🚩 ADI YOGI : ভ্রমণ বৃত্তান্ত 🚩 25.12.2022
112 ফুট sculpture, যেই ছবি খুব আজকাল খুব দেখা যায়, পাহাড়ে ঘেরা সেই জায়গা যেখানে রয়েছে সুবিশাল শিব-মূর্তি l হ্যাঁ ঠিক সেখানেই গত পরশু (25-12-22) মানে বড় দিনে ঘুরে এলাম, দেখে এলাম Isha Yoga Center l একটা আলাদা রকমের শান্ত সৌম্য ব্যাপার অনুভব করা যায় Adi Yogi এর এই মূর্তি দেখে l আজকের গল্প সেই ভ্ৰমণ বৃত্তান্ত আর আমাদের ভালোলাগার অনুভূতি নিয়েই l


🌟 Isha?
Isha কথাটির অর্থ, " formless primordial source of creation "
Sadguru কর্তৃক Isha Foundation তৈরী করে এই যোগা সেন্টারটি l
শিব শম্ভু হলেন তিনি, যাকে the first teacher of Yogic tradition মনে করা হয় l 112 ফুট বিশ্ব বিখ্যাত এই স্ট্যাচুটি 112 টি উপায়ে মানবজাতির কল্যাণ এর কোথায় প্রকাশ করে l

⁉আকর্ষণ?
🚩 ধ্যানলিঙ্গ ( যোগা এর ধারণা না থাকলেও একটু সময় যদি এখানে বসেন, একটা আলাদা অনুভূতি হয় ) প্রত্যেক দিন দর্শন করা যায় 6am -8pm
এখানে 👇
1. Aumkar Meditation - প্রতিদিন 12.30pm- 1pm.
2. Nada Aradhana - দিনে দু'বার 11.50am - 12.10pm আর 5.50pm - 6.10pm
3. অমাবস্যা আর পূর্ণিমা - Personal Offerings: Milk 6am - 1pm & Water : 1pm - 8pm
4. Pancha Bhuta Aradhana - শিব রাত্রির দিন 5.40pm - 6.10pm

🚩 তীর্থ-কুন্ড
প্রত্যেক দিন দর্শন করা যায় 7.30am - 7.30pm
1. সূর্য-কুন্ড (পুরুষদের জন্য )
2. চন্দ্র-কুন্ড (মহিলাদের জন্য )
মানুষের বিশ্বাস এই জলে স্নান করলে শারীরিক বা মানসিক শক্তি বৃদ্ধি পায়, নিজেকে সতেজ অনুভব হয় l কাউন্টার এ আপনার যাবতীয় জিনিসপত্র রেখে তীর্থ কুন্ডে যেতে পারেন, বিনে পয়সায় সুব্যবস্থা রয়েছে এখানে l

🚩 লিঙ্গ ভৈরবী
শক্তিশালী মাতৃ দেবী লিঙ্গ ভৈরবীর চূড়ান্ত প্রকাশ, মানুষের শরীর মন সুস্থ রাখার উৎস l

দর্শন এর সময় 6.30am - 1pm & 4pm - 8pm

🚩 Isha Rejuvenation Center
8am - 6pm

🚩 Shoppe
আপনি কিছু souvenir মানে adi yogi এর মূর্তি আনতে চাইলে, ভেতর থেকে কিনতে পারেন l

এছাড়া ভেতরে ছোট ছোট অনেক eateries রয়েছে, পানীয় জল এর ও সুব্যবস্থা রয়েছে l

📍 কোথায়?
Isha Foundation বা Isha Yoga Center, Velliangiri পাহাড়ের পাদদেশে, কোয়েম্বাটুর শহর থেকে 30-35কিমি দূরত্বে অবস্থিত l

✈🚍 কি করে যাবেন? ব্যাঙ্গালোর থেকে রাত 8.15 এর Yesvantpur Kannur exp ধরলে পরদিন ভোর 3.30am এ পৌঁছে যাবেন কোয়েম্বাটুর l ঐ ধরুন 7 ঘন্টার মতো সময় লাগে l
চেন্নাই থেকেও ট্রেন রয়েছে, বাস রয়েছে যাতে সময় লাগবে প্রায় 8-9ঘন্টা l
এছাড়া কোয়েম্বাটুর এয়ারপোর্ট আসতে পারেন চেন্নাই বা ব্যাঙ্গালোর থেকে l
কলকাতা থেকে কোয়েম্বাটুর এর ট্রেন রয়েছে, ooty ঘুরতে এলে এটা easily ঘুরে নিতেই পারেন l

🚖🚙🏍️ কোয়েম্বাটুর থেকে ADI YOGI?
কোয়েম্বাটুর স্টেশন থেকে গান্ধীপুরাম বাস স্ট্যান্ড প্রায় 2কিমি, গান্ধীপুরাম থেকে 14D বাস সোজা যায় Isha ফাউন্ডেশন অব্দি l এছাড়া ট্যাক্সি ভাড়া করতে পারেন up -down 2hrs ওয়েটিং চার্জ সব মিলিয়ে 1600-1700-/- মতো, অটো তে 1200-1500/-, দূরত্ব ঐ 32কিমি l

✍✍
সেই দিনটা ছিল আমাদের কাছে অন্য রকম করে বড়দিন, বিশাল এই অনন্য শিব মূর্তি দেখে যে মানসিক প্রশান্তি অনুভব করেছিলাম, যাওয়ার আগে সেটা ধারণাও করতে পারি নি l একটা বিশেষ দিন, সত্যিই বড় দিন কাটালাম আমরা, পুরো দিনটা যতটা পেরেছি ভিডিওবন্দি করে এনেছি, আপনাদের সাথে শেয়ার করবো বলে, দেখবেন 🙏🏼