Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

power_settings_newLogin to reply
2 posters

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Emptyপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
◆◆ পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন ◆◆
◆◆ Vedatar Nepal Tour ◆◆

2018 এর ডিসেম্বরে একদম শেষ মুহূর্ত্যে ঠিক হলো 5-6 দিনের এক বিন্দাস ট্যুর দেব।কোনো হোটেল বুকিং থাকবে না, কোনো গাড়ি বলা হবে না স্টেশন থেকে পিক আপ করার জন্য।এরকম বেড়ানোর একটা আলাদা রোমাঞ্চকর ব্যাপার আছে।আমার 14 বর্ষীয় বালক টিকে নিয়ে আরো তিন জন বান্ধবী সহ বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে।বরাবর একটু ভীড়হীন জায়গার কথাই মাথায় আসে আমাদের। কলকাতা যোগবানি এক্সপ্রেসের 5টা কনফার্ম টিকিট পকেটে নিয়ে (এই ট্রেনের টিকিট সবসময়েই পাওয়া যায়)কাঁধে rukhsack চাপিয়ে চড়ে পড়লাম ট্রেন এ।গন্তব্য পূর্ব নেপালের ভেদেতার, হিলে পাখরিবাস।এই অঞ্চলের কথা পড়েছিলাম এই গ্ৰুপের Santu Ghosh এর একটা পোস্ট থেকে।ওনার কাছে আমি কৃতজ্ঞ।
ক্রমশ ....

পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img75
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img76
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img77
#নেপাল #ভ্রমন #ভেডেটার #Nepal #Tour #vedatar
#dharan #dhankuti #hill #snowfall #Everest #kanchanjangha #ট্রেক #makalu #Himalaya#trek #trekking

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
১ম দিন গন্তব্য ভেদেতার (২৫/১২/১৮)

কলকাতা ষ্টেশন থেকে রাত 8.55 এ তে রওনা হলাম নেপাল বিহার সীমান্ত যোগবানীর জন্য।পৌছালাম পরের দিন সকাল 11.15তে।স্টেশন থেকে পায়ে হাঁটা পথেই পেরোতে হবে সীমান্ত।সীমান্তে পেরোলেই যে জায়গা আসবে তার নাম বিরাট নগর।ওখানা দুপাশে প্রচুর খাবার হোটেল।ইচ্ছে হলে খেয়ে নিয়েই বেরোনো যায়।আমরা যদিও ট্রেনে নিজেদের খাবার ভরপেট খেয়ে নিয়েছিলাম।প্রসঙ্গত বলে রাখি Indian Currency(IC) যে 100 টাকা মনে Nepal Currency (NC)তে160টাকা।coin এবং200,500,2000 নোট চলবে না।10,20,50,100 নোট চলবে।বিরাট নগর থেকে 20টাকা(IC)তে যেতে হলো বিরাট নগর বাস স্ট্যান্ড।যারা গাড়ি করে সরাসরি ভেদেতার যেতে চান তারা এই বাস স্ট্যান্ড থেকেই গাড়ি পেয়ে যাবেন।আমরা shareএ traveller করে যাবো বলেই ঠিক করলাম Dharan bus standপর্যন্ত(ভাড়া 50টাকা করে IC, সময় দেড় ঘন্টা)।Dharan Bus stand থেকেই vedetar এর share Traveller নিলাম ভাড়া100 টাকা(IC) করে।শীত কালে যাবার বাড়তি পাওনা ছিল Dharan bus stand থেকে কেনা 80টাকায় কেনা70টা কমলা লেবু!টক মিষ্টি স্বাদের,রসগোল্লার সাইজের,😃।কিছু পর থেকে চড়াই রাস্তা শুরু হলো।চারিদিক valley মতন।দূরে পাহাড়ের ভাঁজ চোখে পড়ে,চারিদিকে সবুজের সমারোহ।শহরের থেকে এতদূর আসা তো এই প্রকৃতির সান্নিধ্যের জন্যই।গাড়ির খালাসী ভাই কে বলা ছিল আমাদের 'আচ্ছাওয়ালা হোটেল কে পাস উতার' দিতে।বেলা 2.45 যেখানে উতরিয়ে দিলো সেটা একটা তে মাথা।গাড়ি থেকে মাটিতে পা দিতে বুঝলাম dharan থেকে অন্তত 10℃ তাপমাত্রা কম এখানে।মেঘ উড়ে যাচ্ছে চারিদিক।সামনের একটা রাস্তা উঠে গেছে অনেক গুলো খাবার হোটেল ও থাকার হোটেল নানা রকমের।এবার মাথা গোজার ঠাঁই খোঁজার পালা।দুজন গেল রুম খুঁজতে।আমরা তিনজন ব্যাগ পাহারাদার হিসেবে দাঁড়িয়ে।ওদিকে ঠান্ডা হওয়াতে কাঁপুনি লাগার জোগাড়।আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকার পর দুজন কে দেখা গেল ।রুম পাওয়া গেছে।আমরা স্বস্তির হাসি দিলাম।ওখানে 400 থেকে 1300 (IC )র রুম পাওয়া যাবে।রুম পেতে কোনো সমস্যা নেই ।আমরা 500 টাকা করে দুটো double bedded রুম নিলাম।ফ্রেশ হয়ে উল্টো দিকের খাবারের হোটেল থেকে খেয়ে নিলাম chowmein, Momo।চারিদিক কুয়াশার চাদরে ঢাকা পড়ছে।স্থানীয় রা বললেন এখান থেকেই Mt.Makalu দর্শন দেন।মেঘে ঢেকে আছেন।সন্ধ্যা নামলো।রাতের খাবারের জন্য বলা হলো ভাত,ডাল,সবজি,আর চিকেন রোস্ট।রাত 7.30 এর মধ্যে গিয়ে খেতে হবে।ঠান্ডার জন্য দোকান বন্ধ হয়ে যায়।অগত্যা আমরা বিলাইতি টাইমে ডিনার খেলাম।খেয়ে দেয়ে একপ্রস্থ আড্ডা।হোটেল এ wi fi আছে।ইন্ডিয়ান সিম চলছে না।ইন্টারনেট একমাত্র যোগাযোগের মাধ্যম।temperature দেখলাম 6℃দুটো লেপ মুড়ি দিযে পরের দিন সকালে মাকালু বাবুকে দেখার আশায় বুকে বেঁধে একঘুম।


পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img78
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img79

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
2য় দিন ভেদেতার থেকে আশে পাশে(২৬/১২/১৮)

ভোরবেলা ঘুম ভাঙলো কিন্তু কুয়াশায় ঘেরা চতুর্দিক।ব্যালকনি দিয়ে কিছুই বোঝার উপায় নেই মাকালু বাবু কে।অগত্যা আবার বিছানা।সকাল ৮ টায় ঘুম ভাঙল যখন নরম রোড তখন বিছানায় লুটোপুটি খাচ্ছে।রোদ উঠলেও মাউন্ট মাকালু আমাদের হতাশ করলেন।রোদ উঠলেই স্বমহিমায় তিনি বিরাজ করছেন দেখা যাবে।ভেদেতার একটা নিরিবিলি,কোলাহল মুক্ত গ্রাম।স্থানীয় মানুষজন,তাদেরজীবনযাত্রা,দিনলিপি খুবই ব্যাস্ততাপূর্ণ ও গতিময় অথচ কত পরিপাটি ও শান্ত।এখানে কাছাকাছি দেখার জন্য আছে Rajarani lake, কয়েকটা মন্দির,আর Namaste falls।আমরা ঠিক করলাম Namaste jharna র দিকে যাবো কারণ ওখানে 3 k. m এর একটা চড়াই উৎরাই এর একটা পথ আছে।সকালের জলখাবার খেয়েই একটা auto রিজার্ভ করে চললাম ঝর্নার উদ্যেশ্যে।7×2=14কিমি up down 700 টাকা(I C).auto থেকে নেমে একটা জায়গা থেকে হাঁটা শুরু।টিকিট কেটে প্রবেশ করতে হবে।পাহাড়ের গা ধরে ধরে হাঁটা। নাম না জানা গাছ,নানা রকমের পাখির আওয়াজ জঙ্গলের রাস্তা কে আরো মোহময় করে তুলছে।অনেকটা হেঁটে শোনা গেল ঝরণার শব্দ।একটা অনেকটা উঁচু লোহার সিঁড়ি পেরিয়ে চোখে পড়লো সুন্দরী ঝর্নাকে।সে যেন নমস্কার করেই অভ্যর্থনা জানালো আমাদের।ঝর্ণায় নেমে কিভাবে সময় কেটে গেল তার টেরও পেলাম না।আবার হেঁটে প্রত্যাবর্তন এর পথ ধরা।তারপর অটো করে ভেদেতার।দুপুরের খাওয়া আবার ও chowmein, Momo।আবার ঠান্ডা পড়া শুরু হলো।খেয়ে দিয়ে হাঁটা পথেই একটা পার্ক।দূরের অনেক আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে,silk router রাস্তার মতন।যান্ত্রিক জীবন থেকে এই পালিয়ে অক্সিজেন এর খোঁজ করা খুব দরকার আরো একবার মনে হলো।আজ ঠান্ডা টা গতকালের তুলনায় সয়ে গেছে।কিন্তু Makalu র দেখা নেই।সন্ধ্যা নামার আগেই গোটা গ্রাম মেঘের চাদরে নিজেকে ঢেকে নিলো।আমরাও হোটেলের ঘরে ফিরলাম।সন্ধ্যা 7.30 মধ্যে গিয়ে রাতের খাবার খেয়ে আসতে হবে।হওয়ার দাপটে বাইরে থাকা দায় হয়ে উঠলো।রুমে বসে আড্ডা দিয়ে রাত 10 বাজলে ঘুম।পরের দিন সকালে আমাদের গন্তব্য হিলে পাখরিবাস।আরো উঁচুতে।আরো ঠান্ডায়।

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img81
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img82
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img80পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img85
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img83
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img84

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
৩য় দিন...... হিলে পাখরিবাস (২৭/১২/১৮)

একঘন্টা পরপর বাস হিলের দিকে যায়।সকাল6.30 থেকে বাস আছেএক ঘন্টা পর পর।আমরা স্নান করে চা বিস্কুট খেয়ে 7.30 এর বাস এর জন্য অপেক্ষা করলাম।বাস এলো।ওঠার আগে Makalu র দিকে তাকিয়ে দেখলাম।নাহ লাভ নেই,দেখা দেবেন না।যাচ্ছি হিলের উদ্দেশ্যে।দূরত্ব প্রায় 50কিমি সময় লাগলো পৌনে দুই ঘণ্টার মতন।বাস এ যেতে যেতে সহযাত্রী দের কাছ থেকেই জানার চেষ্টা করছিলাম যে ওখানে থাকার কি ব্যবস্থা আছে।তবে ওখানকার একটা হোটেল এ ওঠার ইচ্ছে ছিল যার নাম হোটেল Mt. Horizon।হিলে বাজার থেকে প্রায় 5কিমি যেতে হবে।স্থানীয় মানুষ দের কথায় বুঝলাম তুলনা মূলক দামি(রুম চার্জ double bed 2000,খাওয়া 600টাকা জনপ্রতি প্রতিদিন NC তে)।আমার ইচ্ছে থাকলেও উপায় নেই।দলে সবাই যা বলবে তাই হবে।সুতরাং হিলে বাজার এই নেমে পড়লাম।ওখানেও সহজে পেয়ে গেলাম থাকার হোটেল।দুটো রুম নেয়া হলো600টাকার(IC)।ফ্রেশ হয়ে বেরোলাম জায়গা টা দেখার জন্য।বাজারে হাঁটা পথেই দেখলাম হিলে মোনাস্ট্রি।হিলের প্রকৃতি হলো বৈচিত্রময়।এক ঘন্টার মধ্যে মেঘ ঘিরে ,বৃষ্টি ঝরিয়ে আবার নীল আকাশ দেখিয়ে দেবে।দুপুর 1টা তেই temp 4℃। হাওয়া অত্যাধিক।এদিকে পেটে ভাতের খিদে।আমার ছেলে যে খাবারের বাছ বিচার করে না তার মুখেও ভাতের সুর বাজছে।হিলে বাজারে ভাতের খোঁজে আমাদের পাঁচ জোড়া চোখ ।সব দোকানেই মোমো, chowmein।হটাৎ একটা দোকান এর কাঁচের এদিক দিয়ে ছেলের চোখে পড়লো একজন ভদ্রলোক ভাত মেখে খাচ্ছেন।আনন্দে লাফিয়ে চেঁচিয়ে বলে উঠলো " মা দেখো ওই কাকু টা ভাত খাচ্ছে!তার মানে এখানে ভাত পাবো"।আহা বাঙালির পেটে ভাতের মহিমা যে কী অপার এটা বুঝলাম।হা -ভাতের মতো গিয়ে পড়লাম হোটেল এ।সিট দখল করে বসলাম তবে 5 জনের ভাত হবে না।30 মিনিট দেরি হবে।ভাত আবার বসাতে হবে।pressure cooker এ ভাত বসানো হলো।এরপর সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত এলো।খাবার এলেই গোগ্রাসে খাওয়া শুরু হলো গরম ভাত,সর্ষে শাক ভাজা,বাঁধা কপির তরকারি,ডাল,পাঁঠার মাংস।সঙ্গে পেঁয়াজ,গোল গোল লঙ্কা,আর লঙ্কার আঁচার।যত বেলা বাড়ছে তত temp কমছে ।প্রায়2.5℃।গরম মাংসের ঝোল চোখের সামনে সর পরে জমে গেল।লঙ্কা খেয়ে শরীর গরম করে নিলাম।খেয়ে হাত ধুয়ে কাঁপুনি আর যাচ্ছে না কিছুতেই।হোটেলের বিল পে করে বাইরে বেরোতেই হাওয়া র দাপট কাকে বলে,অন্ধকার করে মেঘ ঢেকে দিলো।কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি।বাজারের একটা দোকানে আশ্রয় নিলাম।ওখানেই শুনলাম পাখরিবাস agricultural centre আছে কিন্তু তা 4.30 বন্ধ হয়ে যায়।কিন্তু তখন যেহেতু প্রায়3.30 সেহেতু পরের দিন দেখবার প্লান করলাম।বৃষ্টি থামলে পায়ে হেটে স্থানীয় অঞ্চল টা দেখতে বেরিয়ে পড়লাম।একটাই চড়াই গাড়ি যাবার পিচের রাস্তা।আর তার চারপাশে বাই লেনের মতো কোনো রাস্তা নিচের দিকে,কোনো রাস্তা উপরের দিকে চলে গেছে।দূরে pine forest দেখা যাচ্ছে।সেখানে মেঘ আটকে আছে দেখা যাচ্ছে।ওখানে যাব বলে ঠিক করলাম।বৃষ্টি আসলে আসবে,তখন দেখা যাবে।সে আরেক মেঘের রাজত্ব।হাঁটতে দেখলাম আর অত ঠান্ডা লাগছে না।ওপরে উঠে হিলে গ্রাম টাকে ভারী সুন্দর লাগলো।সন্ধ্যার মুখে ফিরলাম হোটেল।কারণ 7টা থেকে বাজার বন্ধ হতে শুরু করে এতটাই ঠান্ডা পরে।রাত্রে ঠিক হলো হোটেল থেকেই dinner করবো।ফের মোমো আর চাউ।হোটেলের মালিক ভদ্রলোক খুব সজ্জন।জানতে চাইলাম সামনে কাছে কোনো trekking করার জায়গা আছে কিনা।ওনার কথায় জানলাম হিলে থেকে 17কিমি দূরে nunthola বলে একটা জায়গা আছে সেখান থেকে 4কিমি ট্রেক করে পৌঁছালে একসঙ্গে কাঞ্চনজঙ্ঘা,এভারেস্ট,ও মাকালু একসঙ্গে দেখা যাবে।উফফ কি চাই আর।সকালে 7.15 য় বাজার এ বাস আসে।সে বাস ধরে যেতে হবে।সঙ্গে একজন গাইড নিতে হবে কারণ পথ টা ভাঙাচোরা ও খাঁড়াই।মনে হিমালয়এর উচ্চতম শৃঙ্গ দেখার আনন্দ নিয়ে ঘুমের বাড়ি পাড়ি দিলাম।

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img86
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img87
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img88পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img89
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img91
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img90

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
৪র্থ দিন....হিলে থেকে নুন্থলা (২৮/১২/১৮)

