বিষয় মথুরা- বৃন্দাবন ভ্রমণ
.
.
.
আমি লেখালেখিতে একেবারেই অপটু । তবু সাহস করে লিখলাম। কারুর দরকারে আসলে নিজেকে ধন্য মনে করবো। বৃন্দাবন ঘোরার একটা ছোট্ট অভিজ্ঞতা ও ইনফর্মেশন শেয়ার করতে এই পোস্ট।
সবথেকে কম খরচে কেউ (একা/গ্রুপ এ) যদি প্রথমবার মথুরা-বৃন্দাবন ঘুরতে চান, তবে এই পোষ্টটা আশা করি তাঁর উপকারে লাগবে। এক্ষেত্রে ঘোরার খরচ মাত্র ২৩০টাকা। খাওয়ার খরচ সারাদিনে হয়ত আর ১৫০টাকা (সর্বোচ্চ)। দুটোই জনপ্রতি হিসেব।
এবার আসি ঘোরার পদ্ধতি আলোচনায়।
সকাল ৭-৭.২০ এর মধ্যে মথুরা জংশন রেল স্টেশন পৌঁছে আসতে হবে 'জন্মভূমি' নামক একটা জায়গায়। এটি রেল স্টেশন থেকে ২কিমি দূরত্বের মধ্যে, New Bus Stand এর কাছে অবস্থিত। অটো বা ব্যাটারি রিক্সা করে ২০টাকা জনপ্রতি ভাড়ায় এখানে পৌঁছনো যাবে। এখান থেকে সকাল ৮টায় উত্তরপ্রদেশ স্টেট ট্রান্সপোর্ট এর অর্ডিনারি বাস ধরতে হবে। এই বাস সারাদিন ২৩০টাকার বিনিময়ে মথুরা-বৃন্দাবন ঘোরাবে। প্যাকেজ এর নাম Braj Darshan। বাসটা রোজ সকাল ৮টায় ছাড়ে এবং সন্ধ্যা ৭টায় যাত্রা শেষ করে (যেখান থেকে যাত্রা শুরু, সেখানেই শেষ হয়)। বাসে একজন গাইড থাকেন, যিনি প্রতিটা দর্শনীয় স্থানে জায়গার সংক্ষিপ্ত, পরিমিত ও সুন্দর বর্ণনা আগাম জানিয়ে দেন।
যে যে দর্শনীয় স্থান এই বাসে ঘোরা যাবে তা হল :-
* Krishna Janma Bhumi
* Barsana
* Goverdhan
* Tirtha Bikash (Halt for Lunch)
* Kusum Sarovar Goverdhan
* Radhakund-Shyamkund Parikrama
* Vrindavan Ranji Temple
* Vrindavan Bankeybihari Temple
* Iscon Vrindavan Temple
* Gokul
এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার, সকালে মথুরা স্টেশন থেকে এই বাস ধরার জন্য জন্মভূমি নামক জায়গায় পৌঁছনোর পথে প্রচুর অটো, মারুতি, ব্যাটারি গাড়ির লোকজন টুরিস্ট দের প্রায় ছেঁকে ধরে। এরা প্রত্যেকেই নিজেরা টুরিস্ট দের ঘোরাতে চায়। সুতরাং এদেরকে এই বাসের কথা জিজ্ঞেস করলে এরা কেউই বলেনা। কেউ কেউ আবার মিসগাইডও করে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। বাসটা সারাদিনে ২০৫কিমি চলে। এই খরচে এভাবে বৃন্দাবন ঘোরা আর কোনো উপায়ে আক্ষরিক অর্থে অসম্ভব।
তবে হ্যাঁ, এই খরচে 'ডিলাক্স' পরিষেবা পাবেননা, কিন্তু আন্তরিকতার অভাবও আশা করি পাবেন না। একটা অতি সাধারণ সরকারি বাস, তাতে আমার আপনার মতো অতি সাধারণ একজন ড্রাইভার ও একজন গাইড, সারাটা দিন, নিম্নমধ্যবিত্ত বাজেট, এগুলো যদি মূলধন বানানো যায়, তবে রাধা-কৃষ্ণর লীলাক্ষেত্র স্বাভাবিক ভাবে আপনার কাছে ধরা দিতে সদা প্রস্তুত।