Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyPicnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
Picnic spots near KOLKATA
কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

1) Only picnic hole Badu, Madhyamgram e anek bagan Bari ache (1 hour distance).:R ektu berate chaile Taki (3 hours distance)
  2) Chandannagar chuti park ::::  Chandernagor kmda park akhon khub valo hoye gachhe jete paren.station er kachhe,bolle khaber er arrange o Kore dai,vitore,amra meyera protibachor get together Kori Okhane, boating o achhe .
3) Barackpur Gandhi Ghat, Jawahar Kunja...Besh sundar jayga, gangar paare
4) Kalyani Basberia Municipal Park, Sei Gabgar paar, kachei Hangseshwari Mandir..Valo lgbe
5) ইকো আরবান ভিলেজ, নিউটাউন বুক করুন।
6) রাসবাড়ি, বেলুড়। দারুন জায়গা, গঙ্গার পাড়ে, অনেক ইতিহাস। মুস্কিল হলো কোনো রকম মাংস বা ড্রিংকস  এলাউ নয়, মাছ ইত্যাদি চলবে।
7 ) মল্লিক বাড়ি, আড়িয়াদহ। জমিদার বাড়ি আর দারুন সুন্দর জেটি।
Cool Science City r okhne picnic spot ache nolbon 2 te...saradin bhloi jbe..amrao 300-400jon gchilm
9) Diamond harbour kore nin. Nodir dhare municipality er ekta bunglow ache. Aage theke book korte hoy.:-:-Municipality te ese manually book korate hoy. By phone hoyna. Charges 2000 or 2200.
10) Baruipur Mukhorochok Chanachur eder bagan barete chole jan,khub safe and secure jaiga
11)Pujali guest house ba Netaji park try korte paren. Ekdom nodir parei. R puro place ta boundary dewa.
12) Amra kunja picnic garden. Niche link dilam

Code:

https://www.facebook.com/1451532635104463/

13) টাকি। খুব সুন্দর জায়গা।
14) হাবড়া -অশোকনগর এর মিলেনিয়াম সায়েন্স পার্ক ✌ ✌ ✌
15 ) Raichak / Falta
16 ) Joka creek club
17) country club baruipur
18) ভাসা vasa
19 ) Netaji Picnic Park,Pujali Municipality ,Budgebudge.
20 ) 58গেট ফরেস্ট







#pictic #KOLKATA #December #January #diamond #Harbour #falta #taki

descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyRe: Picnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
দিনের দিন বেড়ানো (কলকাতা থেকে)



দিনের দিন বেড়ানো লিস্ট
১. টাকী
২. ডায়মন্ডহারবার
৩. কোলাঘাট
৪. তমলুক বর্গভীমা মন্দির – মহিশাদল রাজ বাড়ি
৫. দেউলটি – সমতাবেড়
৬. ব্যারাকপুর – অন্নপূর্না মন্দির, গান্ধীঘাট/মঙ্গলপান্ডে উদ্যান
৭. শান্তিনিকেতন
৮. গাদিয়াড়া
৯. গড়চুমুক
১০. ইকো পার্ক
১১. ব্যান্ডেল চার্চ – ইমামবাড়া – দেবানন্দপুর– লাহেড়ী বাবার আশ্রম – হংসেশ্বরী মন্দির
১২. গেঁওখালি
১৩. চন্দননগর
১৪. সবুজ দ্বীপ
১৫. ধামাখালি
১৬. আঁটপুর – তারকেশ্বর
১৭. কামারপুকুর– জয়রামবাটি – গড় মান্দারণ
১৮. মহানাদ – পান্ডুয়া দেউল
১৯. হবিবপুর ইস্কন
২০. নিমপীঠ – কৈখালি
২১. ফলতা
২২. বড়কাছারি মন্দির – রায়পুর – স্বামী নারায়ন মন্দির
২৩. রায়চক
২৪. বজবজ অছিপুর
২৫. নুরপুর
২৬. বেঁড়াচাঁপা – চন্দ্রকেতু গড়
২৭. বকখালী
২৮. শ্রীরামপুর
২৯. বধর্মান শহর
৩০. মায়পুর
৩১. কৃষ্ণনগর
৩২. নবদ্বীপ
৩৩. কল্যানী
৩৪. বেথুয়াডহরী
৩৫. ঝড়খালি
৩৬. ভাল্কিমাচান
৩৭. গনগনি
৩৮. ফুলেশ্বর – উলুবেড়িয়া
৩৯. পাঁশকুড়ার /ক্ষীরাই ফুলের চাষ
৪০. চিন্তামনি কর স্যাংচুয়ারি
৪১. বিষ্ণুপুর
৪২. দীঘা
৪৩. বিভূতিভূষণ অভয়ারণ্য (পারামাদান)
৪৪. তারাপীঠ
৪৫. বর্ধমান জেলার কাটোয়া লাইনে পূর্বস্থলীর অন্তর্গত জামালপুরের বাবা বুড়োরাজের মন্দির ও চুপীর চর
৪৬. ধান্যকুড়িয়া (উত্তর ২৪ পরগনা) Dhanyakuria
৪৭. অম্বিকা কালনা এবং গুপ্তিপাড়া
৪৮. পাথরা মেদিনীপুর
৪৯. ফুলিয়া – শান্তিপুর
৫০. বীরসিংহ বিদ্যাসাগরের জন্মস্থান

descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyRe: Picnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
51. বেলুড়মঠ
52. আদ্যাপীঠ
53. দক্ষিণেশ্বর
54. ত্রিপুরা সুন্দরীর মন্দির, বোড়াল । ভোগ পাওয়া যায় । মাথাপিছু সাধারণ ₹ 50/- স্পেশাল ₹ 110/-
55. বোটানিকাল গার্ডেন
56. Birla Industrial and Technological Museum
57. বিড়লা মন্দির, গড়িয়াহাট রোড

descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyRe: Picnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
পানিহাটি থেকে গঙ্গার ধার বরাবর খড়দা অবধি অনেক দর্শনীয় স্থান আছে, যেমন-গিরিবালার মন্দির, পানিহাটি ইসকন, ত্রাণনাথ কালী মন্দির, রাঘব ভবন, বারো মন্দির ঘাট, অনুকূল ঠাকুরের আশ্রম, রবীন্দ্রনাথ ঠাকুরের পানিহাটির বাগান বাড়ি ইত্যাদি

descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyRe: Picnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
আমি কিছু অ্যাড করি?
১. কুড়ুমবেড়া ফোর্ট।
২. হাতিবাড়ি ও ঝিল্লি পখিরালয়।
৩. তপোবন ও রামেশ্বর মন্দির।
সবগুলোই বেলদা বা খড়গপুর হয়ে।
৪. বাকসি ও মানকুর ঘাটের রুপনারায়ন নদী। সাথে সামতাবেড়িয়া শরৎচন্দ্রের বাড়ি- বাগনান অথবা দেউলটি হয়ে।
৫. হিজলি সমুদ্র তট- বোগা, মেদিনীপুর।
৬. দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির।
৭.জুনপুট বাঁকিপুট।
সবগুলোই কাঁথি হয়ে।
৭. ময়নাগড়।
৮.হলদিয়া।
৯. নয়াচর।
১০. গেঁওখালি।
১১. মহিষাদল।
সবগুলোই একই রুটে।
১২. আরাবাড়ি, দিগরি এরোড্রাম, শালবনী, গোপগড়- মেদিনীপুর বেস করে।
১৩. নারায়নগড় - কেশপুর হয়ে।
১৪. গড়চুমুক ও বেলাড়ী রামকৃষ্ণ মিশন- উলুবেড়িয়া হয়ে।
১৫. দামোদর নদীর ধারে ফতেপুর আশ্রম- বাগনান অথবা আমতা হয়ে।

descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyRe: Picnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
তমলুকের দর্শনীয় স্থান : রাজবাড়ি ও রাধামাধবের মন্দির, খাট পুকুর, রাজাদের তৈরি জগন্নাথ মন্দির, রাম মন্দির, জীষ্ণুহরি মন্দির (পৌরানিক), মহাপ্রভু মন্দির (শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমন স্থল), বর্গভীমা মন্দির (৫১ সতীপীঠের অন্যতম), রক্ষিৎ বাটী (বিপ্লবীদের গোপন বৈঠক হত এখানে), হ্যামিল্টন হাইস্কুল (ক্ষুদিরাম ও বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত), রূপনারায়ন নদের তীরে পিকনিক স্পট (উত্তরচড়া শঙ্করআড়া ফেরীঘাট), কপালমোচন ঘাট, সৎসঙ্গ বিহার, রামকৃষ্ণ মঠ, বৈকুণ্ঠ সরোবর (প্রাচীণ সরাইখানা), জেলা গ্রন্থাগার, তাম্রলিপ্ত মিউজিয়াম (শুক্রবার বন্ধ), মাতঙ্গিনী হাজরার শহীদ স্থল, (বাড়ি-আলিনান-10 কিমি), মানিক পীরের থান (মানিকতলা), নিমতৌড়ি স্মৃতিসৌধ ও মিউজিয়াম (5 কিমি), রাধামনি কালীমন্দির (পূর্ব মেদিনীপুরের মধ্যে উচ্চতম, দূরত্ব 5 কিমি)ইত্যাদি।

descriptionPicnic spots near KOLKATA  কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা  EmptyRe: Picnic spots near KOLKATA কলকাতার আশেপাশে পিকনিক করার জায়গা

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum
power_settings_newLogin to reply