খুব উত্তেজিত আজ আমরা সকলেই।কারণ আজকে সেই রোমাঞ্চিত দিন।চা বিস্কুট খেয়ে শুকনো খাবার নিয়ে রওনা দিলাম বাস এ করে নুন্থলা।আমাদের সঙ্গী বছর 20র গাইড মদন তামাং।খাবারের দোকান আছে ওখানে।একটা হুক্কা হাউস।বাঙালি খাবার,নেপালি খাবার সব পাওয়া যাবে ওখানে।আমার সঙ্গী সাথী গুলো ভাত ডাল ডিমের ঝোল খেলো।আমি ,আমার ছেলে, মদন chowmein খেলাম।যাত্রা শুরু হলো।ভাঙা চড়াই রাস্তার হাল খুব খারাপ মেঘ ঢেকে দিচ্ছে কখনো আমাদের,হাওয়ার প্রকোপে দাঁতে দাঁত লাগার জোগাড়।কোনো জায়গায় রাস্তাও নেই।বাঁশ ও rhododendron গাছের জঙ্গলএপ্রিল মে মাসে চারদিক লাল হয়ে যায় নাকি।নিচের দিকে তাকালে মাথা ঘুরে যাচ্ছে কখনো।উঠেই যাচ্ছি।মদন বললো এদিকটা বড় একটা কেউ আসে না।যে রুটে আসতে হতো সেই রুটে কাজ চলছে।এটা অন্য রাস্তা।একদম নতুন।তাই ওকেও বুঝে বুঝে নিয়ে যেতে হচ্ছে।3.5km পর্যন্ত উঠলাম একটু জিরিয়ে নিয়ে নিয়ে।এদিকে মেঘ সরার কোনো নাম নেই।আকাশ জুড়ে ঘন মেঘ ।যেন একটু পরেই নেমে আসবে আমাদের ওপর ভয়ঙ্কর ভাবে।এখনো আরো 1km ওঠার বাকি।শেষ পর্যন্ত উঠে যে জায়গায় দাঁড়ালাম সেটাএকটা বিস্তীর্ণ জায়গা।Nepal cellphone এর tower আর office।একজন কর্মচারী সেখানে রোজ আসেন ও অফিসএর কাজ কর্ম করেন!রোজকারের আমার কর্মক্ষেত্র যাবার রাস্তা টা মনে করে নিজেকে সুখী বলে মনে হলো।কিন্তু আমরা তো top এ দাঁড়িয়েও চারিদিক ঘন মেঘ ছাড়া কিছু দেখতে পারছি না।নীচে যেন নেপালের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে।ছবির মতন সুন্দর।দূরে হিমালয়ের অসংখ্য spur দেখা যাচ্ছে।কিন্তু যাদের জন্য মন ব্যাকুল তাদের দেখা নেই।1ঘন্টা সেই দিকে চাতকের মতো হাঁ করে দাঁড়িয়ে রইলাম।তারপর বসে পড়লাম।প্রচন্ড ঠান্ডা হাওয়ায় লাফিয়েও নিলাম।না ঠান্ডা কমে না কিছুতেই।শেষে মেঘের ভাবগতিক দেখে মদন আমাদের নামতে বললো।না হলে অসুবিধায় পড়তে হবে।3.5km নেমে আসার পর শুরু হলো তুষারপাত।প্রথমে অল্প তারপর বেশি বেশি।তখন আমাদের আরোকিছু টা নামার বাকি।temp erature চূড়ান্ত কমে গেছে।পথ পিছল হয়ে যাচ্ছে।যতোটা সম্ভব পা চালিয়ে নেমে এসে হুক্কা হাউসের সামনে দেখি অঞ্চলের সব লোকজন বাইরে snowfall এর আনন্দ নিচ্ছে।কারণ 12 বছর পর ওই অঞ্ছলে তুষারপাত হয়েছে।তাপমাত্রা মাইনাস 15℃।আমাদের গায়ে ওই ঠান্ডা আটকাবার মতো কোনো গরম জামা নেই।দেখতে দেখতে সব সাদা হয়ে গেল গুঁড়ো বরফে।ঠান্ডা লাগলেও এই অনুভূতি দেবার জন্য প্রকৃতির কাছে মাথা নত হয়ে গেল।দুপুরের খাবার ওখান থেকেই করলাম।কিন্তু হিলে ফেরার অনিশ্চিত হয়ে গেল।এমন weather এ বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে।ফেরার কোনো বাস আমরা পাবো না।এবার উপায়?lunch করতে এসেছিলেন একজন ড্রাইভার দাদা তার মালবাহী গাড়ি নিয়ে।তাকে রিকোয়েস্ট করা হলো আমাদের পৌঁছনোর জন্য। 600(IC)টাকায় তিনি রাজি হলেন।সুন্দর অনুভূতির সাক্ষী হয়ে গাড়িতে উঠলাম।পথ পিচ্ছিল।চাকা পিছলে যাচ্ছে।দুদিক শুধুই সাদা।পথে ছোট ছোট গ্রাম গুলোতে নানা বয়সের মানুষ গুলো বরফ নিয়ে লাফালাফি করছে।একদশকের বেশি সময় পর এই snowfall তাদেরও দেখা।মেট্রো সিটির আনন্দ এবংএই ছোট্ট জনপদের আনন্দের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেল।পরে শুনে ছিলাম এই সেই 28th december 2018 যেদিন Kashmir থেকে Arunachal Pradesh গোটা হিমালয় জুড়ে প্রবলভাবে snowfall হয়েছিল।এই ঘটনার সাক্ষী হতে পেরে মন আজও আনন্দে ভরে ওঠে।হিলে আসার পর আর Agricultural centre এ যাবার মন ও সময় কোনোটাই ছিল না।তাই এই যাত্রায় ওটা আর হয়নি।কিন্তু Nunthola র সেদিন টা আমার জীবনের অন্যতম দিন হয়ে রয়ে গেল।

