Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionপরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] Emptyপরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory]

more_horiz
পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory]:-

পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] Maxresdefault

1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডালটন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন । এই তত্ত্বটি ডালটনের পরমাণুবাদ [Dalton's Atomic Theory] নামে খ্যাত । পরমাণুবাদের মূল কথাগুলি হল :

(১) সব পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত । পদার্থের এই ক্ষুদ্রতম কণার নাম পরমাণু [atom] ।

(২) পরমাণুগুলিকে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা ভাঙ্গা যায় না, সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না । পরমাণু অবিনশ্বর ও অবিভাজ্য ।

(৩) একই মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজনে ও ধর্মে অভিন্ন ।

(৪) বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজনে ও ধর্মে ভিন্ন ।

(৫) বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগিক পদার্থ উত্পন্ন করে । যেমন — 1 : 1, 1 : 2, 2 : 3 ইত্যাদি ।

(৬) একই মৌলিক পদার্থের পরমাণুগুলি এক বা একের অধিক অনুপাতে যুক্ত হয়ে একাধিক যৌগিক পদার্থ উত্পন্ন করে । যেমন — NO, NO2, H2O, H2O2 ..... ইত্যাদি ।



► পরমাণুর গঠন [Structure of Atom] :- পদার্থের পরমাণু সাধারণত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি মূল কণা নিয়ে গঠিত । কেবলমাত্র সাধারণ হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রন নেই । প্রত্যেক পরমাণু দুটি অংশে বিভক্ত । যথা —

(i) ধনাত্মক তড়িৎযুক্ত পরমাণু-কেন্দ্রক বা পরমাণুর নিউক্লিয়াস [nucleus]

(ii) নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন-মহল [extra nuclear electrons] ।



[i] ধনাত্মক তড়িৎযুক্ত পরমাণু-কেন্দ্রক বা পরমাণুর নিউক্লিয়াস:-
বিজ্ঞানী রাদারফোর্ড সোনার পাতে আলফা কণার [α -কণা] বিক্ষেপ পরীক্ষা করে প্রথম নিউক্লিয়াসের ধারণা করেন । পরীক্ষা লব্ধ ফল বিশ্লেষণ করে রাদারফোর্ড সিদ্ধান্ত করেন যে —পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র স্থানে পরমাণুর প্রায় সমগ্র ভর এবং ধনাত্মক আধান সঞ্চিত থাকে । পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত, ভারী ও অতি ক্ষুদ্র অংশটির নাম পরমাণু-কেন্দ্রক বা নিউক্লিয়াস ।

পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] Atom-554x368

[ii] নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল:- তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান সংখ্যায় থাকে । ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশে বিভিন্ন কক্ষে বিন্যস্ত থাকে । ইলেকট্রনের এই বিন্যাসকে ইলেকট্রন-মহল বলে ।

***




Tags Structure of Atom Atom Dalton's Atomic Theory
### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত।
নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Physical Science
#Madhyamik #2020 #Physical-Science #Suggestions
#পদার্থ-বিজ্ঞান-ও-রসায়ন #মাধ্যমিক

descriptionপরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] Emptyনিউক্লিয়াসের গঠন [Structure of Nucleus] ও নিউক্লীয় বল

more_horiz
নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল


► নিউক্লিয়াসের গঠন [Structure of Nucleus]:-

[i] সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই ছোটো । পরমাণুকে একটি গোলক কল্পনা করলে এর ব্যাসার্ধ প্রায় 10-10 মিটার, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10-14; অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধের প্রায় 1/1000.00 ভাগ ।

[ii] নিউট্রন কণা আবিষ্কারের পর জানা যায় যে, পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত । নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না ।

[iii] নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই ।

[iv] নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন [nucleon] বলা হয় ।

[v] প্রোটন ও নিউট্রনের মোট ভর হল ওই নিউক্লিয়াসের ভর । আবার ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় নগন্য হওয়ায় নিউক্লিয়াসের ভরই প্রকৃতপক্ষে সমগ্র পরমাণুটির ভরের সমান ।

[vi] নিউক্লিয়াসের ভর সামান্য হলেও এর আয়তন খুব ছোটো হওয়ায় নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি ।

