Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionপর্যায় সারণি মনে রাখার সহজ উপায় short cut tips to remember periodic Table Emptyপর্যায় সারণি মনে রাখার সহজ উপায় short cut tips to remember periodic Table

more_horiz
রসায়ন এর পুরো পর্যায় সারনি মনে রাখার একটা উপায় দেওয়া হল। বলবো না যে সবার কাজে লাগবে , কিন্তু অনেকেরই কাজে লাগতে পারে ।
Group 1(A) এর মৌল
♦ হায় লি না কে রুবি সাজিয়ে ফিরছে
যেই মৌলগুলো indicate করে-
H Li Na K Rb Cs Fr
H -Hydrogen(হাইড্রোজেন )
Li – Lithium(লিথিয়াম)
Na -Sodium(সোডিয়াম)
K – Potassium(পটাশিয়াম )
Rb – Rubidium(রুবিডিয়াম)
Cs -Caesium(সিজিয়াম)
Fr – Francium(ফ্রান্সিয়াম)
Group 2(A) এর মৌল
♦বিরিয়ানী মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
যেই মৌলগুলো indicate করে-
Be Mg Ca Sr Ba Ra
Be -Beryllium (বেরিলিয়াম)
Mg -Magnesium (ম্যাগনেসিয়াম)
Ca -Calcium(ক্যালসিয়াম)
Sr -Stronsium(স্ট্রানসিয়াম)
Ba -Barium(বেরিয়াম)
Ra -Radium(রেডিয়াম)
Group 3(A) এর মৌল
♦বোরন আলীর গোলায় ইন্দুর থাকে
যেই মৌলগুলো indicate করে-
B Al Ga In Tl
B -Born (বোর্নিয়ো)
Al -Aluminium (অ্যালুমিনিয়াম)
Ga -Gallium (গ্যালিয়াম)
In -Indium (ইন্ডিয়াম)
Tl -Thallium (থেলিয়াম)
Group 4(A) এর মৌল
♦কারটি সিরিয়া গেলে টিন পাবে
যেই মৌলগুলো indicate করে-
C Si Ge Sn Pb
C -Carbon (কার্বন)
Si -Silicon (সিলিকন)
Ge -Germanium (জামিনিয়াম)
Sn -Tin (টিন)
Pb -Lead (লেড বা সিসা)
Group 5(A) এর মৌল
♦নারায়ন পুরে আর্সেনিক সবচেয়ে বেশী
যেই মৌলগুলো indicate করে-
N P As Sb Bi
N -Nitrogen (নাইট্রোজেন)
P -Phosphorus (ফসফরাস)
As -A arsenic (আর্সেনিক)
Sb -Antimony (এন্টিমনি)
Bi -Bismath (বিসমাথ)
Group 6(A) এর মৌল
♦ ও এস এসসি তে পড়ে
যেই মৌলগুলো indicate করে-
O S Se Te Po
O -Oxygen (অক্সিজেন)
S -Sulfur (সালফার)
Se -Selenium (সেলেনিয়াম)
Te -Tellurium ( টেলুরিয়াম)
Po – Polonlum (পোলেনিয়াম)
Group 7(A) এর মৌল
♦ফ্লোর কলনীর বাসায় আন্টি আছে
যেই মৌলগুলো indicate করে-
F Cl Br I At
F -Florin (ফ্লোরিন)
Cl -Chlorine (ক্লোরিন )
Br -Bromine ( ব্রোমিন
I -Iodine (আয়োডিন)
At -Astatine (অ্যাস্টেটাইন)
Group 8(A) এর মৌল
♦হেনা ( He Ne) আর করুনিম যাবে রমনায়
যেই মৌলগুলো indicate করে-
He Ne Ar Kr Xe Rn
He -Helium (হিলিয়াম)
Ne -Neon (নিয়ন)
Ar -Argon (আর্গন)
Kr -Krypton (ক্রিপ্টন)
Xe -Xanon (জেনন)
Rn -Radon (রাডন)
পারমানবিক সংখ্যা 21-30 এর মৌল
♦শাহরুখ টাইটানিকে ভেসে কাল মনিষকে ফেলে ফেলে কোয়েলকে নিয়ে কুয়াকাটা যাবে
যেই মৌলগুলো indicate করে-
Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn
Sc -Scandium (স্ক্যানডিয়াম)
Ti – Titanium (টিটেনিয়াম)
V -Vanadium (ভ্যানাডিয়াম)
Cr -Chromium (ক্রোমিয়াম)
Mn -Manganese (ম্যাঙ্গানিজ)
Fe -Iron (লোহা বা আয়রন)
Co -Cobalt (কোবাল্ট)
Ni -Nickel (নিকেল)
Cu -Copper (কপার)
Zn -Zinc (জিংক)
পারমানবিক সংখ্যা 39-48এর মৌল
♦ইতি ও জেরিন নাইরোবিতে মোবাইল সহ রুথের
রোড দিয়ে পালাবার সময় কাঁদছিল
যেই মৌলগুলো indicate করে-
Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
Y -Yttrium (ইট্রিয়াম)
Zr -Zirconium (জিরকোনিয়াম)
Nb -Niobium (নিওবিয়াম)
Mo -Molybdenum (মলিবডেনাম)
Tc -Technitium (টেকনেসিয়াম)
Ru -Ruthenium(রুথেনিয়াম)
Rh -Rhodium( রোডিয়াম)
Pd -Palladium (প্যালাডিয়াম)
Ag -Silver(সিলভার)
Cd -Cadmium (ক্যাডমিয়াম)
পারমানবিক সংখ্যা 57-80এর মৌল
♦লাকি ও হানিফ টাইজানিকে করে ওয়াবিতে এসে ইউরোপে প্লাটিনাম ও গোল্ড
যেই মৌলগুলো indicate করে-
La Hf Ta W Re Os Ir Pt Au AG Hg
La (57-71) -Lanthanum (ল্যানথানাইড সিরিজ)
Hf -Hafnium ( হাফনিয়াম)
Ta -Tantalum ( ট্যান্টালুম)
W -Tungsten ( টাংস্টেন)
Re -Rhenium (রেনিয়াম)
Os -Osmium (অসমিয়াম)
Ir -Eridium ( ইরিডিয়াম)
Pt -Platinum ( প্লাটিনাম)
Au -Gold (গোল্ড)
Hg -Mercury ( পারদ বা মাকারি)
পারমানবিক সংখ্যা 89-112এর মৌল
♦আখির ছেলে রাফি ডুবাই সাগরে ভেসে হাফেজ আর মতিকে দেশে রেগে চিনেছে
যেই মৌলগুলো indicate করে-
Ac Rf Db Sg Bh Hs Mt Ds Rg Cn
Ac -Actinium
(অ্যাকটিনাইড সিরিজ )
Rf -Rutherfordium
(রাদারফোর্ডিয়াম)
Db -Dubnium(ডুবনিয়াম)
Sg -Seoborgium(সিওবোগিয়াম)
Bh -Bohrium(বোহরিয়াম)
Hs – Hassium(হ্যাসিয়াম )
Mt -Metnerium(মিটনেরিয়াম)
Ds -Damstadium(ডামস্টেডিয়াম)
Rg -Roentgenium(রন্টজেনিয়াম)
Cn-Copemicium(কপারনিসিয়াম)

