Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-010

Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-010 250px-2611_Blood_Flow_in_the_Nephron

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 010

(৯১) কোন্‌ বনভূমিটি সংরক্ষিত বনভূমি ?
(a) সুন্দরবন (b) কর্‌বেট্‌
(c) জলদাপাড়া (d) গোরুমারা

(৯২) নিচের কোন্‌টি যক্ষার টিকা ?
(a) OPV (b) BCG
(c) TABC (d) DPT

(৯৩)কোন্‌টি ম্যালপিজিয়ান কর্‌পাস্‌লের অংশ ?
(a) হেন্‌লের লুপ (b) গ্লোমেরুলাস
(c) সংগ্রাহী নালি (d) পরা-সংবর্ত নালিকা

(৯৪) DNA-এর প্রতিলিপিকরণ ঘটে কোন্‌ দশায় ?
(a) S-দশায় (b) G2 -দশায়
(c) G1-দশায় (d) G0-দশায়

(৯৫) মানবদেহের দীর্ঘতম অস্থি কোন্‌টি ?
(a) স্টেপিস (b) মেরুদন্ডের কশেরুকা
(c) হিউমেরাস (d) ফিমার

(৯৬) কোন্‌ উপক্ষারটি কাঁচা আফিং ফলত্বকে থাকে ?
(a) রেসার্‌পিন (b) মর্‌ফিন
(c) থেইন (d) অ্যাট্রোপিন

(৯৭) কোন্‌ উদ্ভিদটি মিথোজীবীয় পুষ্টি সাধন করে ?
(a) স্বর্ণলতা (b) মিউকোর
(c) শ্বেতচন্দন (d) লাইকেন

(৯৮) সার্বিক গ্রহীতা কোন্‌ শ্রেণী (Group)-এর রক্ত ?
(a) গ্রুপ-A (b) গ্রুপ-B
(c) গ্রুপ-AB (d) গ্রুপ-O

(৯৯) হেপারিন নিঃসৃত হয় কোন্‌ রক্তকণিকা থেকে ?
(a) নিউট্রোফিল (b) বেসোফিল
(c) ইওসিনোফিল (d) লিম্ফোসাইট

(১০০) নিউমাটোফোর দেখা যায় কোন্‌ উদ্ভিদে ?
(a) পদ্ম (b) ফণীমনসা
(c) সুন্দরী (d) স্বর্ণলতা

(১০১) গেমিউল দ্বারা অযৌন জনন করে কোন্‌ জীব ?
(a) চুপড়ি আলু (b) স্পঞ্জ
(c) হাইড্রা (d) স্পাইরোগাইরা

(১০২) পুষ্টির দিক দিয়ে বিয়োজকরা সাধারণত হয় —
(a) স্বভোজী (b) পরজীবী
(c) মৃতজীবী (d) মিথোজীবী

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