Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-008
Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-008 Mendels-Experiment


Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 008

(৭০) দ্বিপত্রক কপাটিকা কোন তন্তু দ্বারা নিলয় প্রাচীরের প্যাপিলারী পেশির সঙ্গে যুক্ত ?
(a) কলাম্‌নি-কার্‌নি (b) কর্‌ডি-টেন্‌ডনি
(c) লিগামেন্ট (d) টেন্‌ডন

(৭১) মাইটোসিস বিভাজনে ক্রোমোজোম গুলি নিরক্ষতলে অবস্থান করে কখন ?
(a) প্রফেজ দশায় (b) মেটাফেজ দশায়
(c) অ্যানাফেজ দশায় (d) টেলোফেজ দশায়

(৭২) সিস্টিক ডাক্ট (cystic duct) দেখা যায় কোন্‌ অঙ্গে ?
(a) ক্ষুদ্রান্ত্র (b) বৃক্ক
(c) অগ্ন্যাশয় (d) যকৃত

(৭৩) অ্যাস্‌কর্‌বিক অ্যাসিড কোন্‌ ভিটামিন হিসাবে কাজ করে ?
(a) ভিটামিন-B Complex (b) ভিটামিন-C
(c) ভিটামিন-A (d) ভিটামিন-K

(৭৪) রুই মাছের বক্ষপাখনার কাজ কী ?
(a) ভারসাম্য বজায় রাখে
(b) জলে ওঠা-নামা ও স্থিরভাবে ভাসা
(c) দিক নির্ণয়ে সাহায্য
(d) জল কেটে এগিয়ে যাওয়া

(৭৫) অযৌন জননের একক কী ?
(a) গ্যামেট (b) রেণু
(c) জাইগোট (d) ভ্রূণ

(৭৬) ব্যবহার-অব্যবহার সূত্রের জনক কে ?
(a) গ্রেগর জোহান মেন্ডেল (b) জে.বি.ল্যামার্ক
(c) হিউ-গো-ডি-ভ্রিস (d) চার্লস ডারউইন

(৭৭) মানবদেহের কোন্‌ গ্রন্থি থেকে HCl ক্ষরিত হয় ?
(a) প্যারোটিড গ্রন্থি (b) আন্ত্রিক গ্রন্থি
(c) অগ্ন্যাশয় (d) অক্সিন্‌টিক গ্রন্থি

(৭৮) মেন্ডেলীয় একসংকর-জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন মটরগাছের সঙ্গে
জনিতৃ জনুর প্রচ্ছন্ন গুণবিশিষ্ট উদ্ভিদের ক্রশ ঘটালে উৎপন্ন উদ্ভিদের
ফেনোটাইপগত অনুপাত কত হবে ?
(a) 3 : 1 (b) 2:1
(c) 1:1 (d) 9:3:3:1

(৭৯) কোশের মস্তিষ্ক কোন্‌ অঙ্গানু ?
(a) রাইবোজোম (b) নিউক্লিয়াস
(c) মাইটকন্‌ড্রিয়া (d) সাইটোপ্লাজমীয় সকল অঙ্গানু

(৮০) মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোন্‌ অঙ্গে ?
(a) প্লীহায় (b) বৃক্কে
(c) যকৃতে (d) স্বেদ-গ্রন্থিতে



### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