মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি - জীবন বিজ্ঞান Madhyamik Life Science
মাধ্যমিক পরীক্ষার্থীদের কতকগুলি জ্ঞাতব্য বিষয়ঃ

১। মূল পাঠ্যবইটি ভালোভাবে খুঁটিয়ে পড়বে।জীবনবিজ্ঞান মুখস্থ করার বিষয় নয়।তাই সব কিছু মুখস্থ করার চেষ্টা করলে হবে না, বরং বারবার পড়বে ও যেটি পড়ছো সেটি বুঝতে চেষ্টা করো তবেই সকল প্রশ্নের ভালোভাবে উত্তর দিতে পারবে।

২।এই আন্তর্জাল-স্থলে(সাইটে) অর্থাৎ (

Code:

http://churn.forumotion.com/f26-bio-science

)-এ কয়েকটি আদর্শ প্রশ্ন-পত্র দেওয়া হল। নিয়মিত এখানে অনুসন্ধান(search) করে প্রশ্নগুলির উত্তর তৈরী করো।কোনো জায়গায় আটকে গেলে তোমার শিক্ষকমহাশয়কে অথবা এখানে আলোচনাস্থলে(forum-এ)প্রশ্ন করো।

৩। পরীক্ষায় বসার আগে তোমাকে অবশ্যই মাধ্যমিক প্রশ্নপত্রের সঠিক কাঠামো-আকার (format)টির সম্বন্ধে সম্যক ধারণা রাখতে হবে।

৪। কখনোই একটি প্রশ্নের মাঝে অন্য প্রশ্নের উত্তর লিখবে না। এতে পরীক্ষকের খুব অসুবিধা হয়। কোনো উত্তর এড়িয়ে যাওয়াও অসম্বভব নয়। দরকার হলে তখন মনে না পড়লে ঐ উত্তরের জন্য জায়গা ফাঁকা রেখে দিতেও পারো। পরে মনে পড়লে সঠিক স্থানেই উত্তর লিখবে। না মনে পড়লে লিখবে না। শুধুমাত্র পৃষ্ঠার নিচের দিকে please turn over বা সংক্ষেপে P.T.O. লিখে দেবে। তবে সঠিক উত্তর মনে না পড়লেও ওখানটা ফাঁকা না রেখে ঐ সম্বন্ধে তোমার যা জানা আছে তাইই লিখবে, কারন কোনো কোনো বৎসর এমনও দেখা গেছে কিছু প্রশ্ন এসেছে যা পাঠ্যক্রমে নেই, সে ক্ষেত্রে নিয়মমাফিক পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ ছিলো। এভাবেও কোনো কোনো ক্ষেত্রে নম্বর বেড়ে যায়।

৫। অনেকে ভাবো একটি প্রশ্নেরই দুইরকম উত্তর দুই জায়গায় লিখলে যেটি সঠিক সেটিতে নম্বর পাওয়া যায়। কিন্তু এভাবে নম্বর কখনোই বাড়ে না।

৬। অনেকে ভাবে, একটি সঠিক উত্তরই দুই জায়গায় লিখলে পরীক্ষকের ভুল্ক্রমে বা নজর এড়িয়ে দুই জায়গাতেই নম্বর পাওয়া যায়, ফলে নম্বর বেড়ে যায়। এই ধারনাটি ভ্রান্ত , কারণ নম্বরগুলিকে খাঁচাবন্দি(caging) করার সময় এটি ধরা প'ড়ে যায় ; নম্বর কখনোই বাড়ে না।

৭। উত্তর হতে হবে সঠিক (to the point)। প্রশ্নানুযায়ী উত্তর ছোটো অথবা বড়ো হতে পারে। ছোট হলেও সঠিক উত্তরে পূর্ণ নম্বর পাওয়া যাবে।