:: কামাখ্যা মন্দির ::
কি কি বিষয় জানা দরকার ---

১. বিশেষ দিন, তিথি বা বার না ধরে এলে জেনারেল লাইন যথেষ্ট কিন্তু আপনাকে দাঁড়াতে হবেই, আসলাম আর 10 মিনিটে হয়ে গেলো, সেটি অসম্ভব। ঘণ্টা খানেক ধরে চলুন।

২. আমার মত যারা স্পেশাল লাইন দেবেন কারণ আপনার হাথে সময় কম বা কেউ বয়স্ক আছে সাথে বা এক কথায় আপনার ইচ্ছে, টিকিট কেটে নিলেন মানেই হয়ে গেলো সেটা না, এখানেও ওয়েটিং থাকবে, তুলনমূলকভাবে কম আর লাইনের জায়গাটা শীততাপ নিয়ন্ত্রিত।

৩. দুটি লাইনের ক্ষেত্রেই বসার সু ব্যাবস্থা তাই কষ্ট হবেনা।

৪. এয়ারপর্ট থেকে ওলা উবের খুব ঝামেলা করে, তাই প্রি পেড ট্যাক্সি নিতে পারেন, ৮৫০ টাকায় উপরে মন্দিরের নিকট অবধি পৌঁছে দেবে। এছাড়া অটো ও আছে।

৫. মন্দিরের থেকে উমানন্দ ভৈরব যাওয়ার রাস্তায় জ্যাম হয় খুব, প্রতি এক ঘণ্টায় ফেরী আছে ঘাট থেকে দ্বীপ পর্যন্ত। আপনি ৯:৩০ ফেরী ধরে বাবার মন্দিরে গেলে ১০:৩০ তে সেই ফেরীতেই ফিরে আসবেন, এবার এটা ঘণ্টার হিসেব করে নিন।

৬. কামাখ্যা ও এই তীর্থের সব দেবী বা দেবতার মন্দির একদম সমতল নয়, প্রতিটি নিজ গুনেই বেশ অন্ধকার ও কিছু পাথুরে ধাপ নামতেই হবে, মন্দিরের আসে পাশে দশ মহাবিদ্যার মন্দির ও আরো অনেক মন্দির, মা ছিন্নমস্তার মন্দির আমার বিশেষ নজর কেড়েছে কারণ এখানে গর্ভ গৃহের রাস্তা প্রায় একেবারে না থাকার বরাবর খুব খাড়া পাথরের ধাপ ও গর্ভ গৃহ বেশ নিচে যেটা বাইরে থেকে বোঝা যায়না। এই একই ব্যাপার উমানন্দ বাবার মন্দিরেও কিন্তু সেখানে পাথরের ধাপ গুলো অনেক ভালো। মা তারা বা মা ছিন্নমস্তা বা মহাবিদ্যার অন্যান্য মন্দিরে পুরোহিত দেখিনি, দেবীরা যেনো সংগোপনে ধ্যানরতা, দেবতারাও যেনো তাই। একটা গা কাটা দেওয়া দৈব আমেজ এখানে সর্বদা।

৭. মায়ের ভোগ পাওয়ার সৌভাগ্য হয়। অমৃতের বর্ণনা হয়না, এটুকু বলে রাখি, ভোগে আমিষ থাকে, কেউ নিরামিষ ভজী হলে আগে বুঝে নেবেন, নিয়ে অসন্মান করবেন না।

আপনাদের সবার সঙ্গে জগৎজননীর ভোগের ছবি ও এই বৃহৎ, শক্তিশালী ব্রহ্মপুত্র নদের মধ্যস্থ সর্ব শক্তিমান মহাদেব উমানন্দ ভৈরবের দ্বীপের ছবি ভাগ করে নিলাম।

একটা কথা আরো বলি, অসমের হাওয়ার মাদক আমেজ আমাকে এখানে বার বার টেনে আনবে।

জয় মা।
#কামাখ্যা #মন্দির #আসাম #Kamakahya #temple #Asam