Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionতিনচুলে Tinchuley  Emptyতিনচুলে Tinchuley

more_horiz
তিনচুলে ।।

দার্জিলিং এর খুব কাছেই, যারা প্রচুর টুরিষ্টের ভীড় এরিয়ে নিরিবিলিতে দুদিন ছুটি কাটানোর ঠিকানা খোঁজেন তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন তিনচুলে। দার্জিলিং থেকে মাত্র ২৫ কিমি দূরে সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রাম। তবে বর্তমানে জনবহুল টুরিস্ট স্পট গুলির বাইরে এমন নির্জন লোকেশনে ঘুরে বেড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় বেশ পরিচিত এখন এই তিনচুলে। বস্তুত পক্ষেই পাহাড়ী ঢালে মেঘে ঢাকা সবুজে মোড়া এই হ্যমলেট। দার্জিলিং জেলার সুদৃশ্যতম চা বাগান গুলির সন্ধান মিলবে এই অঞ্চলেই। পাহাড়ী পথে, সবুজ ঘেরা চা বাগানের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হলে আসতেই হবে তিনচুলেতে। দার্জিলিং এর সবচেয়ে সুন্দর, পাহাড়ী ঢালে সুবিন্যস্ত চা বাগান রংলি-রংলিয়ট চা বাগান এখানেই। এই চা বাগানের শোভা সামনে থেকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মনেহয় যেন শিল্পী খুব যত্ন করে তার তুলির টানে এঁকে দিয়েছেন এই সুন্দরী পাহাড়ী রাজকন্যাকে। এছাড়া গিলে নামরিং, তিস্তা ভ্যালি প্রভৃতি চা বাগান গুলিও এখানেই। নানা পাখির ডাকে ও রূপে- গন্ধে- শোভায় সে যেন এক মায়াবী পরিবেশ। তিনচুলেতে থাকবার জন্য হোমস্টে রয়েছে বেশ পকেট ফ্রেন্ডলি। স্থানীয় মানুষের আতিথিয়তা চমৎকার। সব মিলিয়ে এই স্বর্গীয় পরিবেশ আপনার ছুটি কাটানোর এক আদর্শ ডেস্টিনেশন হতে পারে।

তিনচুলে থেকে কাছেপিঠে দর্শনীয় স্থান প্রচুর। রংলি রংলিয়ট চা বাগান থেকে আরেকটু নিচের দিকে ২ কিমি নামলেই গিলে ভনজং বাজার ক্রশিং ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে আপনি কালিম্পং, দুরপীন, টাইগার হিল, রাম্বি খোলা প্রভৃতি জায়গা গুলির দেখা পাবেন। এ দৃশ্য এক কথায় অনবদ্য। এছাড়া তাকদা বাজার থেকে ৬ মাইল যেতে রয়েছে তাকদা অর্কিড সেন্টার। রং বেরংয়ের অর্কিডে আপনি মুগ্ধ হবেনই। তিনচুলে এখন বেশ পরিচিত টুরিস্ট ডেস্টিনেশন। তিনচুলে থেকে তিস্তা ও রংগিত নদীর সংগম স্থল এক দূর্দান্ত দৃশ্য। এছাড়া তিনচুলে থেকে লামাহাট্টা, দুর্পিন, পেশক, মংপু , ছোট মাংগাওয়া সবই ১২-১৪ কিমির মধ্যে। তাই দিনে দিনেই ঘুরে আসা যায়।

নিউ জলপাইগুড়ি থেকে তিনচুলের দূরত্ব ৫৮ কিমি, যেতে সময় লাগে ৩ ঘন্টা।
দার্জিলিং থেকে দূরত্ব ২৫ কিমি। সময় লাগে ঘন্টা দেড়েক।

গাড়ী ভাড়া নিউ জলপাইগুড়ি থেকে ৩০০০-৩৫০০ মতো। দার্জিলিং থেকে ২৫০০- ৩০০০ মতো।

হোমস্টেতে খরচ-

তিনজনের থাকার ঘর ( দুটি আছে)- ১,৫০০/- করে প্রতিদিন

চারজনের থাকার ঘর (একটি আছে)- ২,৫০০/- করে প্রতিদিন

পাঁচজনের থাকার ঘর (একটি আছে)- ২,০০০/- করে প্রতিদিন

খাওয়ার প্যাকেজ প্রতিদিন জনপ্রতি- ৬০০/- করে সমস্ত মিল সহ।

descriptionতিনচুলে Tinchuley  EmptyRe: তিনচুলে Tinchuley

more_horiz
তিনচুলে I love you

পাহাড়ের বুকে এক কল্পনার জগৎ। দার্জিলিং থেকে মাত্র 27 কিলোমিটার দূরে 4000 হাজার ফুট উচ্চতায় অবস্থান তিনচুলের অবস্থান। চা বাগানের মাঝে পাইন আর সিডারের বন। তিনচুলেকে আপার,মিডিল আর লোয়ার এই তিন ভাগে ভাগ করা হয়। আঁকাবাঁকা পিচ রাস্তার ধারে পাহাড়ের ধাপে ধাপে চা-বাগান। ব্রিটিশরা এটিকে মূলত ক্যান্টনমেন্ট হিসেবে গড়ে তুলেছিলেন। যার একদিকে জলাপাহাড় মাঝে অবজারভেটরি, দূরে সিকিমের নামচি গ্রাম। রাতের তারাভরা আকাশের তলায় দূরের আলো মাখা দার্জিলিং কে মনে হয় হিরে জহরত খচিত মায়াপুরী। পূর্ণিমার রাতের কাঞ্চনজঙ্ঘাও অসাধারণ। আর দিনের আলোয় রংলি, রংলিয়ট, তিস্তা ভ্যালি, নামরিং,গুম্বাদারা ভিউ পয়েন্ট,লাভার্স মিট ভিউ পয়েন্ট,অর্কিড গার্ডেন ইত্যাদি সবুজে মোড়া সৌন্দর্য মুগ্ধ করে দেয়।

পথনির্দেশ:- নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে চলে আসতে পারেন তিনচুলে। দূরত্ব 70 কিলোমিটার। সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। দার্জিলিং থেকে তিনচুলে 26 কিলোমিটার। সময় লাগে এক থেকে দেড় ঘন্টা। কালিম্পং থেকে 31 কিলোমিটার। গাড়িতে সময় লাগে দেড় ঘন্টা।

থাকার জায়গা:- নরওয়াং তামাং হোমস্টে (📱082503 59894)।
থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1200 টাকা। গুরুঙ হোমস্টে (📱09933036336)।
থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1200 টাকা।
অভিরাজ হোমস্টে (📱09749370965)।
থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1000 টাকা।
কুসুম হোমস্টে (📱08327258808)
থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1200 টাকা।
তিনচুলে হিমালায়ান হোমস্টে (📱09733266633)।
থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 1200 টাকা।
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum