~~~ Travel Smart - Travel Safe (part 1) ~~~

>>> মূলত এই tips কিছুটা solo traveler দের আর কমবয়সী couple দের জন্য সে married কি unmarried হোক. বয়স্ক মানুষ বা ছোট্ট বাচ্চাসহ family দের জন্য এই tips কাজে নাও আসতে পারে. আর আমি নিজে যেহেতু এই দুটোর মধ্যে একটাও নই তাই বানিয়ে লেখার পক্ষপাতিও নই, কারণ নিজে face না করে সেটা নিয়ে কিছু বলা আমি উচিৎ মনে করিনা.

এবার শুরু করা যাক :
Bag, rucksack na trolley?

Packing খুব গুরুত্বপূর্ণ. এই packing নিয়ে british লেখক Jerome k. Jerome একটা গপ্পো লিখে ফেলেছিলেন মনে আছে? কিন্তু pack করার আগে যেটায় packing হবে সেটা বেশি important. মানে bag, rucksack বা trolley. অনেকেই ভাবে trolley হয়তো ভালো... টেনেটুনে নিয়ে চলে যাওয়া যায় কিন্তু এর অনেক demerits ও ache. Specially bus এ. Volvo বা ভালো AC bus ছাড়া trolley বা baggage এর জন্য আলাদা করে space পাওয়া যায়না. এইসব bus এ luggage এর জন্য পুরো আলাদা একটা জায়গা থাকে যেখানে আমার luggage এ ট্যাগ লাগিয়ে দিয়ে রেখে দেওয়া হয় bus এ ওঠবার আগেই. কিন্তু অনেক সময় সাধারণ বাসে উঠতে হয় সেক্ষেত্রে trolley কিন্তু খুব অসুবিধাজনক. Driver এর পেছনের space ও অনেক সময় পাওয়া যায়না বা দখল হয়ে যায়. সেক্ষেত্রে driver এর পাশের সিট হলো শেষ সহায় অথবা আপনার seat এর নিচে যদি by chance যদি ঢুকে যায় তাহলে শান্তি.অনেক সময় দেখা যায় ট্রেনের seat নিচেও আপনার পেল্লাই trolley টা ঢুকছেনা তখন প্যাসেজ এ রেখে অন্য যাত্রীদের যন্ত্রনা দেন আর আপত্তি করলেই বলেন একটু adjust করে নেওয়া যায় বলুন.. একটা রাতের তো ব্যাপার ! তাই আমি বলবো trolley ছেড়ে রুকস্যাক নিন কারণ এটা যে কোনো জায়গায় মোটামুটি গুঁজে দেওয়া যায়, ঠেসে দেওয়া যায় আর পিঠে করে নিয়ে easy ঘুরে বেড়ানো যায়. কারণ অনেক জায়গায় সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে trolley পুরো fail আর সেটা ভারী হলে হাতে চাগিয়ে নিয়ে ওঠা নামাও ঝামেলার. রুকস্যাক বা trolley যাই কিনবেন না কেন দেখবেন সেটা যেন lighweight আর টেকসই হয়. অনেকে ভাবে ভারী bag মানে material ভালো সেটা একদমই না.হালকা material এ বানানো bag ও দারুন টেকসই হয় শুধু quality ভালো হতে হয়. কেনার সময় দেখবেন যেন রুকস্যাক এ কাঁধের স্ট্র্যাপ আর পেছনের cushion যেন বেশ ভালো থাকে কারন পিঠে আপনাকেই বইতে হবে. আমি বলবো রুকস্যাক বা trolley নিয়ে দামের জন্য compromise করবেননা. বেড়াতে গিয়ে রাস্তায় ছিঁড়লে তখন ঘুরবেন না bag সারাবার দোকান খুঁজবেন? তাই ভালো জিনিস দেখে কিনুন. আর এগুলো তো daily কেনার জিনিস না তাই long time investment হিসেবে কিনুন যাতে অনেক দিন টেঁকে. Generally মেয়ে /মহিলারা দামি travel bag কিনতে চায়না তারা ladies bag এ বেশি invest করতে চায় (রাগ করবেননা, এটা দেখেছি বলেই বলছি ) তাই তাদের বলবো একটু ভালো জিনিসটাই কিনুন. যদিও surpisingly trolley টা দামি কেনেন আপনারা. রুকস্যাক এ আরেকটা সুবিধা হলো flight এ size নিয়ে ঝামেলা করবেনা কারণ রুকস্যাক চেপেচুপে দেওয়া যায়.

কিভাবে pack করবেন?

Bag, trolley বা রুকস্যাক যেটা পছন্দ সেটাতো কিনে ফেললেন এবার হচ্ছে কি নেবেন আর কি নেবেননা? এসব ভাবতে ভাবতে আপনার bag দুই তিনবার হয়তো খালি আর ভর্তি করার loop এ চলে যায়. প্রথমদিকে এরম আমারো হতো.
আগে দেখে নিন কয়দিনের জন্য যাচ্ছেন. আমি 7 দিনের হিসেবে বলছি. আগে দেখে নিন কোথায় যাচ্ছেন ঘুরতে. পাহাড় হলে তো আপনার luggage এমনি ভারী আর ফুলে যাবে. তার ওপর যদি বরফ দেখার শখ থাকে তো আরো বাড়বে luggage. Thermal/thermocot innerwear তো অবশ্যই নেবেন আর সাথে hood মোটা jacket must. কারণ ঠান্ডা বেশি নাক,কান আর মাথায় লাগে. একটা light jacket ও নেবেন কারণ হালকা ঠান্ডা সেটা কাজে লাগে. আর windcheater নেবেন কারণ বরফ বা বৃষ্টিতে কাজে লাগবে. কিন্তু luggage কমাতে গেলে শীতের জায়গায় একটু গরমের সময় গেলে luggage কম হয়.
এবার আসি normal গরমের জায়গা তে যাওয়ার packing নিয়ে. সাধারণত এই জায়গায় দেখা গেছে পুরুষ আর নারী ভিন্ন রূপ নেয়. বললে হয়তো রেগে যাবে নারীরা আবার একা গেলে তাদের luggage হালকা হয়ে যায়. ছেলেদের ক্ষেত্রে বলছি কিভাবে packing করবেন.
Transit এর জন্য একদম separate একটা টিশার্ট জিন্স রাখুন. Bermuda পড়তেও পারেন কিন্তু রাস্তা ঘাটে খোঁচা খেয়ে কেটে ফেটে যাওয়ার থেকে জিন্স অনেক safe. অনেকটা guard করে বলতে পারেন. ট্রেনে night stay থাকলে আরেকটা সেট টিশার্ট আর বারমুডা রাখবেন সেটা ট্রেনে উঠে চেঞ্জ করে নেবেন. এতে আপনার transit dress টা কম ময়লা হবে. চেষ্টা করবেন হোটেলে গিয়ে এটা কেঁচে শুকিয়ে নেবার যদি সময় থাকে.রাতে কেঁচে দিলে সকালে সাধারণত শুকিয়ে যায়. ঘোরবার জন্য রাখুন 1টা জিন্স বা কার্গো প্যান্ট.কার্গো কম ময়লা হয়, হলেও বোঝা যায় কম. টিশার্ট রাখুন 3 খানা, এক একটা 2 দিন করে পরাই যায় যদিও এটা directly proportionate আপনি কতোটা ঘামেন আর আপনার গায়ের গন্ধের ওপর. শার্ট নিলে একটাই problem ভেতরের গেঞ্জি আবার নিতে হয় তাই round neck tshirt হলো best. Undergarments বেশি রাখবেন কারণ ওটাই বেশি লাগে আর সাথে রুমাল,মোজা. ঘরে রাতে পরার জন্য এক/দু সেট টিশার্ট আর বারমুডা. সমুদ্রে দাপাদাপির জন্য এটার থেকেই একটা use করতে পারেন অথবা একটা extra set রাখুন. ব্যাস এর বেশি কিছু না নিলেও চলে. বিদেশে গেলে চেষ্টা করবেন bag হালকা রাখতে, কারণ ফেরার সময় কেনাকাটা করে সেটা ভারী হবেই.
মেয়েদের packing নিয়ে কিছু বলা মানেই ব্যাপারটা বিতর্কের সৃষ্টি করবেই. তাই যথাসম্ভব কম বলবো. Couple দের ক্ষেত্রে বলবো অনেক সময়ই আপনার কিছু জিনিস আপনার husband / bf carry করবেই তাও বলবো বাইরে ঘুরতে গিয়ে এই help টা যতটা কম পারেন নেবেন কারণ তার নিজেরও luggage থাকছে. India তে তাও কুলি পাওয়া গেলে বিদেশে porter পাওয়া শক্ত. তাই luggage হালকা রাখা জরুরি. Atleast extra জুতো (specially হিল জুতো avoid করুন, জায়গাও নেয় বেশি, ভারীও হয় ) না নেয়ার চেষ্টা করুন. ভালো sneaker কিনুন, জিন্স টপ এর সাথে পরতে পারবেন. সালোয়ার কামিজ space বেশি নেয়, কুর্তি leggings একটু কম নেয়. Leggings এর সাথে sneaker খারাপ যায়না.. হ্যা দেখে লাগবে আপনি morning walk এ বেড়িয়েছেন. কিন্তু ঘুরতে গিয়ে ওতো দেখতে লাগার দিকে খেয়াল না রাখলেও চলে. বাকি জিনিস ছেলেদের দেওয়া tips টা follow করতে পারেন.
Toiletories এ shampoo, conditioner, washing powder (একটা রাখবেনই )এগুলো sachet এ নেবেন. সাবান একদম ছোট size টা নেবেন, টুথপেষ্ট ও ছোট size রাখবেন. Body wash বা এসব ঘুরতে গিয়ে না রাখলেও চলে. ভালো হোটেলে এমনিও দেয়. যারা হোটেলের তোয়ালে ব্যবহার করতে অপছন্দ করে তাদের বলবো যদি কোনোদিন সকালে journey থাকে তাহলে হোটেলের টাই ব্যবহার করুন সেদিন সকালে. কারণ আপনার টা শোকানোর ঝামেলা আছে. Personal use জন্য তোয়ালে নেবেননা, বাড়িতে তোয়ালে ব্যবহার করুন কিন্তু ঘুরতে গিয়ে গামছা use করুন. হালকা হয়, space কম নেয়, শোকাবেও fast. Deo ছোট size নিন, এখন তো পকেট size ও আছে. বাঙালির boroline ও রাখবেন সাথে.একটা nylon এর দড়িও রাখবেন. যদি কখনো টানিয়ে কিছু মেলার দরকার থাকে বা বাঁধবার দরকার থাকে. আর সাথে রাখবেন অনেক গুলো rubber band. খুব কাজের জিনিস. আর একটা ছোট্ট biology box এর কাঁচি. তবে flight এ উঠলে এটা check in luggage এ রাখবেন. কিন্তু power bank বা ক্যামেরার ব্যাটারী hand luggage এ রাখবেন. Universal charging adapter টা রাখবেন. তাহলে দেশে বিদেশে চাপ হবেনা. সেটা যদি atleast multipoint হয় তো আরো ভালো. Medicine এর জন্য আলাদা একটা ছোট box নেবেন. Medicine নিয়ে পরের পর্বে বিস্তারিত লিখবো.
রুকস্যাক এ বা trolley যেটাতেই জামা কাপর ভরবেন, বেশি ভাঁজ করবেননা, fold কম রাখলে space বেশি পাবেন. একদম সাইড গুলোতে রুমাল, ভেতরের গেঞ্জি,মোজা চেপে রাখবেন, এটায় space বাঁচে, আর guard টাও ভালো থাকে. কোন জামা আগে রাখবেন বা পরে রাখবেন সেটা আপনার choice কিন্তু বলবো জিন্স, টিশার্ট গুলো নিচে দিন, ট্রেনে বা ঘরে থাকার জামাটা ওপরে রাখুন. মানে আপনাকে prioritize করতে হবে আপনার প্রয়োজন মত. রুকস্যাক এ জামা সব রাখার পর ওপরে রাখবেন গামছা আর toiletories. ব্যাগের সাইড এ রাখবেন ছোট ফেসওয়াশ আর handwash এর tube. ব্যাগে chain আর zip এ ছোট তালা অব্যশই রাখবেন. হোটেলের রুমের চাবি reception এ দিয়ে গেলেও চাপ থাকবেনা যদি ব্যাগ lock থাকে.
কিছু খবরের কাগজ রাখবেন bag এর side এর পকেটে , ট্রেনে বা bus এ trolley বা রুকস্যাক রাখার জন্য. অনেকের ডাইরেক্ট train বা bus এর মেঝেতে রেখে দেয়. লোকের পায়ে লাগবে ,ধুলো লাগবে আর এটাই পরে নামার পর আপনার গায়ে লাগবে. রুকস্যাক হলে তো লাগবেই. এই জন্য কাগজ পেতে তার ওপর এগুলো রাখুন, কিছুটা তো পরিষ্কার থাকবে! যদিও flight হলে এই সুযোগটা থাকেনা.
trekking এ আমি যায়নি তাই সেই নিয়ে কিছু লিখলাম না.Normal trip নিয়ে এটা লিখলাম. ব্যাগ , রুকস্যাক কিনতে পারেন Decathlon থেকে. হাওড়া তে আছে. অনলাইন ওদের কালেকশন ও দেখতে পারেন. এরা দাম অনুযায়ী ন্যায্য জিনিস দেয়. Quality বেশ ভালো.

হয়তো এভাবে অনেকেই ঘোরেন, তাও share করলাম.. আপনারাও কিছু tips দিতে পারেন.সবারই সুবিধা হবে তাতে.

পরবর্তী পর্বে লিখবো ঘুরবার tips নিয়ে.. দেশে ও বিদেশে....