বার্ষিক ২৫০ mm-এর কম বৃষ্টিপাত যুক্ত, প্রায় উদ্ভিদহীন, রুক্ষ ও শুষ্ক অঞ্চলকে মরুভূমি (Desert) বলে। লাতিন শব্দ ‘Desertum’ থেকে Desert শব্দটি উদ্ভূত হয়েছে, যার অর্থ হল — ‘An abandoned place’। মরুভূমি সৃষ্টির প্রধান কারন হল — ১) আয়ন বায়ুর প্রভাব ও ২) বৃষ্টিচ্ছায়া অঞ্চল। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে, মরুভূমি প্রধানত দুই প্রকারের হয় — A) উষ্ণ মরুভূমি বা Hot Desert :- উদাহরন — সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি প্রভৃতি। B) শীতল মরুভূমি বা Cold Desert :- উদাহরন — গোবি মরুভূমি, প্যাটাগোনিয়া মরুভূমি প্রভৃতি।
জলবায়ু বিজ্ঞানী কোপেন-এর জলবায়ু শ্রেণীবিভাগে, মরুভূমি Bwh (Hot Desert) ও Bwk (Temperate Desert) নামে চিহ্নিত রয়েছে। জলবায়ু বিজ্ঞানী থর্ণওয়েট-এর জলবায়ু শ্রেণীবিভাগে, মরুভূমি ‘Arid Megathermal’ নামে চিহ্নিত রয়েছে। পৃথিবীর মোট আয়তনের প্রায় ২০% অঞ্চল মরুভূমির অন্তর্গত। পৃথিবীর মোট মরুভূমি অঞ্চলের মাত্র ২০% বালিময় মরুভূমি।
________________________________________________
★★ এক নজরে পৃথিবীর মরুভূমি ★★
পৃথিবীর বৃহত্তম মরুভূমি — আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি — সাহারা মরুভূমি (আফ্রিকা)। পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি — আন্টার্কটিকা। পৃথিবীর শুষ্কতম মরুভূমি — আটাকামা মরুভূমি (দঃ আমেরিকা)। পৃথিবীর উষ্ণতম (বায়ুমন্ডলীয় উষ্ণতা) মরুভূমি — সাহারা মরুভূমি (আল-আজিজিয়া স্থানের উষ্ণতা অনুসারে) (আফ্রিকা) / মোজাভে মরুভূমি (ফার্নেস ক্রিক স্থানের উষ্ণতা অনুসারে) ( USA, উঃ আমেরিকা)। পৃথিবীর উষ্ণতম ( ভূপৃষ্ঠ উষ্ণতা) মরুভূমি — দশত্-ই-লুট/ লুট মরুভূমি (ইরান, এশিয়া)। পৃথিবীর শীতলতম মরুভূমি — আন্টার্কটিকা। আন্টার্কটিকার বাইরে, পৃথিবীর শীতলতম মরুভূমি হল — গোবি মরুভূমি (এশিয়া)। পৃথিবীর বৃহত্তম বালিময় মরুভূমি হল — রাব-এল-খালি বা Empty Quarter। পৃথিবীর বৃহত্তম লবন মরুভূমি — White Salt Desert (ভারত, এশিয়া)।
________________________________________________
★★ পৃথিবীর সেরা দশ বৃহত্তম মরুভূমি (আয়তন অনুসারে)★★
(ক্রম–নাম– উষ্ণ/শীতল –আয়তন)
১) আন্টার্কটিকা মরুভূমি — শীতল — ১,৪০,০০,০০০ বর্গ কিমি।
২) আর্কটিক মরুভূমি — শীতল — ১,৩৯,০০,০০০ বর্গ কিমি।
৩) সাহারা মরুভূমি — উষ্ণ — ৯৪,০০,০০০ বর্গ কিমি।
৪) আরবীয় মরুভূমি — উষ্ণ — ২৩,৩০,০০০ বর্গ কিমি।
৫) গোবি মরুভূমি — শীতল — ১৩,০০,০০০ বর্গ কিমি।
