Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর Emptyমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর

more_horiz
♦মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর♦

বিভাগ-ক

1. বহুবিকল্প প্রশ্নের উত্তরঃ

1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে-
উঃ (ক) আরোহণ।

1.2 পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে-
উঃ (খ) ক্রেভাস।

1.3 বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে-
উঃ (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

1.4 ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে-
উঃ (গ) মিস্ট্রাল।

1.5 উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে-
উঃ (ক) হিমপ্রাচীর।

1.6 পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে-
উঃ (গ) অ্যাপোজি।

1.7 মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়-
উঃ (ক) আমাশয়।

1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল-
উঃ (ক) ভাষা।

1.9 গঙ্গা নদীর উৎস হল-
উঃ (ঘ) গঙ্গোত্রী হিমবাহ।

1.10 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল-
উঃ (ক) ভাকরা-নাঙ্গাল।

1.11 ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো-
উঃ (গ) পাঞ্জাব।

1.12 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-
উঃ (ঘ) সবগুলি (আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানীজ)।

1.13 2011 খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল-
উঃ (খ) 53 টি।

1.14 মিলিয়ন শীট ভূবৈচিত্রসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার-
উঃ (ঘ) 4°x4° ।

descriptionমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর EmptyRe: মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর

more_horiz
বিভাগ-খ

2) 2.1 শুদ্ধ-অশুদ্ধ প্রশ্নের উত্তরঃ
2.1.1 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। (শুদ্ধ)

2.1.2 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। (শুদ্ধ)

2.1.3 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলেরলবনতা সর্বাধিক থাকে। (অশুদ্ধ)

2.1.4 ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ। (অশুদ্ধ)

2.1.5 গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। (শুদ্ধ)

2.1.6 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। (অশুদ্ধ)

2.1.7 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়। (অশুদ্ধ)
Madhyamik 2019 Geography Questions and answers

descriptionমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর EmptyRe: মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর

more_horiz
2.2 শূন্যশান পুরণ করঃ

2.2.1. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলিকে “মন্থকূপ” বলে।

2.2.2 শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘণীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় “ধোঁয়াশা”।

2.2.3 “ল্যাব্রাডর” স্রোতের ফলে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়।

2.2.4 বর্জ্য কাগজ একটি “জৈব ভঙ্গুর” ধরণের বর্জ্য।

2.2.5 ক্রান্ত্রীয় পূবালী জেট বায়ু “মৌসুমি” বায়ুকে ভারতে আসতে বাধ্য করে।

2.2.6 ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম অংশ “কন্যাকুমারিকা”।

2.2.7 “মুম্বাই” হল ভারতের সর্বাধিক জনবহুল শহর।

descriptionমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর EmptyRe: মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর

more_horiz
2.3 একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

2.3.1 নাতিশীতোষ্ণ মন্ডলে কোন্‌ ধরনের বৃষ্টিপাত দেখা যায়?
উঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি।

2.3.2 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?
উঃ লোহাচড়া দ্বীপ।

2.3.3 ভারতের মরু অঞ্চলে কোন ধরণের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
উঃ জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট।

2.3.4 মরা কোটাল কোন তিথিতে দেখা যায়?
উঃ অষ্টমী তিথিতে।

2.3.5 গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
উঃ মধ্য অংশে (উত্তরপ্রদেশের কানপুর)।

2.3.6 ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।
উঃ শশা, তরমুজ, আউস ধান।

2.3.7 ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষনে সর্বাধিক অগ্রণী?
উঃ তামিলনাড়ু।

2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন।

descriptionমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর EmptyRe: মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর

more_horiz
2.4 বামদিক-ডানদিক মেলাওঃ

2.4.1 ওজোন গ্যাসের প্রাধান্য— স্ট্র্যাটোস্ফিয়ার।

2.4.2 ইক্ষু গবেষোণাগার— লক্ষ্ণৌ।

2.4.3 বৃহত্তম মোটরগাড়ি নির্মান শিল্প—গুড়গাঁও।

2.4.4 কারেওয়া—জম্মু ও কাশ্মীর।

descriptionমাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর EmptyRe: মাধ্যমিক ২০১৯ ভূগোল প্রশ্নের উত্তর

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum