Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionদেবলগড় দেবলরাজার রাজধানী Emptyদেবলগড় দেবলরাজার রাজধানী

more_horiz
দেবলগড় দেবলরাজার রাজধানী পুরাতত্ত্ব খোঁজ ---
-->> এমন উঁচু টিলা!
এমন টা তো দেখেছি ফুলডুংরি, জয়চন্ডী, শুশুনিয়া তে। দেখেছি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড সহ রাঢ় বাংলার মাটিতে। কিন্তু এ তো তা নয়, এ যে গাঙ্গেয় ব দ্বীপের পলল সমতলের এমন অংশ যেখানে ভূমিরূপ গঠন প্রায় শেষ । এ যে নদিয়া জেলার দক্ষিণ অংশ, এখানে এমন ঘন জঙ্গলে ঢাকা উঁচু টিলা প্রথম দর্শনেই আমায় বাকরুদ্ধ করেছিল ।
চটক ভেঙেছিল প্রবীণ এক গ্রাম বুড়োর কথায়। 'ছোটবেলায় চিতাবাঘ আর শেয়ালের ভয় কাটিয়ে আমরা এসে হাজির হতাম এই টিলার মাথায়। দূর থেকে দেখা যেত কালো ধোঁয়া উড়িয়ে কয়লার ইঞ্জিন ট্রেন নিয়ে যেত রানাঘাট স্টেশন থেকে কলকাতায় । তখন এই টিলা ছিল আরও অনেক, অনেক বেশি উঁচু ।' তখন ই জানতে পেরেছিলাম এ টিলা এ জঙ্গল সবই নাকি দেবল রাজার! বিশাল গড়ের চারকোণে ছিল এমন চারটি টিলা যা আদতে নজরমিনার । ঘোর লাগা চোখে চললাম বিপরীত দিকে ।

না। মাটিকাটিয়ে দের উন্নয়ন চেষ্টার ফলে এখানে টিলার উচ্চতা খুব বেশি নয়, দোতলা বাড়ির মতোই । কিন্তু অবাক হবার মত অনেক কিছুই যে রয়েছে তা বুঝতে পারলাম লাগোয়া পাঁচিল এর দিকে তাকিয়ে। প্রাচীর এর মাটি আর পাশের চাষজমির মাটির মধ্যে রঙে-বুননে পার্থক্য মেলা । আর পাঁচিল চওড়া কতটা? চমকটা সেখানেই। আজকের অবশেষ দেখিয়ে দেয় একদিন প্রায় পঞ্চাশ মিটার চওড়া ছিল এই প্রাচীর! পরে জেনেছি এরই নাম সীমান্ত প্রাচীর ( Rampart wall ), গড় রক্ষায় এর ওপর দিয়ে জোড়ায় জোড়ায় সশস্ত্র ঘোড়সওয়াররা ছুটে বেড়াতেন। জেনেছি একই ধরনের নগর নকশা আবিষ্কৃত হয়েছে চন্দ্র্কেতুগড়, বাণগড় সহ প্রাচীন নগর পরিকল্পনাগুলিতে।

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো তখন থেকেই চালু। অনেক বছর কেটেছে, বাংলার অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র এই দেবলগড় কে জানতে চাওয়া হয়েছে প্রধান আকর্ষণ। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে যে শুধু গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েত এর জঙ্গলেই নয়, সমসাময়িক সভ্যতা সংস্কৃতি র বিকাশ ঘটেছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে । অনুসন্ধান ছড়িয়ে পড়েছে পাশের রানাঘাট থানার আনুলিয়া-গুড়পাড়া-বৃদ্ধকোল অঞ্চলেও।

পাওয়া গিয়েছে হরেক রকমের অজস্র মৃৎপাত্র। এগুলির কোনটি টকটকে লাল রঙের, কোনটির একদিক কালো তো অপর দিক লাল, কোনটি গাঢ় কালো রঙের প্রলেপযুক্ত তো আবার কোনটি মসৃণ এক আস্তরণযুক্ত । আকার আয়তন গড়নে নকশায় প্রত্যেকেই অপূর্ব সুন্দর। শুধু কি মাটির পাত্র, পাওয়া গিয়েছে পাথরের পাত্র, লকেট- দুল সহ প্রচুর terracotta beads, নকশা করা নানা আয়তনের অজস্র Sling Balls, অপূর্ব মীণপুচ্ছ জলপ্রদীপ। পাওয়া গিয়েছে ধাতব মুদ্রা, ধাতব মুচলিন্দ বুদ্ধমূর্তি।
পুকুরের তলায়, বহু গভীর থেকে পাওয়া গিয়েছে অসাধারণ কারুকার্য খচিত স্ট্যাকোর বিশাল বিশাল খন্ড। গ্রামগুলি থেকে পাওয়া গিয়েছে অসাধারণ নকশাযুক্ত মাকড়া পাথরের ব্লক । পাওয়া গিয়েছে আড়াই ফুট লম্বা থেকে শুরু করে ছয় ইঞ্চি মাপের বিভিন্ন মাপের ও কালপর্বের প্রচুর পরিমাণে ইঁটের নমুনা । ঠিক বাণগড়ের মতোই দেবলগড় প্রত্নক্ষেত্র এর ইঁটে বৃক্ষ, লতাপাতা সহ নানা অলঙ্করণ পাওয়া গিয়েছে ।

কাজের পরিধি বেড়েছে । সমগ্র দেবলগড় আনুলিয়া অঞ্চলে ভূ-প্রত্নতত্ত্ব এর কাজকে প্রধান পাঁচ ভাগে বিভক্ত করে এগিয়েছি।
1) প্রাচীন নদীখাত গুলির অতীত বিস্তার ও ঢাল পরিমাপ করে paleo- channel morphology বিশ্লেষণ।

2 ) সমস্ত পুরাবস্তু গুলিকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা, তাদের নথিবদ্ধ করণ এবং সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা ।

3) একটি গ্রামীণ মিউজিয়াম গঠন করে পুরাবস্তু গুলিকে প্রদর্শন করার ব্যবস্থা করা যাতে বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষের নজর পরে।

4) উপযুক্ত প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ দের সাথে যোগাযোগ করা, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে অবহেলিত ও বিস্মৃত এই পুরাক্ষেত্রের উৎখনন এর আয়োজন ।

5) গণচেতনার প্রসার, আশপাশের এলাকার মানুষ দের সংগঠিত করে সমগ্র কর্মকান্ড পরিচালনা কে একটি আন্দোলনে পরিণত করা।

দিনের পর দিন, মাসের পর মাস ঘুরেছি একা। জঙ্গলে, চাষের ক্ষেতে, নদীর পাড়ে ।বড় রহস্যময়তা এখানকার পলাশ - জারুল - হিজলের অরণ্য আর মাটির উচুঁ উচুঁ ঢিবি গুলিতে। জঙ্গলে ঢাকা সুউচ্চ 'ওয়াচ টাওয়ার' আর গভীর পরিখা দিয়ে ঘেরা গড়ের ভিতরের পুকুর , বিরাট প্রাসাদের অবশেষ মিলেমিশে এক রহস্যময় আলোছায়া । সেই শুরু ।

এরপর থেকে অজস্রবার গিয়েছি গাংনাপুর থানার দেবগ্রাম এর রহস্যময় প্রত্নক্ষেত্রে । দেখেছি পায়ের তলায় নিতান্ত অনাদরে গুঁড়িয়ে যাচ্ছে হাজার বছরের প্রাচীন মৃৎপাত্র , অলঙ্কার , প্রাসাদের অবশেষ । দশকের পর দশক ধরে এখনকার চাষীরা চাষের সময় , গৃহস্থরা বাড়ি ঘর তৈরির সময় মাটির তলা থেকে পেয়ে আসছেন অজস্র প্রত্নতাত্বিক উপাদান আর ভেঙ্গে ফেলেছেন অত্যন্ত অবহেলায়।

সাবধানীরা বাঁধ বেঁধেছেন, চালাকেরা প্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আর অন্যদিকে, গড়ার পাড়ে সাধারণ মানুষ কৌতূহলী হয়েছে, প্রথমে চা এর আমন্ত্রণ দুপুরের ভাত ডালের নিমন্ত্রণ এ পৌঁছাতে দেরি হয় নি । আশপাশের এলাকার মানুষ দের সাথে যোগাযোগ করে, সংগঠন গড়ে তোলা গিয়েছে ।

মিউজিয়াম করার জন্য নিজের বাড়ি দান করে দিয়েছেন চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়, সব সময় এই কাজে নিয়োজিত রেখেছেন অধীষ হালদার দাদা, সম্পাদক এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বন্ধু ও ভাই সঞ্জয় ভৌমিক, অভিভাবক হিসেবে পেয়েছি চাকদহের ড: চিন্ময় বিশ্বাস ও আসানসোলের ড: তিলক পুরকায়স্থ কমল ব্যনাজী এবং মৃদকে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে পেয়েছি দেবজিৎ বিশ্বাস, প্রশান্ত চৌধূরী, শুভেন্দু বিশ্বাস, প্রশান্ত বসু র মতো একঝাঁক ইচ্ছেডানা কে।

এখন অপেক্ষা উৎখনন এর। বিশেষজ্ঞরা এসেছেন । তাদের মতে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছিল এক উন্নত সভ্যতা, যা পাল- সেন যুগে উন্নতির শিখরে উঠে থাকলেও এখানে সভ্যতার বিকাশ ঘটেছিল প্রাক ইতিহাস যুগের দ্বিতীয় শতকে- কুষাণ যুগে, পরবর্তী সময়ে যা বিবর্তিত হয়েছে প্রাক গুপ্ত যুগে ।

মিউজিয়াম পথনির্দেশ: 'দেবলগড় দেবলরাজা পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি সংঘ'।
রানাঘাট থেকে ট্রেনে বনগাঁ লাইনে গাংনাপুর স্টেশন । নেমেই টোটো, দশ মিনিট । স্টপেজ: দেবগ্রাম নতুন পোস্ট অফিস কাম মিউজিয়াম ।
শিয়ালদহ থেকে ট্রেন পথে অথবা NH 34 ধরে চাকদহ্। চাকদহ বাসস্ট্যান্ড থেকে দেবগ্রাম- আইসমালি রুটের বাস। স্টপেজ: দেবগ্রাম নতুন পোস্ট অফিস কাম মিউজিয়াম ।
প্রয়োজনীয় হোটেল পাবেন রানাঘাট, চাকদহ দুই জায়গাতেই ।

যে কোন প্রয়োজনে বনের মোষ তাড়ানোর কাজে কল্ করুন : বিশ্বজিৎ :: 9433301230,
e-mail : [You must be registered and logged in to see this link.] । কলেজের নিস্তার পেলেই আপনার সাথে দেখা করার গ্যারান্টি।

descriptionদেবলগড় দেবলরাজার রাজধানী EmptyRe: দেবলগড় দেবলরাজার রাজধানী

more_horiz
[You must be registered and logged in to see this link.]

descriptionদেবলগড় দেবলরাজার রাজধানী EmptyRe: দেবলগড় দেবলরাজার রাজধানী

more_horiz
[You must be registered and logged in to see this link.]

descriptionদেবলগড় দেবলরাজার রাজধানী EmptyRe: দেবলগড় দেবলরাজার রাজধানী

more_horiz
[You must be registered and logged in to see this link.]

descriptionদেবলগড় দেবলরাজার রাজধানী EmptyRe: দেবলগড় দেবলরাজার রাজধানী

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply