নেপাল ভ্রমন নিয়ে কিছু কথা,
সড়ক পথে যারা নেপাল ভ্রমন করতে চান তাদের কিছু বিষয় জেনে রাখা ভাল।
সড়ক পথে নেপাল যেতে হলে ইন্ডিয়ান ট্রান্সিট ভিসা দরকার আর ইন্ডিয়ান ট্রান্সিট ভিসার জন্য অবশ্যই আপনাকে আগে নেপাল এর ভিসা নিতে হবে।
নেপাল্ এর ভিসার জন্য যা যা প্রয়োজনঃ
১। Nepal Embassy Dhaka এর ওয়েবসাইট এ VISA Option এ একটা ফর্ম দেয়া আছে সেটা ডাউনলোড করে হাতে লেখতে হবে।
২। জাতীয় পরিচয় পত্র।
৩। পাসপোর্ট সাইজ ছবি।
৪। পাসপোর্ট ফটোকপি।
৫। আপ্নি যদি চাকুরীজীবী হন অবশ্যই NOC লাগবে।
৬। যাওয়া আসার ২ টার টিকেট জমা দিতে হবে।
৭। হোটেল বুকিং এর ফটোকপি।
৮। ছাত্র হলে ভারসিটি কতৃপক্ষ দারা সত্যায়িত সনদ পত্র এবং রিকমান্ডেশন লেটার।
সব কাগজ পত্র ঠিক থাকলে ১ কর্ম দিবসে নেপাল ভিসা দিয়ে দেয়।
এর পর ইন্ডিয়ান ট্রান্সিট ভিসা নিয়ে নিতে হবে এবং ভিসা ফর্ম এ অবশ্যই পোর্ট সিলেক্ট করবেন By Road Changrabandha\raniganj এবং আপনার যাত্রার তারিখ এর সাথে টিকেট এর তারিখ মিল থাকতে হবে। কারন এই তারিখ এর উপর আপনি ভিসা পাবেন। অনেক সময় ভিসা ডেলিভারি ডেট যাত্রার তারিখ ছাড়িয়ে যায়,এটা নিয়ে চিন্তার কন কারন নেই, আপনার যাত্রার তারিখ এর আগেই ভিসা ডেলিভারি এসএমএস চলে আসবে অনেক সময় এসএমএস আসেও না।
ঢাকা থেকে শ্যামলি,হানিফ,পিঙ্কি পরিবহন,মানিক এক্সপ্রেস, শাহ্‌ আলী, লালন পরিবহন, সহ অনেক গাড়ি পাবেন বুড়িমারি যায়। বুড়িমারি থেকে ইমিগ্রেশন শেষ করে চলে যান চেংরাবান্দা।
চেংরাবান্দা থেকে ইমিগ্রেশন শেষ করে ট্যাক্সি করে চলে যাবেন রানীগঞ্জ ভাড়া নিবে ২০০০ রুপি। রানিগঞ্জ ইমিগ্রেশন এ ২০০ রুপি নিবে পার পারসন। এখানে বলে রাখি রানিগঞ্জ ইমিগ্রাশন এ আপ্নার পাসপোর্ট এর ১ম পেজ, ইন্ডিয়ান ট্রান্সিট ভিসার পেজ এর ফটোকপি জমা দিতে হবে।
( রানিগঞ্জ এবং কাকারভিটা ইমিগ্রেশন সময় সকাল ৬.০০- সন্ধ্যা ৬.০০)
রানীগঞ্জ ইমিগ্রেশন শেষ এ ১০ রুপি অটো ভাড়া দিএ চলে যান কাকারভিটা ইমিগ্রেশন এ। ওখানে আপনাকে ৩০০ ইন্ডিয়ান রুপি দিতে হবে। নেপাল ইমিগ্রেশ্ন থেকে আপনি আপনার ডলার/রুপি ভাঙ্গিএ নেপালি রুপি করে নিতে পারেন। চেংরাবান্দা তে কিন্তু নেপালি রুপি পাওয়া যায় না কারন ইন্ডিয়া তে নেপালি রুপি চলে না তবে আপনি ইন্ডিয়ান রুপি নেপালে চলাতে পারেন তবে কিছু কিছু জায়গায় চলে না।
নেপাল ভ্রমণ বিষয়ে আপনাকে অবশ্যই সময় এর দিকে সঠিক খেয়াল রাখতে হবে। কাকারভিটা থেকে কাথমুন্ডু লাস্ট বাস ছারে বিকাল ৫ টায়। সময় লাগবে ১২-১৪ ঘণ্টা। পাহাড়ি আকা বাকা রাস্তা দিয়ে চলে যান কাঠমুন্ডু থামেল এ। কাঠন্মুন্ডু এর থামেল হলো মিডিল পয়েন্ট…ওখানে হোটেল ও পাবেন আবার সাইট সিং অ করতে পারবেন। Durbar Square, Pasupati nath tempale, Swayambhunath, Boudha Stupa etc এগুল কাথমুন্ডু এর টুরিস্ট স্পট।
বলে রাখা ভাল পুর নেপালে আপনি বাস এর টিকেট বাস টারমিনাল থেকে করার চেষ্টা করবেন কারন নেপালে রাস্তায় রাস্তায় অনেক Agency আছে তারা টিকেট দিবে ঠিক কিন্তু দাম অনেক বেশি আর যেমন বাস এর কথা বলবে দিবে আরেক রকম।
কাঠমুন্ডু তে New Bus Park টার্মিনাল থেকে পোখারার বাস পাবেন,আগের দিন টিচকেট কেটে রাখা ভাল,ভাড়া পরবে ৫৫০-৬৫০ রুপি সময় লাগবে ৮ ঘন্টা। লাস্ট বাস ছাড়ে সকাল ৭ টায়।
পোখারা শহর অনেক সুন্দর এবং পরিস্কার পরিছন্ন। এখানে আপনি ভাল মানের কিছু হোটেল পাবেন খুব আল্প দামে। নেপালে খাবার এর দাম অনেক সুতরাং যা কিছু খাবেন দামাদামি করে নিবেন। বলা চলে নেপাল সব কিছুর দাম অনেক বেশি।
হোটেল এ কথা বললে আপনি তাদের কাছে পোখারার সাইট সিং এর জন্য গাড়ি পেয়ে যাবেন। ভাড়া পরবে ৫০০০-৬০০০ রুপি। ভোর ৫ টায় গাড়ি আপনাকে হোটেল থেকে নিয়ে যাবে সারাঙ্কট সেখানে সূর্য দয় দেখতে পারবেন আর সাথে পাবেন আন্নাপূর্ণা এক আপরুপ সৌন্দর্য। এর পর গাড়ি আপনাকে নিয়ে যাবে Bindhya basini temple এরপর হোটেল গাড়ি পৌঁছে দেবে সকালের নাস্তা করার জন্ন।সকালের নাস্তা শেষ এ চলে জান পোখারার সবচেয়ে সুন্দর জায়গা ফেওেয়া লেক। ১ ঘন্টার জন্য বোট ভাড়া পাবেন ৬৫০ রুপি তে। একে একে করে Devi's Falls, Peace Pagoda ইত্যাদি আপনাকে টাক্সি তে করে নিয়ে যাবে।

এরপর পোখারার পৃথিবী চত নামে জায়গা থেকে কাকারভিটা এর বাস পাবেন ভাড়া পরবে ১৬০০-১৮০০ রুপি।বাস ছাড়ার সময় বিকাল ৫ টা সময় লাগবে ১২-১৪ ঘন্টা। ঠিক একই ভাবে পর্যায় ক্রমে সকল বডারের ফরমালিটিস শেষ করে ফিরে আসুন আপনার প্রিয় বাংলাদেশ এ।
ঘুরতে গিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নিজেদের দায়িত্ব সুতরাং ঘুরতে গিয়ে পরিবেশ নোংরা না করি।

লেখার ভুল ক্ষমা করবেন। সকলের যাত্রা শুভ হোক।
হ্যাপি ট্রাভেলিং