৬) কালাহারি মরুভূমি — উষ্ণ — ৯,৩০,০০০ বর্গ কিমি।
৭) প্যাটাগোনিয়া মরুভূমি — শীতল — ৬,৭০,০০০ বর্গ কিমি।
৮) গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি — উষ্ণ — ৬,৪৭,০০০ বর্গ কিমি।
৯) সিরিয়া মরুভূমি — উষ্ণ — ৫,২০,০০০ বর্গ কিমি।
১০) গ্রেট বেসিন মরুভূমি — শীতল — ৪,৯২,০০০ বর্গ কিমি।
======================================
★★ পৃথিবীর মহাদেশভিত্তিক প্রধান প্রধান মরুভূমি ★★
(মহাদেশ–প্রধানপ্রধান মরুভূমি)
১) আফ্রিকা — সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, নামিব/নামিবীয় মরুভূমি, কারো মরুভূমি, ডানাকিল মরুভূমি।
২) এশিয়া — আরবীয় মরুভূমি, গোবি মরুভূমি, কারাকুম মরুভূমি, তাকলা মাকান মরুভূমি, থর মরুভূমি।
৩) ইউরোপ — তাবেরনাস মরুভূমি, অল্টেনিয়ান সাহারা মরুভূমি, অ্যাক্কোনা মরুভূমি, ডেলিব্লাটস্কা মরুভূমি, মনেগ্রোস মরুভূমি।
৪) উত্তর আমেরিকা — কলোরাডো মরুভূমি, মোজাভে মরুভূমি, গ্রেট বেসিন মরুভূমি, সোনেরন মরুভূমি, চিহুয়াহুয়ান মরুভূমি।
৫) দক্ষিন আমেরিকা — আটাকামা মরুভূমি, প্যাটাগোনিয়া মরুভূমি, লা গুয়াজিরা মরুভূমি, সেচুরা মরুভূমি, মন্টে মরুভূমি।
৬) ওশিয়ানিয়া — গিবসন মরুভূমি, সেন্ট্রাল মরুভূমি, গ্রেট স্যান্ডি মরুভূমি, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, তানামি মরুভূমি।
(** সমগ্র আন্টার্কটিকা মহাদেশ একটি মরুভূমি)
======================================
★★মরু অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি★★
★পৃথিবীর উষ্ণ মরুভূমি অঞ্চলের প্রধান উদ্ভিদ প্রজাতি গুলি হল — Salt Bush, Organ Pipe Cactus, Desert Sage, Desert Marigold, Saguaro Cactus, Desert Lily, Barrel Cactus, Brittle Bush, Cholla Cactus, Indigo Bush প্রভৃতি এবং প্রধান প্রাণী প্রজাতি গুলি হল — Kangaroo Rat, Jerboas, Desert Lark, Camel, Sandgrouse, Oryx, Dik-dik, Addax Antelope, Rattle Snake, Grant’s Gazelle প্রভৃতি।
★পৃথিবীর শীতল মরুভূমি অঞ্চলের প্রধান উদ্ভিদ প্রজাতি গুলি হল — Tuft Grass, Sagebrush, Juniper, Pinyon Pine, Maqui Bush, Mate Negre, Colihue, Needle Grass, Bridle Grass, Salt Grass প্রভৃতি এবং প্রধান প্রাণী প্রজাতি গুলি হল — Coyotes, Bactrian Camel, Sand Fox, Wild Ass, Gazelle, Badgers, Yak, Bharal (The Blue Sheep), Weasel, Leopard প্রভৃতি।
★অতিরিক্ত শীতল মরুভূমি অঞ্চলের প্রধান উদ্ভিদ প্রজাতি গুলি হল — Moss, Lichen, Algal, Hair Grass, Liverworts প্রভৃতি এবং প্রধান প্রাণী প্রজাতি গুলি হল — Midges, Mites, Penguin, Polar Fox, Ploar Bear প্রভৃতি।
