হাওড়া জংশন , হাওড়া স্টেশন হিসাবে বেশি পরিচিত, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্স। প্রতিদিন প্রায় 600 যাত্রীবাহী ট্রেন তার 23 টি প্ল্যাটফর্ম যা ভারতীয় রেলওয়ের বৃহত্তম এবং প্রতিদিন এক মিলিয়নেরও বেশি যাত্রী এই স্টেশনের মধ্য দিয়ে যায়। হাওড়া জংশন পাঁচটি আন্তঃনগর রেলস্টেশনের মধ্যে সংযুক্ত । অন্যগুলি হল শিয়ালদহ , সান্ত্রাগাছি , শালিমার এবং কলকাতা রেলস্টেশন । হাওড়া জংশন যাত্রী পরিবহনের হিসাবে ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন। স্টেশনটি হুগলি নদীর পশ্চিম তীরে হাওড়ায় অবস্থিত। ভারত জুড়ে 1373 স্টেশন সরাসরি হাওড়া রেলওয়ে স্টেশনের সাথে যুক্ত।