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img92
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img93
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img94পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img95
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img96
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img97

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
৫ম দিন... হিলে থেকে যোগবানি ফিরতি ট্রেন (২৯/১২/১৮)

যোগবানি তে ট্রেন ধরার জন্য আমরা সেইদিনই প্রথম গাড়ি নিলাম।ভাড়া 6000টাকা(IC)।দূরত্ব 180কিমি।একদম সীমান্তে পৌঁছে দেবে।ওই জায়গা থেকে পায়ে হেঁটে স্টেশন।পাহাড়ি পথের ধারে নেপালি মেয়েরা আখ,টমেটো,লঙ্কা,বিক্রি করছিলো।আমরা কিনলাম প্রচুর আখ আর গোল পাহাড়ি লঙ্কা।পাহাড়ে এই লঙ্কা আমাদের সঙ্গ দিয়েছিল।কিন্তু কলকাতায় এই লঙ্কা খেয়ে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গিয়েছিল😂।যাইহোক,ফেরার পথে পড়লো টেমর নদী তার তীরে বসে গত চারদিনের স্মৃতি রোমন্থন করলাম।ঠান্ডা অনেক কমতে শুরু করেছে।এবার শুধু বিহারে পা দেবার অপেক্ষা।

ফেরার সময় স্মৃতি বয়ে নিয়ে এলো এক অনন্য সুন্দর অনুভূতি।কাছ থেকে দেখা একদম সরল ,সৎ সাধাসিধে মানুষের জীবনযাত্রা,কিছু অনাবিল হাসি যাকে কোটি টাকায় কেনা যাবে না,একদল অচেনা পাহাড়ি মানুষের আন্তরিকতা,কঠোর পরিশ্রম ও বিরুদ্ধ ভৌগোলিক অবস্থাতেও পাহাড়ের মতো দৃঢ় থাকার প্রবণতা।অথবা Nunthola র Nepal cell phone এর সেই এক মাত্র কর্মচারীর জনমানবহীন সেই অঞ্চলে কাজের তাগিদে রোজ দুবেলা যাতায়াত!
অচেনা চলার পথে কোনো এক মুহূর্তও মনে হয়নি আমরা insecured।তবে দেখলাম অর্থনৈতিক অনটন হলো এই মানুষ গুলোর নিত্য সঙ্গী। কিন্তু বাঁচার আনন্দ এর মধ্যেও তারা খুঁজে পান।পাহাড়ি মদ খেয়ে নারী পুরুষ নির্বিশেষেএরাও আনন্দে মাতলামো করেন কিন্তু নিজেরা মারামারি করেন না বা মহিলাদের সম্মান নষ্ট করেন না।
কলকাতা থেকে কলকাতা আমাদের খরচ 5000 টাকা জন প্রতি।যারা এরকম অচেনার আনন্দ নিতে চান ঘুরে আসতে পারেন।কি স্পেশাল আছে সেটা নয় নিজেদের অনুভূতি দিয়েই পরখ করে নেবেন!আর মে মাসের rhododendron পাওয়া তো বাড়তি পাওনা!

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour Fb_img98

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
Khub khub sundor lekha ar chobi.. Mane ei gorome ki j santi pelam.. Koyekta proshno korchi jodi janan khub upokar hoy..
1. Okhane ATM chole? Mane boro note to chole na bollen to sekhetre bikolpo ki ache?
2. Namaste falls jabar je auto niyechen seta ki reserved naki per head 700/-?
3. Pakhribas e tahole ki dekhar kichu nei agricultural centre ar prokriti chara?
4. Nunthala te ki thakar hotel pawa jay?

descriptionপূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour EmptyRe: পূর্ব নেপাল ভেডেটার ভ্রমন Vedatar Nepal Tour

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply