ধারনা

প্রথম অধ্যায় মাধ্যমিক শর্ট প্রশ্ন ও উত্তর-২০১৯

১ )হিট্রো-গ্রাফি কথার অর্থ কি
উত্তরঃইতিহাস চর্চা

২) ইতিহাসের জনক কাকে বলে
উত্তরঃহেরোডোটাস কে

৩)অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল
উত্তরঃ ফ্রান্সে

৪)আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়
উত্তরঃ লিওপোল্ড ভন রাংকে কে

৫) অ্যানাল পত্রিকা গোষ্ঠী কবে প্রকাশিত হয়
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে

৬) অ্যানাল পত্রিকা গোষ্ঠী কি ধরনের ইতিহাস নিয়ে আলোচনা করে
উত্তরঃ নতুন সামাজিক ইতিহাস

৭)ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে
উত্তরঃ রণজিৎ গুহ

৮)ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের নাম কি
উত্তরঃ রাজ তরঙ্গিনী

৯)ক্রিকেট এবং ফুটবল এর সূচনা কোথায় হয়েছিল
উত্তরঃ ইংল্যান্ডে

১০)ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছিল
উত্তরঃ 1792 খ্রিস্টাব্দে


১১)নতুন সামাজিক ইতিহাসচর্চা কত দশকের শুরু হয়`
উত্তরঃ 1960 -70 দশকে

১২)প্রথম স্পঞ্জ রসগোল্লা কে তৈরি করেছিলেন
উত্তরঃ নবীনচন্দ্র দাস

১৩)প্রথম রসগোল্লা কে আবিষ্কার করেছিল
উত্তরঃ হারাধন ময়রা

১৪)টপ্পা কি
উত্তরঃ পাঞ্জাবের উট চালকদের গান কে বলা হয় টপ্পা

১৫)কথাকলি ও কচুপুরি/কচুপুড়ি কোন কোন রাজ্যের নৃত্য
উত্তরঃ কথাকলি কেরলের এবং কচুপুরি/কচুপুড়িঅন্ধ্রপ্রদেশের

১৬)ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি
উত্তরঃ আলাম আরা

১৭)প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি
উত্তরঃ বিল্ব মঙ্গল

১৮)প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি
উত্তরঃ জামাই ষষ্ঠী

১৯)সত্যজিৎ রায় কিসের সঙ্গে যুক্ত
উত্তরঃ চলচ্চিত্রের সঙ্গে

২০)ভারতে কবে ক্রিকেট খেলার সূচনা হয়
উত্তরঃ ১৯২১ খ্রিস্টাব্দে


২১)কে কোন দলকে হারিয়ে প্রথম আই.এফ.এ শিল্ড জিতেছিল?
উত্তরঃ মোহনবাগান ক্লাব ইউরোপীয় ইষ্ট ইয়র্কশায়ার ক্লাবকে হারিয়ে আই.এফ.এ শিল্ড জিতে ছিল।
২২)ভারতের প্রথম চলচ্চিত্রটি নাম কি
উত্তরঃ রাজা হরিশচন্দ্র

২৩)ইন্টারনেট আবিষ্কার কবে হয়
উত্তরঃ ১৯৯০ এর দশকে

২৪)জহরলাল নেহেরুর ইন্দিরাকে লেখা চিঠি গুলো হিন্দিতে কে অনুবাদ করেছিলেন
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ

২৫)পথের পাঁচালী ছবিটির পরিচালক কে
উত্তরঃ সত্যজিৎ রায়

২৬)ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত
উত্তরঃ দিল্লিতে

২৭)ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়
উত্তরঃ ১২ ই ডিসেম্বর ১৯১১ সালে

২৮)ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উত্তরঃ জি এম ট্রেভেলিয়ান

২৯)নতুন সামাজিক ইতিহাস এ কাদের কথা বলা হয়েছে


সাধারণ মানুষের কথা

৩০_কোন সময় থেকে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়
উত্তরঃ ১৯৮০এর দশক থেকে

৩১)পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা কি
উত্তরঃ মানাকালা

৩২)কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে
উত্তরঃ ১৯১১ সালে

৩৩)প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল
উত্তরঃ গ্রিসে

৩৪)বাংলা থিয়েটার হল কবে প্রতিষ্ঠিত হয়
উত্তরঃ ১৭৯৫ সালে

৩৫)ন্যাশনাল থিয়েটার কবে স্থাপিত হয়
উত্তরঃ ১৮৭২ সালে

৩৬)বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয়
উত্তরঃ ১৮৯৫ সালের ২৮ শে ডিসেম্বর

৩৭)ভারতীয় সংগীতের মূল উৎস কি
উত্তরঃ সামবেদ

৩৮)রাজ তরঙ্গিনী কি ধরনের গ্রন্থ
উত্তরঃ স্থানীয় ইতিহাস বিষয়ক

৩৯)তরঙ্গিনী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায়
উত্তরঃ কাশ্মীরের

৪০)জহরলাল নেহেরু তার মেয়ে ইন্দ্রাকে কতখানি চিঠি লিখেছিলেন
উত্তরঃ ৩০টি

৪১)ভারতের প্রথম পত্রিকার নাম কি
৪২)হিকির বেঙ্গল গেজেট

উত্তরঃ ভারতের প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র
উত্তরঃ দিকদর্শন

৪৩)প্রথম মাসিক পত্রিকার নাম কি
উত্তরঃ দিকদর্শন

৪৪)প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি
উত্তরঃ সমাচার দর্পণ

৪৫)প্রথম দৈনিক পত্রিকার নাম কি
উত্তরঃ সংবাদ প্রভাকর

৪৬)প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কী
উত্তরঃ সোমপ্রকাশ(সপ্তাহিক)

৪৭)History from below কে রচনা করেছিলেন
উত্তরঃ E p Thompson

৪৮)কোন দেশে প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল
উত্তরঃ ইংল্যান্ডে

৪৯)কোন দেশের টেলিগ্রাফ যোগাযোগ শুরু হয়েছিল
উত্তরঃ ইংল্যান্ডে

৫০)স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না এ কথা কে বলেছেন
উত্তরঃ স্বামী বিবেকানন্দ

৫১)কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিঠিত হয়
উত্তরঃ 1831 খ্রীষ্টাব্দে

৫২)ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলেছেন কে
উত্তরঃ জি এম ট্রেভেলিয়ান

৫৩)টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে
উত্তরঃ বোরিয়া মজুমদার

৫৪)পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি
উত্তরঃ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব

৫৫)বাংলা আর ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়
উত্তরঃ ১৯২০ খ্রীষ্টাব্দে


৫৬)কোচবিহারের ইতিহাস গ্রন্থটির লেখক কে
উত্তরঃ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়

৫৭)পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয়
উত্তরঃ আমেরিকায়

৫৮)সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়
উত্তরঃ সরকারি মহাফেজখানা সংরক্ষণ করা হয়।

৫৯) নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিলেন

মেধা পাটেকর

৬০)ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টুম মর্ডানিটি গ্রন্থের লেখক কে
উত্তরঃ বি.আর নন্দর

৬১)উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে
উত্তরঃ জেরাল্ডিন ফোর্বসের

৬২)লক্ষীর ভান্ডার কে গড়ে তোলেন
উত্তরঃ সরলা দেবী চৌধুরানী

৬৩)বঙ্গদর্শন সাময়িক পত্রটি কি প্রবর্তন করেছিলেন
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৬৪)সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন
উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ

৬৫)দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা
উত্তরঃ সিমোন দ্য বোভেয়ার

৬৬)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি
উত্তরঃ এ নেশন ইন মেকিং

৬৬)ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম লিখেছেন
উত্তরঃ অ্যালফ্রেড ক্রসবি