*আগ্রা, মথুরা, বৃন্দাবন ও দিল্লী ভ্রমণ *

আগ্রা, মথুরা, বৃন্দাবন ও দিল্লী ভ্রমণ Agra Mathura Vrindavan Delhi Tour Fb_im135
আগ্রা, মথুরা, বৃন্দাবন ও দিল্লী ভ্রমণ Agra Mathura Vrindavan Delhi Tour Fb_im136
আগ্রা, মথুরা, বৃন্দাবন ও দিল্লী ভ্রমণ Agra Mathura Vrindavan Delhi Tour Fb_im137

সকল সদস্যকে প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা. পুজোর সময় অনেকেই বেড়াতে যেতে চান আগ্রা, মথুরা, বৃন্দাবন ও দিল্লী. আজ আমি আপনাদের সামনে এই সংক্রান্ত একটা ট্যুর প্ল্যান শেয়ার করতে চলেছি.আমরা এই ট্যুর টা 2017 তে দুর্গাপুজোর ঠিক পরেই করেছিলাম. অনেকের মনেই বেড়ানোর আগে কিছু প্রশ্ন থাকে - আশা করি পোস্টটি আপনাদের সেইসব প্রশ্নের কিছুটা উত্তর দিতে পারবে ও আমাকে আরও লিখতে প্রেরণা জোগাবে.
কীভাবে যাবেন -
1. হাওড়া থেকে প্রতিদিন পাবেন 12307 HWH JU EXP, ট্রেনটি প্রতিদিন রাত্রি 23:40 হাওড়া থেকে ছেড়ে পরেরদিন রাত্রি 19:45 আগ্রা ফোর্ট স্টেশন পৌঁছায়.
2. 12938 GARBHA EXP শুধুমাত্র সোমবার রাত্রি 23:00 টা হাওড়া থেকে ছেড়ে আগ্রা ফোর্ট পৌঁছায় পরেরদিন সন্ধ্যা 17:55
3. 12496 PRATAP EXP শুধুমাত্র শুক্রবার রাত্রি 22:45টা কলকাতা থেকে ছেড়ে আগ্রা ফোর্ট পৌঁছায় পরেরদিন সন্ধ্যা 17:55
4. 12938 ANNANYA EXP শুধুমাত্র বৃহস্পতিবার দুপুর 13:10 কলকাতা থেকে ছেড়ে আগ্রা ফোর্ট পৌঁছায় পরেরদিন সকাল 10:25এ.
Day - 1&2
আমরা বর্ধমান থেকে রাত্রি 00:09 টার সময় প্রতাপ এক্সপ্রেস ধরেছিলাম. শনিবার মোটামুটি সঠিক সময়ে আমরা আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছে গিয়েছিলাম. ওখান থেকে একটা অটো ভাড়া করে সোজা হোটেলে পৌঁছে গেলাম. হোটেল আগে থেকেই বুকিং করা ছিল 2 দিনের জন্য. সেইদিন পায়ে হেঁটে সন্ধ্যা বেলায় একটু আশেপাশের বাজার ঘুরে দেখলাম. এরপর রাতের খাবার কিনে হোটেলে ফিরে খেয়ে ঘুমিয়ে গেলাম.
Day-3
সকালে 7 টার সময়ে চলে গেলাম বাসস্ট্যান্ডে. ওখান থেকে বাস ধরে চলে গেলাম ফতেপুর সিক্রি. বাসে 1:10 মিনিট মতো লাগে. যেখানে নামালো ওখান থেকে আবার অটো করে পৌঁছাতে হলো, যদিও দূরত্ব খুব বেশি নয়. সব মিলিয়ে মাথাপিছু Rs. 60/- লেগেছিলো. ওখানে দেখেছিলাম -
1. বুলন্দ দরওয়াজা
2. সেলিম চিস্তির সমাধি
3. আকবরের প্রাসাদ
4. বেডরুম
5. তানসেনের আসন
6. পাঁচমহল
7. যোধা বাইয়ের মহল
8. নবরত্ন সভা
9. আকবরের কোষাগার, ইত্যাদি. এরপর আমরা আরও দেখলাম -
বেবি তাজ, মেহেতাব বাগ, গুরুদোয়ারা, সেকেন্দ্রা ( আকবরের সমাধি ) ও দয়ালবাগের মন্দির.
এরপর ফিরে এলাম হোটেলে. বিকালে 4:30 টার সময়ে গেলাম আগ্রা ফোর্ট দেখতে একটা টোটোয় করে. সন্ধ্যা বেলাটা ওখানেই কাটালাম. তারপর হোটেলে ফিরে খাবার খেয়ে সারারাত রেস্ট.
Day -4
সকালে 6 টার সময়ে টোটোয় করে পৌঁছে গেলাম তাজমহল. অপূর্ব সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলাম. ওখানে প্রায় 2 ঘন্টা সময় কাটালাম. এরপর হোটেলে ফিরে ব্যাগপত্র নিয়ে সোজা চলে এলাম আগ্রা ক্যান্ট স্টেশনে. লোকাল ট্রেনের টিকিট কেটে ধরলাম 51901AGC DLI PASSENGER সকাল 9:00 টায়. মথুরা জং পৌঁছালাম সকাল 10:40.আমাদের শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে গেস্ট হাউস বুকিং করা ছিল 2 দিনের জন্য. আমরা কিছু খাবার খেয়ে একটা অটোতে শেয়ারে চলে গেলাম বাঁকে বিহারী. ওখানে নেমে দেখলাম -
1. বাঁকে বিহারী মন্দির.
2. শ্রী রঙ্গনাথ মন্দির
3. আদিভূমি / পুরানো মন্দির
4. গোবিন্দদেও মন্দির
5. রাধারমণ মন্দির.
6. কাত্যায়নী শক্তিপীঠ
7. মদনমোহন মন্দির
8. নিধিবন / সেবাকুঞ্জ
9. শাহী টেম্পল ইত্যাদি
এরপর দুপুরে হোটেলে খাবার খেয়ে ওখান থেকেই একটা অটো রিসার্ভ করে ফেরার পথে একে একে দেখলাম
1. কুসুম সরোবর
2. দ্বারকাধীশ মন্দির
3. জামা মসজিদ
4. মথুরা মিউজিয়াম
5. কংশের কারাগার
6. শ্রীকৃষ্ণের জন্মভূমি.
Day 5
সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে একটা অটো বুক করে চলে গেলাম দেখতে -
1. গোবর্ধন পাহাড়
2. রাধাকুন্ড
3. বারসানা
4. নন্দগাঁও
5. কালিদহ etc.
বিকালের দিকে অটোতে শেয়ারে গেলাম ইস্কন মন্দিরে. ওখানে কিছুটা সময় কাটিয়ে অটো করে গেলাম প্রেম মন্দিরে. এতো সুন্দর মন্দির প্রাঙ্গন দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়. আমরা প্রায় রাত্রি 8:00 টা পর্যন্ত ওখানেই কাটালাম. সন্ধ্যা বেলায় মন্দিরের রঙ পরিবর্তন লাইট শো দেখার মতো.
Day -6
ভোর বেলায় উঠে চলে এলাম মথুরা জং স্টেশনে. সকাল 5 টায় ওখান থেকেই ছাড়ে 64905 লোকাল নিউ দিল্লী পৌঁছায় সকাল 8:15. নিউ দিল্লীতে আমাদের রেলের Retiring রুম বুক করা ছিল 36 ঘন্টার জন্য . আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে টিফিন করে নিলাম রেলের ক্যান্টিনে. এরপর ওখানে একটা অটো ঠিক করলাম Rs.800/- দিয়ে দিল্লী বেড়ানোর জন্য. দেখলাম -
1. যন্তরমন্তর
2. দিল্লী কালীবাড়ি
3. লালকেল্লা
4. জামা মসজিদ
5. পদ্ম মন্দির
6. ইন্দিরা গান্ধী মিউজিয়াম
7. রাজঘাট
8. শান্তিবন
9. কুতুবমিনার
10. JNU
11. সফদরজং টম্ব
12. রাষ্ট্রপতি ভবন
13. পার্লামেন্ট ভবন
14. ইন্ডিয়া গেট.
Day- 7
এইদিন আমরা অটো বুক করে দেখলাম
1. অক্ষরধাম মন্দির
2. হুমায়ুন টম্ব
3. ইন্দ্রপ্রস্থ পার্ক
4. ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক.
ঐদিন বিকালে 05:35 এ নিউ দিল্লী স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেস ধরে পরেরদিন বর্ধমান নামলাম বিকালে 4:30টার সময়. (সঠিক সময় 15:11)
**কোথায় থাকবেন আর কীভাবে বুকিং করবেন এই বিষয়ে কিছু -
*আগ্রা হোটেল -
সিদ্ধার্থ - 8954441122, বেসিল ইন - 09368857103, শ্রীকৃষ্ণ -05622266366, শ্যাম প্যালেস - 093199079005, বীরেন হলিডে হোম - 05626548999, গোপাল -09319116359, রোসউড -08006545543.
*বৃন্দাবন হোটেল -
ভারত সেবাশ্রম সংঘ - 08859662744, 07454846453.জয়পুরিয়া ধর্মশালা - 09359502518, অতিথি ভবন -05656538715, আনন্দ ধাম -05652540414, মাতুশ্রী গেস্ট হাউস - 7500930000 ,8430330030 , 8430330030
*দিল্লী হোটেল -
দিল্লী মন্দির মার্গ কালীবাড়ি বুকিং - 01123363962, 01123361699, 01123743830
রাম ঠাকুর মন্দির - (সুবিমল বসু )9821450047,হোটেল প্রিন্স প্যালেস- 9818713667


#আগ্রা, #মথুরা, #বৃন্দাবন ও #দিল্লী #ভ্রমণ #খরচ
#Agra #Mathura #Vrindavan #Delhi #Tour #details #train #hotel #transport #budget #cost