সিকিমে সফল বিমান অবতরণ, গ্যাংটক এবার আরও সহজেই
সিকিমে সফল বিমান অবতরণ, গ্যাংটক এবার আরও সহজেই Pic
পাহাড়ের কোলে পেকিয়াং।
ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী সিকিমের বাসিন্দারা। আজ প্রথমবার কোনও অসামরিক বিমান অবতরণ করল পাহাড়ের এই রাজ্যে। সিকিমের পেকিয়াং বিমানবন্দরে আজ সফলভাবে পরীক্ষামূলক বিমান অবতরণ করল স্পাইসজেট।
সিকিমে সফল বিমান অবতরণ, গ্যাংটক এবার আরও সহজেই Images10

৭০ আসনের Q400 বমবার্ডিয়ার বিমানটি আজ অবতরণ করে নবনির্মিত এই বিমানবন্দরে। সকাল পৌনে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি। ১ ঘণ্টার একটু বেশি সময় বাদে পেকিয়াং বিমানবন্দরে অবতরণ করে স্পাইসজেটের বিমানটি। এর ফলে দেশের উড়ান মানচিত্রে জায়গা করে নিল সিকিমও।
গত ৫ মার্চ পেকিয়াং বিমানবন্দরে পরীক্ষামূলক অবতরণ করেছিল বায়ুসেনার বিমান। এরপরই যাত্রীবাহী বিমান চালানোর বিষয়ে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সেইমতো আজ পরীক্ষামূলক অবতরণ করে স্পাইসজেট। সংস্থার তরফে এবার কেন্দ্রীয় মন্ত্রককে রিপোর্ট দেওয়া হবে। তারপরই সিদ্ধান্ত হবে কবে থেকে সরাসরি বিমান পরিবহন চালু করা হবে।

মোট ৬০৫ কোটি খরচ করে এই পেকিয়াং বিমানবন্দর নির্মাণ করা হয়েছে। গ্যাংটকের কাছে অবস্থিত এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬০০ ফিট উচ্চতায় নির্মিত। স্পাইসজেটের তরফে পেকিয়াং থেকে দিল্লি, কলকাতা ও গুয়াহাটি রুটে বিমান চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে ।

#সিকিম#গ্যাংটক#Spicejet-flight-in-Sikkim #SikkimNews #Sikkim #Places-to-Visit-in-Sikkim #Pakyong-airport #Gangtok-Flight