Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionকোরাপুট , ডুডুমা  Emptyকোরাপুট , ডুডুমা

more_horiz
বর্ষায় কোরাপুট , ডুডুমা এককথায় বলা যায় রূপকথা । আমার মত ঘরকুনোর কাছে ডুডুমা এক অলৌকিক অভিষাণ । রিমঝিম বৃষ্টি , গভীর গহন মেঘের দুনদুভী , তার মধ্যে দিয়ে পাহাড় বন নির্জনতা ডিঙিয়ে এগিয়ে চলা , যেন এক স্বপ্নের হাত ধরা । সেই স্বপ্ন , যা তোমাকে কৈশোরকে ডিঙাতে দেয় না ।
কলকাতা থেকে কোরাপুট আসার এক পথ ( যে ভাবে আমি গেছি ) Koraput Exp.। এই ট্রেন রাত ৯ টায় হাওড়া থেকে ছাড়ে । পরদিন বিকাল ৪ টায় ট্রেন আসবে রায়গাডা । রায়গাডা থেকে ট্রেন পাহাড়ে উঠতে শুরু করবে । ট্রেন যত পাহাড় চড়তে শুরু করবে একটু একটু করে আপনার চেনা পৃথিবী পাল্টাতে শুরু করবে । বলা যায় এক নতুন জগৎ খুলে যাবে ।
যখন মনে হবে সামনে পাহাড় , ট্রেন যাবে কি করে ? একটু পরেই দেখবেন ট্রেন পাহাড় ভেদ করে সুড়ঙ্গে ঢুকে গেছে ।এমনি বেশ কয়েকবার । এই রাস্তায় একবারের জন্যও জানলা থেকে সরবেন না । একটা পাহাড় থেকে আর এক পাহাড়ে এই বিশাল ট্রেন চলে যাবে ঝুলন্ত ব্রিজ পার করে । বলছি কি এই সময় জানালা থেকে নিচের দিকে তাকাবেন না ।
সন্ধ্যা শেষ হয়ে যাবে । ট্রেন তখনও ছুটছে । মাওবাদী এলাকা বলে যেন ভয় পাবেন না । ঢাল নেই তলোয়ার নেই , নিধিরাম সর্দার । দুই রেল পুলিশ হাতে প্লাস্টিক লাঠি নিয়ে ট্রেনে পাইচারী করছে দেখবেন ওরাই ভরসা । আপনার সাথেও গল্প করবে । কোরাপুটের অনেক আগে থেকেই যাত্রী কমে যাচ্ছে দেখবেন । ভাঙাচোরা এই কোচগুলি কেমন ভুতুড়ে মনে হবে । যখন একটু ঝিমুনি মত আসবে , মনে হতে থাকবে ট্রেন বুঝি অনন্তকাল ধরে চলবে আপনার ঘুম ভাঙিয়ে দেবে পাশের যাত্রী , দাদা ট্রেন কোরাপুট ঢুকছে ।
স্টেশন থেকে নেমে বাইরে আসুন । একটাই পথ । আপনার জন্য অটো অপেক্ষা করছে । চলুন কোরাপুট বাস স্ট্যান্ড ।ওখানেই কয়েকটা মামুলি হোটেল পাবেন ।
এবার একটু অপ্রিয় কথা বলে নিই । কোরাপুট সবার জন্য নয় । প্রথমত , প্রায় ২৪ ঘন্টার এমন ধুকুর ধুকুর জার্নী সবার সহ্য হবে না । দুই খুব একটা দামী হোটেল এখানে নেই । আর সর্বশেষ মাওবাদী ভয় অবশ্যই কিছুটা আছে । যারা মাওবাদী ভয় কাটিয়ে কোরাপুট ঘুরতে পারবেন , বলতে পারি এক নতুন পৃথিবী খুলে যাবে ।
আবার আসল কথায় আসি । হোটেল ঠিক করেই কিন্ত বিশ্রাম নিলে চলবে না । আজকেই একটা গাড়ি ঠিক করে নেন আগামী কাল কোথায় কোথায় ঘুরবেন । সকাল সকাল না বেরলে অনেকটা সময় নষ্ট হবে । গাড়ি ঠিক করে নিলেন । রাত অনেক হচ্ছে । এবার রাতের খাবারের জন্য একটু বাইরে বেরিয়ে পড়ুন । বেশি দূর যেতে হবে না । ভাল একটা হোটেল পেয়ে যাবেন । রাত ১০ টার পর বন্ধ হতে শুরু করে । শুধু বলে রাখি মাওবাদীদের ভয়ে জুজু হয়ে থাকবেন না ।

descriptionকোরাপুট , ডুডুমা  EmptyRe: কোরাপুট , ডুডুমা

more_horiz
কোরাপুট , ডুডুমা  Fb_im211

কোরাপুট , ডুডুমা  Fb_im212

কোরাপুট , ডুডুমা  Fb_im213

কোরাপুট , ডুডুমা  Fb_im214
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply