Madhyamik LIFE SCIENCE: Short Question Preparation Test-001


Short Question Preparation Test
LIFE SCIENCE
Test No: 001
Time:30 Mins Marks: 25


একটি বাক্যে উত্তর দাও(যে কোনো 25 টি ) 1Х 25=25

(১) সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোন্‌টি ?
(২) রাস্না বাতাসের জলীয় বাষ্প নেয় কিভাবে ?
(৩) ক্লোরোফিল রঞ্জকে কোন্‌ ধাতব উপাদানটি থাকে ?
(৪) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ কোন্‌ যৌগরূপে কোশে সঞ্চিত হয় ?
(৫) অচক্রাকার ফটোফসফোরাইলেশনে কোন্‌ ক্লোরোফিল ফটোলাইসিস ঘটায় ?
(৬) সালোকসংশ্লেষে কার্যকরী একটি কো-এনজাইমের নাম লিখ।
(৭) হিল-বিক্রিয়ার প্রাকৃতিক হাইড্রোজেন গ্রাহক কোন্‌টি?
(৮) লাল ও নীল এদের মধ্যে কোন্‌ বর্ণের আলো সালোকসংশ্লেষে অধিকতর কার্যকরী?
(৯) কোন্‌ তাপমাত্রা সালোকসংশ্লেষের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী?
(১০) বিপাকীয় জল কাকে বলে?
(১১) সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষ বিক্রিয়া তাপগ্রাহী না তাপমোচী?
(১২) ক্লোরোপ্লাস্টে গ্রানার থাইলাকয়েডের ক্ষুদ্র ক্ষুদ্র বটিকার নাম কী?
(১৩) কোন্‌ শৈবালে সালোকসংশ্লেষ হার সবচেয়ে বেশি ?
(১৪) সালোকসংশ্লেষ কী জাতীয় বিপাক?
(১৫) H2O + ক্লোরোফিল + সূর্যালোক →H+ + OH- বিক্রিয়াটির নাম কী ?
(১৬) একটি অবাতশ্বসনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।
(১৭) TCA-চক্রে উৎপন্ন প্রথম জৈব-অম্লটির নাম কী ?
(১৮) কোশের প্রধান শ্বসন বস্তুটির নাম কী ?
(১৯) ক্রেবস্‌ চক্রে মোট কত অনু ATP উৎপন্ন হয় ?
(২০) গ্লাইকোলাইসিসে সহায়ক একটি উৎসেচকের নাম লিখ ।
(২১) গ্লাইকোলাইসিসে উৎপন্ন অ্যাসিডটির নাম কী ?
(২২) ক্রেবস্‌ চক্রের বিক্রিয়ার জন্য বাতাসের কোন্‌ মুক্ত গ্যাসটি জীবেরা গ্রহণ করে ?
(২৩) এক গ্রামঅনু গ্লুকোজের দহনে কত তাপ শক্তি উৎপন্ন হয় ?
(২৪) গ্লাইকোলাইসিসের শেষে কী কী উৎপন্ন হয় ?
(২৫) এক গ্রাম-অনু গ্লুকোজের পূর্ণ জারণে কয় অনু ATP গঠিত হয় ?
(২৬) ক্রেব্‌সের অম্লচক্র বিক্রিয়ার অপর নাম TCA-চক্র কেন ?
(২৭) ক্রেব্‌সের অম্লচক্র বিক্রিয়ার অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র কেন ?
(২৮) অ্যালভিওলাই কী ?
(২৯) উদ্ভিদ-দেহে শ্বসন-সহায়ক চারটি অঙ্গের নাম লিখ ।
(৩০) শ্বসন অধ্যায়ে উল্লিখিত প্রতিটি শ্বাস-অঙ্গের নাম জেনে রাখো।


### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