**মরুভূমিতে বসবাসকারী প্রাণীদের “Xerocole” বলা হয়।
________________________________________________
★★ পৃথিবীর প্রধান প্রধান মরুশহর ★★
(শহরের নাম–দেশ–মরুভূমির নাম)
১) কায়রো — মিশর — সাহারা মরুভূমি।
২) খার্তুম — সুদান — সাহারা মরুভূমি।
৩) উলানবাটর — মঙ্গোলিয়া — গোবি মরুভূমি।
৪) কুয়েত সিটি — কুয়েত — আরবীয় মরুভূমি।
৫) রিয়াধ — সৌদি আরব — আরবীয় মরুভূমি।
৬) দুবাই — UAE — আরবীয় মরুভূমি।
৭) তাসকানি — ইতালি — অ্যাক্কোনা মরুভূমি।
৮) সল্ট লেক সিটি — USA — গ্রেট বেসিন মরুভূমি।
৯) লাস ভেগাস — USA — মোজাভে মরুভূমি।
১০) হেন্ডারসন — USA — মোজাভে মরুভূমি।
======================================
★মরুভূমি অঞ্চলে সৃষ্ট প্রধান ভূমিরূপ গুলি হল — মেসা ও বুটে, বালিয়াড়ি, মরূদ্যান, প্লায়া, মরু পেভমেন্ট, মরু ভার্নিশ, স্যান্ডহিল, এর্গ, হামাদা, অপসারন গর্ত প্রভৃতি।
★পৃথিবীর মরুভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ গুলি হল — তামা, লোহা, লেড-জিংক, ক্রোমাইট, সোনা, রূপা, অভ্র, পেট্রোলিয়াম, ইউরেনিয়াম, লিথিয়াম প্রভৃতি।
________________________________________________
★★ মরু অঞ্চলের যাযাবর উপজাতি গোষ্ঠী ★★
(যাযাবর গোষ্ঠীর নাম–মরুভূমির নাম)
১) বারবের — সাহারা মরুভূমি।
২) তুয়ারেগ — সাহারা মরুভূমি।
৩) বেদুইন — আরবীয় মরুভূমি।
৪) মোঙ্গল — গোবি মরুভূমি।
৫) সান/বুশম্যান — কালাহারি মরুভূমি।
৬) খোইখোই — কালাহারি মরুভূমি।
৭) কুং — কালাহারি মরুভূমি।
৮) সওয়ানা — কালাহারি মরুভূমি।
৯) হেরোরো – কালাহারি মরুভূমি।
১০) তেহুয়েলচে — প্যাটাগোনিয়া মরুভূমি।
======================================
★★ এক নজরে ভারতের মরুভূমি ★★
ভারতের বৃহত্তম মরুভূমি হল — থর মরুভূমি (উষ্ণ প্রকৃতির)। এটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। থর মরুভূমির আয়তন ২,০০,০০০ বর্গ কিমি। এছাড়া ভারতের গুজরাট রাজ্যের কচ্ছের White Salt Desert বিশেষ উল্লেখ্য। এর আয়তন ৭,৫০৫ বর্গ কিমি। এই মরুভূমি উষ্ণ প্রকৃতির ও এটি পৃথিবীর বৃহত্তম লবন মরুভূমি। ভারতের প্রধান শীতল মরুভূমি গুলি হল — লাদাখ পার্বত্য মরুভূমি (জম্মু ও কাশ্মীর), লাহুল ও স্পিতি উপত্যকার পার্বত্য মরুভূমি (হিমাচল প্রদেশ) প্রভৃতি।


### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN GEOGRAPHY MCQ wbbse
#Madhyamik #2020 #Geography #Suggestions
CLASS TEN GEOGRAPHY MCQ class x

Madhyamik pariksha 2020