◆◆ সহজ কথায় তথ্যবহুল পোস্ট লেখার টিপস ◆◆


আপনাদের একটা বেসিক ধারনা দেবো কি করে ছোট্ট বা সংক্ষেপে ট্রিপ রিপোর্ট লিখবেন। প্রথমেই বলি ভাষা কোনও বাধা নয়। আপনি যে ভাষাতে লিখে স্বাচ্ছান্দ্য পাবেন তাতেই লিখবেন। লেখা টা ভালো বা খারাপ হয়েছে এটা মাথায় রেখে কিছু লিখবেন না। কারণ আপনি এটার মাধ্যমে তো কোনও পরীক্ষার উওর দিতে বসেন নি যে নাম্বার কাটার ভয় থাকবে!! মনের ভালোলাগা থেকে লিখুন।

ভাবুন বেড়িয়ে এসে বন্ধুদের গল্প শোনাচ্ছেন। সেই গল্পগুলিই তো সবাই শুনতে চায়। অনেকেই শুধুই সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন। কিন্তু সাথে কোন ট্রিপ সম্পর্কিত তথ্য থাকে না। সুন্দর ছবি দেখতে সবার ভালো লাগে কিন্তু শুধুই ছবি ট্যুর প্ল্যান করতে কোনও রকম হেল্প করে না। উল্টে ছবিগুলো বেড়াতে যাবার ইচ্ছেটাকে আরো বাড়িয়ে দেয়। ছবি দেখে যাবার ইচ্ছে হলো ওই জায়গায়, কিন্তু কি করে ওখানে যাবো, তার তথ্য হদিশ না থাকলে, তাহলে ছবিগুলোর কি ট্রাভেলস্ ভ্যালুই থাকে! আপনাদের কি মত। তাই সবার কাছে অনুরোধ ছবি পোস্ট করুন তার সাথে সংক্ষেপে আপনার গল্পটা লেখার চেষ্টা করুন। সেই লেখাটা ছবির সাথে দিয়ে পোস্ট করুন। নীচে কিছু পয়েন্ট উল্লেখ করলাম। সব পয়েন্ট গুলোই লিখতে হবে লিখতে হবে তা নয় যেগুলো মনে থাকবে বা সহজেই বলতে পারবেন সেগুলোই লিখবেন। চেষ্টা করুন অন্তত ২–৩ টে পয়েন্ট তুলে ধরতে। প্রতিটি পয়েন্ট এর উপর দুই চার লাইন লিখে দিলেই একটা দারুণ কাজের পোস্ট হয়ে যাবে। যেমন –

★ জায়গার টির নাম …… জায়গাটির ভৌগোলিক অবস্থান। রাজ্য, জেলা।

★ কি করে পৌঁছলেন। কি ভাবে গেলেন। ট্রেনের নাম, স্টেশনের নাম বা বিমানবন্দরের নাম।

★ কেমন ভাবে ঘুরলেন।

★ যে সব হোটেলে বা হোম স্টে থাকলেন তার নাম, যোগাযোগ নাম্বার, আপনার অভিজ্ঞতা (এটা খুবই প্রয়োজনীয়)

★ গাড়ীর সন্ধান ..... ড্রাইভারের নাম যোগাযোগ নাম্বার। কোনও গাইডের নাম ও নাম্বার। (এটাও খুবই প্রয়োজনীয়)

★ আপনার অনুভূতি ..... ভালো লাগা ..... খারাপ লাগা।

★ বিশেষ কোনও খাবার।

★ কি কি স্পট ঘুরলেন। কি কি দেখার জিনিস আছে। তাদের প্রবেশ মূল্য এবং সময়। আপনার নিজের রিভিউ।

★ কি কি কেনার জিনিস আছে।
ইত্যাদি ইত্যাদি ।

আসন্ন বেড়ানোর জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভ্রমণ সুখের, আনন্দের ও নির্ঝঞ্জাট হোক। আমাদের তথ্যবহুল ট্রিপ রিপোর্ট উপহার দিন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