#অজানা_পথের_গল্প

বড় দেখে ঘাবড়াবেননা,
পড়ে দেখুন পস্তাবেননা।

কথায় অছে সবুরে মেওয়া ফলে। তবে অমি সেটা ফলাইনি কারন মেওয়া বড্ড নীরস, এটা রসে ভরা তরমুজ। পুরোটা এবার একবারেই দিয়ে দিলাম। যারা প্রথমটুকু পড়েছেন তারা যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে পারেন। তবে প্রথম পর্বে নতুন কিছু ফাজলামি সংযোজন হয়েছে, অবার পড়লে ভালো লাগতেও পারে। বানান টানান গুলো মাঝে মধ্যে একটু অনাথ হয়ে গেছে (মা বাপ নেই কোনও), নিজমনে শুধরে নেবেন। লেখাটা বেশী বড় মনে হলে তার দায় অপনাদেরই নিতে হবে। বুঝুন এবার উৎসাহ দেবার ঠ্যালা।

- কিরে সবাই এতকিছু লেখে এখানে নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে, তুইও কিছু লেখ ।
আমাদের অভিজ্ঞতাও তো নেহাত কম নয় ।
- ধুর আমার কাছে তো শুধু অভিজ্ঞতাটাই আছে ভালো ছবিও তো নেই । ভালো dslr মার্কা ছবি না থাকলে কেউ পড়বেনা । এক একজন কি ছবি পোস্ট করে দেখেছিস? ছবিগুলো যেন কথা বলে, কোথায় সেসব ছবি আর কোথায় আমাদের মোবাইলে তোলা ছবি । আর দ্বিতীয় কথা আমার অত কাব্যও আসেনা ।
- তোর ধারণা সম্পূর্ণ ভুল, তুই এটা পোস্ট করার পরেই সেটা বুঝতে পারবি ।
- ঠিক আছে, কোনটা দিয়ে শুরু করবো বল ।
- দ্বিতীয় বারের সান্দাকফু অভিজ্ঞতা টা বল সবাইকে । সান্দাকফু এখানে অনেকেই গিয়েছে কিন্তু এই rote এ খুব বেশি কেউ গিয়েছে বলে মনে হয়না ।
- ঠিক আছে চল...

***মেরে পাস আও মেরে দোস্তো, এক কিসসা শুনো***

- এ আবার কি? গান ধরলি কেন?
- এটা গল্পে আলাদা মাত্রা এনে দেবে, কুকমির ডাটা গুড়ো মশলার মতো।