#Collected

descriptionপর্যায় সারণি মনে রাখার সহজ উপায় short cut tips to remember periodic Table Emptyপর্যায় সারণীর গান Periodic Table Song

more_horiz
পর্যায় সারণীর গান Periodic Table Song

[You must be registered and logged in to see this link.]


হাইড্রোজেন ও হিলিয়াম, এক দুই হয়;
পর্যায় সারণীর শুরুতেই রয়।
লিথিয়াম, বেরিলিয়াম, বোরণ, কার্বণ;
পর পর আসে ওরা, বাড়ে ইলেকট্রণ।
কার্বণ প্রকৃতিতে নানা রূপে রয়;
হীরক আর কোক তার রূপভেদ হয়।
নাইট্রোজেন ও অক্সিজেন মিলিয়া বাতাস;
অক্সিজেন গ্যাসে মোরা নিতে পারি শ্বাস।
তারপরে নবম মৌল, নামটি ফ্লুরিণ;
মঁয়সার হাতে ধরা দিল এক দিন।
এল এক নতুন গ্যাস, নামটি নিয়ন;
বাতির ভিতরে করে আলো বিকিরণ।
নিষ্ক্রিয় গ্যাস উহা, সক্রিয় নয়;
তারপরে সোডিয়াম ক্ষারধাতু হয়।
ম্যাগনেসিয়াম ধাতু এল, বারো নম্বর;
অ্যালুমিনিয়াম, সিলিকন থাকে তারপর।
বালির ভিতরে জানি আছে সিলিকণ,
উহা পেতে হলে কর বালি বিজারণ।
তারপরে ফসফরাস ও সালফার রয়;
সালফার করে নানা রোগ নিরাময়।
সতের নম্বর মৌল এক হ্যালোজেন;
ক্লোরিণ নামেতে খ্যাত, কর তার ধ্যান।
আঠারোতে আর্গন, বাতাসেতে পাই;
বিক্রিয়া নাহি করে, কোনো কাজ নাই।
পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যাণ্ডিয়াম;
টিটানিয়াম, ভ্যানাডিয়াম আর ক্রোমিয়াম;
এইসব মৌলরা ক্রমে ক্রমে আসে,
বাম থেকে দক্ষিণে বসে পাশে পাশে।
আয়রণ, কোবাল্ট, নিকেল করি গো বর্ণন;
চুম্বক উহাদের করে তীব্র আকর্ষণ !
উনত্রিশ নম্বরে তাম্র বসে রয়,
তারপরে জিঙ্ক ধাতু আমাদেরই হয়।
গ্যালিয়াম, জার্মেনিয়াম আর আর্সেনিক;
একত্রিশ, বত্রিশ, তেত্রিশে হয় ঠিকঠিক।
সেলেনিয়াম, ব্রোমিয়াম এল তারপর;
নিষ্ক্রিয় ক্রিপ্টন, ছত্রিশে ঘর।

নিষ্ক্রিয় গ্যাসগুলি থাকে ডান ধারে,
কারো সাথে বিক্রিয়া কভু নাহি করে।
বাম দিকে মহাতেজা ক্ষারধাতুগুলি,
হ্যালোজেনদের সাথে করে চুলোচুলি।
পরমাণু ক্রমাঙ্কের হয় যে বর্দ্ধন,
পাউলির নীতি মেনে আসে ইলেকট্রণ।
মৌল যে আসে কত নানা রকমারি;
লঘু থেকে গুরু ক্রমে বেঁধে চলে সারি।
উহাদের আঠারো শ্রেণী, সাতটি পর্য্যায়;
মোট বিরানব্বই মৌল প্রকৃতিতে পাই।

পাঁচ নম্বর পর্য্যায়ে রুবিডিয়াম রয়;
তারপরে স্ট্রনশিয়াম, ইট্রিয়াম হয়।
জারকোনিয়াম, নায়োবিয়াম, মলিবডেনাম;
নব টেকনিকে আসে টেকনিসিয়াম।
রুথেনিয়াম, রোডিয়াম ও প্যালাডিয়াম;
সাতচল্লিশে রূপা, তাকে বলি আর্জেণ্টাম।
স্ক্যাণ্ডিয়াম, ইণ্ডিয়াম, টিন এসে যায়;
টিনের প্রলেপ দিলে লোহা টিকে যায়।
এ্যাণ্টিমণি নামে মৌল আসে একান্নয়,
রোমাণেরা স্টিবিয়াম নামে তাকে কয়।
টেলুরিয়াম, আয়োডিন, জেনন, সিজিয়াম;
তারপরে ছাপান্নতে হয় যে বেরিয়াম।

তারপরেতে দুঃখের কথা কী বলিব আর,
মৌলদের সুর কাটে, মুখ হয় ভার!
সাতান্ন নম্বর থেকে একাত্তর নম্বর,
মৌলগুলি ল্যান্থানাইড, বাঁধে নীচে ঘর।
সাতান্নতে ল্যান্থানামে ল্যান্থানাইড শুরু;
সেরিয়াম, প্রাসিওডিয়াম বুক দুরুদুরু!
নিওডিয়াম, প্রোমেথিয়াম ও সামারিয়াম;
ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম;
ডায়াসপ্রোসিয়াম, হোলবিয়াম, এরবিয়াম;
থুলিয়াম, ইটারবিয়াম, শেষে লুটেসিয়াম।
এইভাবে ল্যান্থানাইডগুলি শেষ হয়;
বাঁচা গেল, গাইতে থাকো মেণ্ডেলিফের জয়!

বাহাত্তরে হাফনিয়ামে ফিরে আসে সুর;
তিয়াত্তরে ট্যাণ্টালাম, সে যে অতিদূর!
উলফ্রাম বা টাংস্টেন চুয়াত্তরে রয়;
তাই দিয়ে বাল্বের ফিলামেণ্ট হয়।
রেণিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম এল;
আটাত্তর নম্বরে জানি প্লাটিনাম হল।
প্লাটিনাম বরধাতু, বহু টাকা দাম;
তারপরে আসে সোনা, পারা, থ্যালিয়াম।
বিরাশি নম্বরে সীসা নামে ধাতু রয়,
তেজষ্ক্রিয় মৌল যত শেষে সীসা হয়।
বিসমাথ, পোলোনিয়াম আর অ্যাস্টাটিন;
শেষেরখানি পঁচাশিতে, টিকে অল্প দিন।
তারপরে এল রেডন ছিয়াশি নম্বরে,
নিষ্ক্রিয় সে তবু তেজষ্ক্রিয় রশ্মি ধরে।
ফ্রান্সিয়াম সে ফ্রান্স দেশে আবিষ্কৃত হয়;
রেডিয়াম সে রশ্মি ছাড়ে, জেনো পরিচয়।
অ্যাক্টিনিয়াম ও থোরিয়াম অ্যাক্টিনাইড ওই;
প্রোটাক্টিনিয়াম আসিল, সে একানব্বই।
বিরানব্বইয়ে ইউরেনিয়াম সুবিখ্যাত হয়;
প্রাকৃতিক মৌলদিগের শেষে ইহা রয়।
Collected

privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum