মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন পার্ট -3
MP Geography MCQ suggestions Part 3
বারিমন্ডল MCQ পার্ট 3, madhyomik geography mcq suggestions



মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -3 2-Figure1-1

1, এল নিনো কোথায় দেখা যায় ?
প্রশান্ত মহাসাগরে।

2, সমুদ্র স্রোতের প্রধান কারণ কি ?
নিয়ত বায়ু প্রবাহ।

3, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ জল দ্বারা পূর্ন ?
71% ।

4, একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখ।
উপসাগরীয় স্রোত।

5, শীতল লাব্রেডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত রেখার নাম কি ?
হিমপ্রাচীর ।


6, ক্যানারি স্রোতটি কোন মহাসাগরে সৃষ্টি হয় ?
আটলান্টিক মহাসাগরে।

মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -3 South-West-Monsoon-%E2%80%93-Arabian-Sea-branch-and-Bay-of-Bengal-branch

7, গ্রান্ড ব্যাঙ্ক কেন বিখ্যাত ?
মৎস চাষের জন্য।

8, আগুলহাস স্রোত কোথায় দেখা যায় ?
ভারত মহাসাগরে।

9, কোন কোন মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দেখা যায় ?
প্রশান্ত, ভারত ও আটলান্টিক মহাসাগরে।

10, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি ?
গ্রান্ডব্যাঙ্ক।

11, পেরু স্রোত কোথায় দেখা যায় ?
প্রশান্ত মহাসাগরে।

12, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের গড় উষ্ণতা কত ?
27° সেন্টিগ্রেড।

13, সমুদ্রে ভাসমান বরফের স্তুপ কে কি বলে ?
হিমশৈল।
মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -3 Water_cycle_large


14, উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত কোন দিকে বেঁকে প্রবাহিত হয় ?
ডানদিকে।

15, কোথায় সমুদ্র স্রোতের বেগ সবথেকে বেশি হয় ?
অগভীর সমুদ্রে। ( উপকূলে )

16, পৃথিবী ও চাঁদ সবথেকে কাছা কাছি অবস্থান করলে কোন জোয়ার সৃষ্টি হয় ?
পেরিজি জোয়ার।

17, জোয়ার ও ভাটার স্থায়িত্ব কাল কত ?
6 ঘন্টা।

18, সংযোগ অবস্থানের সময় পৃথিবীতে কোন তিথি বিরাজ করে ?
অমাবস্যা।

19, সিজিগি অবস্থান কালে চাঁদ, সূর্য ও পৃথিবী কত ডিগ্রি কোন অবস্থান করে ?
180° কোন অবস্থান করে।

20, জোয়ার ভাটা হয় এমন একটি নদীর নাম লেখ ।
হুগলি নদী।

21, "কডাল" শব্দের অর্থ কি ?
সমুদ্র।



22, পর্তুগালের পাশ দিয়ে কোন শীতল স্রোত প্রবাহিত হয় ?
ক্যানারি স্রোত।

23, উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে কি দেখা যায় ?
কুয়াশা ও ঝড় বৃষ্টি।

24, কোন সমুদ্র স্রোত হিমশৈল বহন করে ?
ল্যব্রাডর স্রোত।

25, মগ্নচড়া কেন সৃষ্টি হয় ?
হিমশৈল গলণের ফলে মহীসোপানের উপর মগ্নচড়া স্মৃটি হয়।

26, স্রোত কখন স্রোতের ক্ষেত্রে অন্তস্রোত হয় ?
স্রোত শীতল হলে অন্তস্রোত রূপে প্রবাহিত হয়।

27, চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত ?
11:5

28, কোন তিথিতে সবথেকে বেশি জোয়ার দেখা যায় ?
অমাবস্যা তিথিতে।

মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -3 5cfb9910832f8b000106c781

29, পৃথিবীর কোন গতির ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় ?
আবর্তন গতির ফলে।

30, ভারত মহাসাগরের স্রোত কোন বায়ুর প্রভাবে প্রভাবিত হয় ?
মৌসুমী বায়ুর প্রভাবে।

31, কোন দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোত নাম পরিচিত ?
মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের।

32, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি ?
প্রশান্ত মহাসাগর।

33, ঋতু পরিবর্তন করলে কোন মহাসাগরের স্রোতের দিক পরিবর্তিত হয় ?
ভারত মহাসাগরের।

34, কাকে মহাসমুদ্রের থার্মাল রেগুলেটর বলে ?
সমুদ্র স্রোত কে।

35, সমুদ্র স্রোতের চক্র গতিকে কি বলে ?
জায়র বা কুন্ডলি।

মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -3 Main

36, শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে কেন ?
উষ্ণ কুরেশীয় বা জাপান স্রোতের প্রভাবে।

37, সবচেয়ে গতি সম্পন্ন স্রোতের নাম কি ?
উপসাগরীয় স্রোত।

38, কতো গভীরতায় সমুদ্র স্রোত সৃষ্টি হয় ?
300 - 1000 মিটারের গভীরতায়।

39, সমুদ্রের জল প্রবাহের পরিমান মাপা হয় কোন এককে ?
সেভেয়ার ড্রপ এককে।

40, এল নিনো সৃষ্টি হলে ভারতের প্রাকৃতিক অবস্থা কি হয় ?
ভারতে খরা দেখা দেয়।

41, পেরু স্রোতের ওপর নাম কি ?
হামবোল্ড স্রোত।

42, ক্রান্তীয় সমুদ্রে কি ধরণের স্রোত সৃষ্টি হয় ?
উষ্ণ সমুদ্র স্রোত।

মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -3 Ocean-global-conveyor-belt-800x409

43, সমুদ্র স্রোতের ঘনত্ব কখন বাড়ে ?
উষ্ণতা হ্রাস পেলে ও লবনতাও বাস্পীভবন বৃদ্দি পেলে।

44, কোন বলের প্রভাবে গৌণ জোয়ার হয় ?
কেন্দরাতিক বলের প্রভাবে।

45, পেরিজি ও সিজিগির মিলনকে কি বলে ?
প্রক্সিজিয়ন - এটি প্রতি দেড় বছর অন্তর ঘটে।

46, সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তার নাম কি ?
সৌর জোয়ার।

47, এক চন্দ্র মাসে কতদিন পর পর আপোজি ও পেরিজি হয় ?
একবার আপোজি ও একবার পেরিজি হয়।



48, এক স্থানে দিনে কতবার জোয়ার ও ভাটা হয় ?
দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়।

49, কোন তিথিতে ভরা কোটাল হয় ?
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।

50, সিজিগি শব্দের অর্থ কি ?
যোগবিন্দু।


Class ten geography
Class10 Geography

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN GEOGRAPHY MCQ
#Madhyamik #2020 #Geography #Suggestions