মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২১ |পার্ট ১ |জ্বালানির তাপনমূল্য | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | পরিবেশের জন্য ভাবনা
নিম্নলিখিত অধ্যায় গুলি থেকে প্রশ্ন বাছাই করা হয়েছে

পরিবেশের জন্য ভাবনা
গ্যাসের আচরণ
রাসায়নিক গণনা
তাপের ঘটনাসমূহ



1. ওজোন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়?
উত্তর: ওজন স্তরের ডবসন এককে পরিমাপ করা হয়।
2. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তর: প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।
3. ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী গ্যাস দুটির নাম কি কি?
উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন ও নাইট্রিক অক্সাইড।
4. বায়ুমণ্ডলের প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?
উত্তর: বায়ুমণ্ডলের প্রধান গ্রীন হাউস গ্যাস হল কার্বন-ডাই-অক্সাইড।
5. বায়ুমণ্ডলের শীতলতম উষ্ণতম স্তর এর নাম লেখ।
উত্তর: বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল বেশ রসিয়ে এবং উষ্ণতম স্তর হল থার্মোস্ফিয়ার।
6. কোন জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো?
উত্তর: কোন একক পরিমাণ জ্বালানির অক্সিজেনের উপস্থিতিতে দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। যেমন এলপিজি এর তাপন মূল্য ২৮০০ কিলো ক্যালোরি / ঘনমিটার।



7. বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব কি?
অথবা , ওজন স্তর কীভাবে পৃথিবীর পরিবেশকে রক্ষা করে?
উত্তর: ওজোন স্তর সূর্য রশ্মির আল্ট্রাভায়োলেট আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে নেয় যা পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য খুবই ক্ষতিকারক।
8. ওজোন স্তরের অবস্থান বা ব্যাপ্তি লেখ।
উত্তর: ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০-৫০ কিমি উচ্চতায় স্ট্রাটোস্ফিয়ার এ পৃথিবী কে ঘিরে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সমৃদ্ধ ওজোন স্তর অবস্থান করেছে।
9. বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে?
উত্তর: বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে আয়োনোস্ফিয়ার থেকে।
10. গ্রীন হাউজ গ্যাস না থাকলে পৃথিবীর গড় উষ্ণতা কত হত?
উত্তর: গ্রীন হাউজ গ্যাস না থাকলে পৃথিবীর গড় উষ্ণতা হত -২৩ ডিগ্রি সেলসিয়াস।( মাইনাস 23 ডিগ্রি সেলসিয়াস)



11. বায়ুমন্ডলের কোন স্তরে জেট প্লেন ও বায়ু জাহাজ চলাচল করে?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ার এ জেট প্লেন চলাচল করে।
12. পরমশূন্য উষ্ণতার কেলভিন এককে মান কত?
উত্তর: কেলভিন এককে পরমশূন্য উষ্ণতার মান ০ কেলভিন।
13. ০ ডিগ্রী সেলসিয়াস ও ০ কেলভিন এর মধ্যে কোনটি বেশি?
উত্তর: ০ ডিগ্রি সেলসিয়াস ।
14. চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখ।
উত্তর: চার্লসের সূত্রের গাণিতিক রূপ হল V€T
15. আদর্শ গ্যাস সমীকরণ টি লেখ।
উত্তর: PV=nRT
16. চার্লসের সূত্রের V বনাম T টি তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করবে?
উত্তর: -২৭৩ ডিগ্রি সেলসিয়াস

17.কোন পরিস্থিতিতে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মত আচরণ করে?
উত্তর: অতি নিম্নচাপ ও অতি উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে।
18. পরমশূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? ব্যাখ্যা করো।
উত্তর: চার্লসের সূত্র অনুযায়ী পরমশূন্য উষ্ণতায় অর্থাৎ শূন্য কেলভিন উষ্ণতায় যে কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে।কিন্তু -273 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর অনেক আগেই যেকোনো বাস্তব গ্যাস তরলে অথবা জমাট বেঁধে কঠিনে পরিণত হয়। এছাড়া আয়তন বিহিত গ্যাসের অস্তিত্ব অনেকটা অবাস্তব ও বটে। তাই বাস্তবে কোন গ্যাসকে শূন্য আয়তনে পরিণত করা সম্ভব নয়।
19. PV=nRT সমীকরণে R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে?
উত্তর: 1 গ্রাম অনু পরিমাণ যে কোন গ্যাসের ক্ষেত্রে R এর মান সমান হয়। কারণ 1 গ্রাম অনু পরিমাণ যে কোন গ্যাস সমোষ্ণ চাপে সমান পরিমাণ আয়তন অধিকার করে।
20. গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি?
উত্তর: আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ।



21. 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন এর মধ্য দিয়ে স্টিম চালনা করলে STP তে কত উত্তর: আয়তনের হাইড্রোজেন পাওয়া যাবে?(Fe=56 , O=16 )
22. চার গ্রাম সোডিয়াম পার অক্সাইড কে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক এসিড প্রয়োজন?
23. কোন পদার্থে ব্যতিক্রান্ত প্রসারণ লক্ষ করা যায়?
উত্তর: জল ।
24. তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখ।
উত্তর: MLT-3K-1
25. দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের মাত্রা লেখ।
উত্তর: K-1
26. জলের ব্যতিক্রান্ত প্রসার কাকে বলে?
উত্তর: সাধারণত উষ্ণতা বাড়লে তরলের আয়তন বাড়ে এবং উষ্ণতা করলে আয়তন কমে।কিন্তু পরীক্ষা করে দেখা গেছে জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কমতে থাকে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন সবচেয়ে কম হয়। আবার 4° সেলসিয়াস এর উপর আরো উষ্ণতা বাড়লে আবার আয়তন বাড়তে থাকে। জলের এইরকম প্রসারণ কে ব্যতিক্রান্ত প্রসার বলে।
27. কোন উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম হয়?
উত্তর: 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন।
28. প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে?
উত্তর: বায়ুমণ্ডলের ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কারণ এটি সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি শোষণ করে নেয়।

#Madhyamik #Physical #science #Suggession #2021