মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন পার্ট 4
MP Geography MCQ suggestions Part 4
মাধ্যমিক ভূগোল MCQ সাজেশন 2020 4th পার্ট। MP Geography MCQ suggestions


মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -4 Fly-ash.jpg.860x0_q70_crop-scale
1, ফ্লাই অ্যাস কি?
কয়লার দহনে ফ্লাই অ্যাস সৃষ্টি হয়।

2, কোন শিল্পে ফ্লাই অ্যাস ব্যাবহৃত হয় ?
সিমেন্ট শিল্পে


3, নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
কলিফর্ম।

4, আসফল্ট এর বিকল্প হিসাবে কি ব্যবহার করা হয় ?
ভাঙা কাঁচ।

5, কোন পদ্ধতির মাধ্যমে পুষ্টি মৌলের আবর্তন ঘটে ?
কম্পোস্টিং এর মাধ্যমে।

6, একটি গ্যাসীয় বর্জ্যের নাম লেখ।
কার্বন ডাই অক্সাইড।

7, পুননবীকরণ কি ?
একটি বর্জ্য ব্যাবস্থাপনা পদ্ধতি হলো পুননবীকরণ।

8, ভার্মিকম্পোস্ট কি ?
কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজনের পদ্ধতিকে বলে ভার্মিকম্পোস্ট।

9, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখ।
ইনজেকশনের সিরিঞ্জ।

10, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখ।
পারদ।
মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -4 %25D8%25A7%25D9%2584%25D8%25BA%25D8%25A7%25D8%25B2%2B%25D8%25A7%25D9%2584%25D8%25AD%25D9%258A%25D9%2588%25D9%258A%2B%25E2%2580%2593%2BBiogaz
11, বায়ো গ্যাস কি ?
জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে বায়ো গ্যাস বলে।

12, একটি নিউক্লিয়ার প্লান্টের বর্জ্যের নাম লেখ।
GTM-49 ।

13, কোন শহরকে কেন্দ্র করে "ক্লিন সিটি" পরিকল্পনা করা হয় ?
কলকাতা কে কেন্দ্র করে।

14, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি ?
পারমাণবিক বিদ্যুৎ শিল্প।


15, স্ক্র্যাবার কেন ব্যাবহার করা হয় ?
শিল্প কারখানার বায়ুকে পরিষ্কারর করার জন্য।

16, ভরাটকরন করতে কোন বর্জ্য ব্যাবস্থার করা হয় ?
জৈব ভঙ্গুর বর্জ্য।

17, একটি বিষ হীন বর্জ্যের নাম লেখ।
ওষুধের খালি মোড়ক।

18, কাগজ কি ধরণের বর্জ্য পদার্থ ?
পুনঃচক্রী বর্জ্য পদার্থ।

19, কোন দূষণটির ফলে মানুষের স্বাসযন্ত্রের ক্ষতি হয় ?
বায়ু দূষণের ফলে।

20, স্লাজ কি ?
কলকারখানার বর্জ্য পদার্থ কে স্লাজ বলা হয়।

21, নমামি গঙ্গা কি ?
গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণের একটি পরিকল্পনা।
মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -4 Namami-gange-647_010718030938.jpg?dP8OZrAQYH_ek7BX5
22, ইনসিনেরেটর কি ?
উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র।

23, বায়োগাসের প্রধান উপাদান কি ?
মিথেন।

24, পুরোনো কম্পিউটার কি ধরণের বর্জ্য ?
ই-বর্জ্য।

25, কোন ধাতুর ফলে ব্ল্যাকফুট রোগ হয় ?
আর্সেনিক।

26, কম্পোস্টিং কি ?
অণুজীব বা জীব দ্বারা বিশ্লেসিত করা বর্জ্য গুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে।

27, প্লাস্টিক কোন ধরণের বর্জ্য ?
জৈব অভঙ্গুর বর্জ্য।

28, পরিবেশে 3R কি ?
পরিবেশে বর্জ্যকে হ্রাস করার তিনটি পদ্ধতিকে 3R বলে। Reduce, Reuse, ও Renew.
মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -4 Maxresdefault
29, Reduce পদ্ধতি কি ?
বর্জ্যের পরিমান হ্রাস করার পদ্ধতিকে Reduce বলে।

30, Reuse কি ?
বর্জ্যকে পুনরায় ব্যবহার করার পদ্ধতিকে Reuse বলে।

31, Renew কি ?
বর্জ্যকে নতুন করে ব্যাবহার যোগ্য করে তোলার পদ্ধতিকে Renew বলে।

32, কম্পোস্টিং পদ্ধতিতে কি তৈরী হয় ?
জৈব সার।

33, স্বচ্ছ ভারত অভিযান কি ?
2014 সালের 2 রা অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ভারতকে দূষণ মুক্ত ও স্বচ্ছ করতে এক পরিকল্পনা গ্রহণ করেন, একে স্বচ্ছ ভারত অভিযান বলা হয়।


34, BOD কথাটির পুরো অর্থ কি ?
Biological Oxygen Demand.

35, DDT ও পুরো অর্থ কি ?
ডাইক্লোরোডাইফিনাইল - ট্রাইক্লোরো ইথেন।

36, ম্যানিওর পিঠ কি ?
গর্তে জমানো বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির পদ্ধতি।
মাধ্যমিক 2020 ভূগোল MCQ সাজেশন  পার্ট -4 IMAGES%2F2013%2Fsaltsmoke%2Foyster_fire_tending.jpg
37, কোন দিনটিকে পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় ?
5 ই জুন।

38, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গৃহীত হয় ?
1985 সালে।

39, D- Waste এর উৎস কি ?
পুরোনো বাড়ির ভাঙা বর্জ্য পদার্থ।

40, TNT ও PCB কি জাতীয় বর্জ্য ?
বিষাক্ত বর্জ্য।


Class ten geography

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN GEOGRAPHY MCQ
#Madhyamik #2020 #Geography #Suggestions