Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionঅংশীদারী কারবার ( Partnership Business) Emptyঅংশীদারী কারবার ( Partnership Business)

more_horiz
অংশীদারী কারবার ( Partnership Business)



অংশীদারী কারবার কথাটির অর্থ হল কোনো কারবার বা কোনো ব্যবসায় একাধিক ব্যক্তি যুক্ত আছে অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে কোনো কোনো ব্যবসায় অংশ গ্রহণ করা। অংশীদারী কারবার সম্মন্ধে জানতে গেলে আমাদের অনুপাত ও সমানুপাত সম্পর্কে জানতে হবে।

অনুপাত : সমজাতীয় দুটি রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ তার যা গাণিতিক সংকেতে প্রকাশ করা হয় তাকে রাশিটির অনুপাত বলে। সমজাতীয় দুটি রাশি a ও b এর সরল অনুপাতকে লেখা হয় a : b এই আকারে। অনুপাতের গাণিতিক চিহ্ন হল (Smile .

4 টাকা : 2 টাকা

= 10 কেজি : 5 কেজি

= 6 মিটার : 3 মিটার

= 2 : 1



সমানুপাত : দুটি অনুপাত পরস্পরের সমান হলে তাকে বলে সমানুপাত। সমানুপাত গঠন করে এমন রাশিগুলিকে বলে সমানুপাতী বা সমানুপাতে পদ। যেমন 4 টাকা : 2 টাকা = 10 কেজি : 5 কেজি অর্থাৎ 4 , 2 , 10 ও 5 সমানুপাতে আছে।

মনে রাখা দরকার :

a , b , c ও d সমানুপাতী হলে ,

(১) a , b , c ও d কে যথাক্রমে প্রথম পদ , দ্বিতীয় পদ , তৃতীয় পদ ও চতুর্থ পদ বলে। এখানে a ও d কে বলে প্রান্তীয় পদ ও b ও c কে বলা হয় মধ্যপদ।

(২) a : b = c : d হয়।

(৩) প্রতিই পদের গুণফল = মধ্যপদের গুণফল , অর্থাৎ ad = bc

(৪) x কে a : b অনুপাতে দুটি অংশে বিভক্ত করা হলে

প্রথম অংশ = x⋅a/a+b
, দ্বিতীয় অংশ = x⋅b/a+b

(৫) কোনো যৌথ ব্যবসায় অংশীদারদের মধ্যে লভ্যাংশ বা ক্ষতির অংশ ভাগ করা হয় তাদের মূলধন এবং সময়ের মিশ্র অনুপাতে।

(৬)  a : b , c : d এই দুটি অনুপাত মিশ্র বা যৌগিক অনুপাত হলে ac : bd .

(৭) যদি a , b ও c সমানুপাতে থাকে তবে a : b , b : c হয়

অর্থাৎb2=ac⇒b=√ac

এই b কে a ও c এর মধ্যসমানুপাতী বলে।

descriptionঅংশীদারী কারবার ( Partnership Business) Emptyexample

more_horiz
(১) A ও B যথাক্রমে 7000 টাকা ও 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তিন মাস পরে A তার লগ্নিকৃত টাকার 27 অংশ তুলে নেয়। কিন্তু আবার তিনমাস পরে A যত টাকা উঠিয়েছিল তার 35

অংশ আবার লগ্নি করে। বছরের শেষে ওই ব্যবসায় যদি 7260 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে।

সমাধান : A প্রথমে 7000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে।

প্রথম তিন মাসের পর A 7000 টাকার 27
অংশ = 7000×27

টাকা বা 2000 টাকা তুলে নেয়।

অতএব প্রথম তিন মাস পরে A এর পক্ষে থাকল ( 7000 - 2000 ) টাকা = 5000 টাকা

কিন্তু আবার তিন মাস পরে A 2000 টাকার 35
অংশ = 2000×35

টাকা বা 1200 টাকা লগ্নি করে।

এক মাসের সাপেক্ষে A এর মূলধন

={7000×3+5000×3+(5000+1200)×6}

টাকা

= ( 21000 + 15000 + 37200 ) টাকা

= 73200 টাকা

এক মাসের সাপেক্ষে B এর মূলধন =6000×12

টাকা = 72000 টাকা।

তাদের মূলধনের অনুপাত

= 73200 : 72000

= 732 : 720

= 61 : 60

যেহেতু তাদের লাভের অংশ তাদের মূলধনের সমানুপাতি

অতএব তাদের লাভের অনুপাত = 61 : 60

A এর লভ্যাংশ

= 7260 × 61/(61+60)

টাকা

=7260× 61/121

টাকা

= 3660 টাকা

B এর লভ্যাংশ

=7260 × 60/(61+60)

টাকা

=7260× 60/121

টাকা

= 3600 টাকা

অতএব A এর প্রাপ্ত লভ্যাংশ হল 3660 টাকা ও B এর প্রাপ্ত লভ্যাংশ হল 3600 টাকা .

descriptionঅংশীদারী কারবার ( Partnership Business) Emptyexample2

more_horiz
(২) একটি অংশীদারী ব্যবসায় A , B ও C যথাক্রমে 25000 টাকা , 35000 টাকা ও 40000 টাকা মূলধন হিসাবে লগ্নি করে। তারা এই শর্তে রাজি হয় যে , ব্যাবসায় লভ্যাংশ থেকে B ও C কে তাদের কাজের বেতন বাবদ যথাক্রমে 2000 টাকা ও 3000 টাকা দেওয়া হবে এবং অবশিষ্ট লভ্যাংশ তাদের মূলধনের অনুপাতে বিতরণ করা হবে। বছরের শেষে ব্যবসায় 20000 টাকা লাভ হলে কে কত পাবে।

সমাধান : A , B ও C এর মূলধনের অনুপাত

= 25000 : 35000 : 40000

= 5 : 7 : 8

ব্যবসায় তাদের লাভ হয় 20000 টাকা।

B ও C কে তাদের কাজের বেতন বাবদ যথাক্রমে 2000 টাকা ও 3000 টাকা পায়।

অতএব বিতরণ করা লভ্যাংশের পরিমাণ

= ( 20000 - 2000 - 3000 ) টাকা

=( 20000-5000 ) টাকা

= 15000 টাকা

যেহেতু লভ্যাংশ মূলধনের অনুপাতে বিতরণ করা হয়

অতএব A এর লভ্যাংশ

= 15000×5/( 5+7+ 8 )  টাকা

= 15000×5/20  টাকা

= 3750 টাকা

B এর লভ্যাংশ

= 15000×7/20 টাকা

= 5250 টাকা

C এর লভ্যাংশ

= 15000×8/20  টাকা

= 6000 টাকা

অতএব A পায় 3750 টাকা

B পায় ( 5250 + 2000 ) টাকা = 7250 টাকা

C পায় ( 6000 + 3000 ) টাকা = 9000 টাকা

descriptionঅংশীদারী কারবার ( Partnership Business) EmptyRe: অংশীদারী কারবার ( Partnership Business)

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum