Class 10 geography mcq suggestions 2020, 5th part. মাধ্যমিক সাজেশন।


1, আসামের গ্রীষ্ম কালের ঝড়কে কি বলা হয়?
বরদইছিলা।

2, গ্রীষ্ম কালে কেরলের ঝড়-বৃষ্টিকে কি বলে ?
আম্র বৃস্টিই।


3, SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নেপালের কাঠমান্ডুতে।

4, দামদর উপত্যকার পরিকল্পনা কবে গৃহীত হয় ?
1948 সালে।

5, তামিলনাড়ুর স্থানীয় ঝড়কে গ্রীষ্ম কালে কি বলা হয় ?
কফিবৃষ্টি।


6, ভারতে কোথায় রবার গাছ দেখা যায় ?
কেরলে।

7, রোটাং গিরিপথ কোথায় অবস্থিত ?
হিমাচল হিমালয়ে।

8, ব্যাড ল্যান্ড কোথায় দেখা যায় ?
চম্বল উপত্যাকা তে।

9, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
কারাকোরাম পর্বতের সিয়াচেন।

10, অরুণাচল প্রদেশ কবে গঠিত হয় ?
1987 সালে।

11, চেরি ব্লাশ মস কি ?
কেরলের অম্ল বৃস্টি।

12, কোশী যদি পরিকল্পনা কোন দুটি দেশের মধ্যে করা হয় ?
ভারত ও নেপালের মধ্যে।

13, লাদাখের প্রধান গিরিপথ টির নাম কি ?
খারদুংলা।


14, থর মরুভূমির বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?
সম্বর।

16, ময়দান কথার অর্থ কি ?
তরঙ্গায়িত উচ্চভূমি।

17, মিজোরামের রাজধানীর নাম কি ?
আইজল।

18, সাতপুরা কি ধরণের পর্বত ?
স্তুপ পর্বত।

19, দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি ?
সিলভাসা।

20, ভারতের অরণ্য গবেষণা গাড় কোথায় অবস্থিত ?
দেরাদুন।


21, কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নাম প্রবাহিত ?
ভাগীরথী ও অলকানন্দা।

22, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়?
1953 সালে।

23, ভারতবর্ষের শেষতম স্থান কোনটি ?
ইন্দিরা পযর্ন্ত বা পিগমিলিওন।

24, দুন কি ?
শিবলীক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী সংকীর্ন উপত্যকা কে দুন বলা হয়।

25, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
কাঞ্চনজংযা।

26, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
দোদাবেটা।

27, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?
খার দুংলা।

28, ভারত ও আফগানিস্তানের সীমা রেখার নাম কি ?
ডুরান্ড লাইন।

29, ব্রহ্মপুত্র নদ কি নাম ভারতে প্রবেশ করেছে ?
ডিহং ।

30, কোন মাটি কার্পাস চাষের পক্ষে আদর্শ ?
কৃষ্ণ মৃত্তিকা।

31, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গে। ( সুন্দরবন )

32, ডেকান শব্দের অর্থ কি ?
দাক্ষিনাত্য ।

33, মালনাদ কি ?
পাহাড়ের দেশ।

34, আরাবল্লি পর্বতের পূর্বদিকে কোন মালভুমি অবস্থিত ?
মারওয়ার মালভুমি।

35, মরাম কি ?
লাটেরাইট মৃত্তিকার স্থানীয় নাম মরাম।

36, কোন রাজ্যে বনভূমির পরিমান বেশি ?
মধ্যপ্রদেশে।

37, কোন বায়ু ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে ?
মৌসুমী বায়ু।

38, ভারতের কোথায় কোথায় সিরোজম মৃত্তিকা দেখা যায় ?
রাজস্থানে ও গুজরাটের কথিয়াবাড় অঞ্চলে।

39, লাদাখের মালভুমি কোন দুটি পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত ?
কারাকোরাম ও যাস্কর পর্বত দ্বারা।

40, CAZRI এর পুরো নাম কি ?
Central Arid Zone Research Institute.

41, দক্ষিণ ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ।
তাপ্তী ও নর্মদা।

42, কাইবুল লামজা কি ?
মনিপুরে অবস্থিত ভারতের ভাসমান অভয়অরণ্য।

43, নদি বাহিত নবীন পলি মৃত্তিকাকে কি বলে ?
খাদার ।

44, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
লাক্ষা দ্বীপ।

45, ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কোটি ?
29 টি।

46, ভারতের বৃহত্তম খাল কোনটি ?
সারদা খাল।

47, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
হিরাকুদ বাঁধ।

48, sky river কি ?
ব্রহ্মপুত্র নদ কে স্কাই রিভার বলা হয়।

49, কোনদুটি রাজ্যর যৌথ রাজধানী হায়দ্রাবাদ ?
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।

50, MONEX কি ?
Monsoon Experiment.

51, ভারত চিনের মধ্যে অবস্থিত সীমা রেখার নাম কি ?
ম্যাকমোহন লাইন।

52, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখ।
শিলং।

53, ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি ?
যমুনা নদী।

54, পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে পৃথক করেছে ?
শ্রীলঙ্কা থেকে।
55, সোলাম কি ?
ভূমি বা মেঝে কে সোলাম বলে।

56, তাপ্তী নদী কোথায় পতিত হয়েছে ?
খাম্বাত উপসাগর।

57, বরাকর নদীর উপর অবস্থিত দুটি বাঁধের নাম লেখ।
তিলাইয়া ও মাইথন বাঁধ।

58, রান কি ?
অগভীর লবনাক্ত ও কর্দমাক্ত জলাভূমিকে রান বলে।

59, ভারতের কয়েকটি হ্রদ ও তাদের অবস্থান লেখ।
উলার হ্রদ - কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম শসা জলের হ্রদ।
সম্বর - রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ।
চিলকা - উড়িষ্যায় অবস্থিত, ভারতের বৃহত্তম উপহৃদ।
পাংগং - উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতের উচ্চতম হ্রদ।

60, ভোরঘাট কোথায় অবস্থিত ?
মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত।

61, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি ?
গোয়া।

62, কত ডিগ্রি দ্রাঘিমা অনুযায়ী ভারতের প্রমান সময় স্থির হয়েছে ?
82.30' পূর্ব।

63, মালাবার উপকূলের বালিয়াড়ি কে কি বলে ?
টেরিশ বলে।

64, ব্যারন কি ধরণের দ্বীপ ?
আগ্নেয় দ্বীপ।

65, মজুলি দ্বীপটি কোথায় অবস্থিত ?
আসামে ।

66, কোন পদ্ধতিতে ভারতে সবথেকে বেশি জল সেচ করা হয় ?
কূপ ও নলকূপ।

67, কি থেকে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয় ?
বাসল্ট থেকে।

68, ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
তেলেঙ্গানা।

69, কোথায় চন্দন গাছ জন্মাতে দেখা যায় ?
পর্ণমোচী অরণ্যে।

70, ভাবর কি ?
শিবলীক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা খন্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করেছে তাকে ভাবর বলে।

71, দামোদর নদীর উপর কতগুলি বাঁধ আছে ?
5 টি।

72, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি ?
রাজস্থান।


73, কারেওয়াস কোথায় দেখা যায় ?
কাশ্মীর রাজ্যে।

74, শিবসমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত ?
কাবেরী নদীর উপর।

# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।