[vii] নিউক্লিয়াসের প্রোটনগুলির মোট ধনাত্মক আধানই হল নিউক্লিয়াসের আধান ।

[viii] নিউক্লিয়াস হল পরমাণুর সবচেয়ে সুস্থিত [stable] অংশ ।



► নিউক্লীয় বল [Nuclear force]:- পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি দৃঢ়ভাবে জোটবদ্ধ অবস্থায় থাকে । কিন্তু সমজাতীয় ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলি পরস্পর বিকর্ষিত না হয়ে এক জায়গায় রয়েছে । এটা ব্যাখ্যা করতে ধরা হয় যে, নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক রূপান্তর ঘটছে । এই রুপান্তরের ফলে তাদের মধ্যে স্বল্পপাল্লার (দুরত্ব = 10-12 সেমি. প্রায়) বিশেষ এক তীব্র আকর্ষণ জনিত বলের উদ্ভব হয় । এই আকর্ষণ বলের নাম নিউক্লীয় বল । এই আকর্ষণ বলের প্রভাবেই সমধর্মী প্রোটন কণা এবং নিস্তড়িৎ নিউট্রন কণা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে জোট বেঁধে থাকতে পারে এবং নিউক্লিয়াস স্থায়ী এবং সুস্থিত হয় ।



• নিউক্লীয় বলের প্রকৃতি:- 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী য়ুকাওয়া [Yukawa] নিউক্লীয় বলের প্রকৃতি নির্ধারণে মেসন তত্ত্বের [Meson theory] উদ্ভাবন করেন । এই তত্ত্ব অনুসারে, প্রোটন ও নিউট্রনের নিজ নিজ সত্বা স্থায়ী নয় । নিউক্লিয়াসের ভিতরে প্রোটন-নিউট্রনের মধ্যে আধানযুক্ত মেসন কণার [π+ ও π-] ভর ইলেকট্রনের ভরের 273 গুণ, পারস্পরিক আদান-প্রদানের ফলে সর্বদা নিউট্রন → প্রোটনে এবং প্রোটন → নিউট্রনে রুপান্তরিত হয় (নিউট্রন → প্রোটন + π- এবং প্রোটন → নিউট্রন + π+) এবং এর ফলে উদ্ভুত তীব্র আকর্ষণ বলের প্রভাবে প্রোটন ও নিউট্রন একজোটে আবদ্ধ থাকে । আবার প্রোটন → প্রোটনকে কিংবা নিউট্রন → নিউট্রনকে আবদ্ধ করার জন্য দায়ী নিস্তড়িৎ মেসন কণার [πo] বিনিময় (প্রোটন → প্রোটন + πo এবং নিউট্রন → নিউট্রন + πo) । 1943 খ্রিস্টাব্দে পরীক্ষায় এইসব মেসন কণার অস্তিত্ব স্বীকৃত হয়েছে ।



► ভর, আধান, ব্যাসার্ধ এবং অবস্থানের পরিপেক্ষিতে পরমাণুর মূল তিনটি কণার মধ্যে তুলনা:-

কণার নাম ও চিহ্ন ----  ভর(গ্রাম) ----   আধানের প্রকৃতি ----    আধানের পরিমাণ  ----  ব্যাসার্ধ (সেমি.)  ----   অবস্থান

> ইলেকট্রন (e বা 1e0) ---- 9.11 x 10-28 ---- ঋণাত্মক আধানযুক্ত ---- 4.8 x 10-10 e.s.u. বা 1.602 x 10-19 কুলম্ব ---- 2.8 x 10-13 ---- নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে

> প্রোটন (p বা 1H1) ---- 1.6725 x 10-24 ---- ধনাত্মক আধানযুক্ত ---- 4.8 x 10-10 e.s.u. বা 1.602 x 10-19 কুলম্ব ---- 1.2 x 10-13 ---- পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে

> নিউট্রন (n বা 0n1) ---- 1.675 x 10-24 ---- নিস্তড়িৎ  0 (শুন্য) ---- 1.2 x 10-13 ---- পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে



Tags    Structure of Nucleus Nuclear force nucleon

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত।
নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN  Physical Science
#Madhyamik #2020 #Physical-Science #Suggestions
#পদার্থ-বিজ্ঞান-ও-রসায়ন #মাধ্যমিক

descriptionপরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] Emptyসৌর জগৎ ও পরমাণুর গঠন Planetary Model of Atom

more_horiz
সৌর জগৎ ও পরমাণুর গঠন


►সৌর জগৎ ও পরমাণুর গঠন — সাদৃশ্য ও বৈসাদৃশ্য [Planetary Model of Atom —Similarities and Dissimilarities with Solar System]:-

লর্ড রাদারফোর্ডের কল্পনা অনুযায়ী পরমাণুর গঠন অনেকটা সৌরজগতের মতো ।

পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] Images?q=tbn:ANd9GcTBiqvm5GUV4eckWAJtvABfDrnL9Qjj7EPvRsuDh_dE_84enMr5

• সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য [Similarities]:-
সৌরজগত -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- পরমাণু
[i] সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ বিভিন্ন কক্ষ পথে আবর্তন করে । ----------- [i] পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে ।
[ii] সৌরজগতে পরমাণুর মতোই বেশির ভাগ স্থানই ফাঁকা ।    --------------------------------- ---------------------------------[ii] পরমাণুতে সৌরজগতের মতোই বেশির ভাগ স্থানই ফাঁকা ।    
[iii] সৌরজগতে যে-কোনো গ্রহের ভরের তুলনায় সূর্যের ভর অনেকগুণ বেশি ।   -----------    ---------------------------------[iii] পরমাণুতে ইলেকট্রনের ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর বহুগুণ বেশি ।    
[iv] সৌরজগতে গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার, সূর্য থাকে ওই উপবৃত্তের ফোকাসে ।----------- ----------------------[iv] পরমাণুতে ইলেকট্রনগুলির কক্ষপথ উপবৃত্তাকার (বিশেষ ক্ষেত্রে বৃত্তাকার), নিউক্লিয়াস থাকে উপবৃত্তের ফোকাসে (বা বৃত্তের কেন্দ্রে)।
[v] সৌরজগতে সূর্যের চারিদিকে পরিক্রমণ করার সময় গ্রহগুলি নিজ নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে । -----------[v] পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিন করার সময় ইলেকট্রনগুলিও নিজ নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে ।



• সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের বৈসাদৃশ্য [Dissimilitaries]:-
সৌরজগত ------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------পরমাণু
[i] সৌরজগতে গ্রহ ও সূর্যের মধ্যে এবং গ্রহগুলির নিজেদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল ক্রিয়া করে । -----------[i] পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ আকর্ষণ বল এবং ইলেকট্রনগুলির নিজেদের মধ্যে তড়িৎ-বিকর্ষণ বল ক্রিয়া করে ।    
[ii] সূর্য ও গ্রহগুলি সাধারণভাবে আধানযুক্ত নয় । ---------------------------------  -----------[ii] নিউক্লিয়াস ও ইলেকট্রন যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত ।    
[iii] সৌরজগতের গ্রহগুলির আয়তন ও ভর ভিন্ন ভিন্ন । ---------------------------------  -----------[iii] পরমাণুর প্রতিটি ইলেকট্রনের আয়তন ও ভর একই ।    
[iv] সৌরজগতে যে-কোনো কক্ষে একটিমাত্র গ্রহ থাকে । ---------------------------------[iv] পরমাণুতে যে-কোনো কক্ষে একাধিক ইলেকট্রন থাকে বা থাকতে পারে ।    
[v] সৌরজগতে বুধ ও শুক্র ছাড়া বাকি গ্রহদের এক বা একাধিক উপগ্রহ রয়েছে ।  ----------- -----------[v] পরমাণুতে ইলেকট্রনের কোনো উপ-ইলেকট্রন নেই ।    
[vi] সৌরজগতে এক কক্ষ থেকে অন্য কক্ষে গ্রহকে সরানো যায় না ।----------- -----------[vi] পরমাণুতে ইলেকট্রনকে এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানো যায় ।    

[vii] সৌরজগতের গ্রহগুলির কক্ষপথ মোটামুটি একই তলে থাকে ।  ----------------------[vii] পরমাণুতে ইলেকট্রনগুলির কক্ষপথ বিভিন্ন তলে থাকে ।


Tags     Planetary Model of Atom

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত।
নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN  Physical Science
#Madhyamik #2020 #Physical-Science #Suggestions
#পদার্থ-বিজ্ঞান-ও-রসায়ন #মাধ্যমিক

descriptionপরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] EmptyRe: পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory]

more_horiz
K, L, M, N কক্ষে ইলেক্ট্রনের বন্টন
পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] 6867

► K, L, M, N কক্ষে ইলেক্ট্রনের বন্টন [Distribution of Electrons in K, L, M, N shell]:-

[1] ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্যস্থানে সমকেন্দ্রিক কিন্তু বিভিন্ন তলে অবস্থিত ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে তীব্রবেগে আবর্তন করে । উপবৃত্তের যে-কোনো একটি ফোকাসে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস অবস্থান করে ।



[2] ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে মোট 7টি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে পারে । এই কক্ষপথগুলিকে মুখ্য শক্তিস্তর [Energy levels] বা কোয়ান্টাম স্তর [Quantum shells] বলে । কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করে না, এদের গড় শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে । কোয়ান্টাম স্তরকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যা (n) বলে । n -এর মান ইলেকট্রন কক্ষের শক্তিস্তর নির্দেশ করে । নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দুরত্ব অনুসারে এই কক্ষপথগুলিকে যথাক্রমে K(n = 1), L(n = 2), M(n = 3), N(n = 4), O(n = 5), P(n = 6) এবং Q(n = 7) কক্ষপথ বলা হয় ।



[3] প্রত্যেক কক্ষে সর্বাধিক যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেই সংখ্যা নির্দিষ্ট । এই সংখ্যাটি হল 2 x n2, যেখানে n হল মুখ্য কোয়ান্টাম সংখ্যা । n = 1, 2, 3, 4 .... ইত্যাদি । এই নিয়ম অনুযায়ী K কক্ষে 2টি, L কক্ষে 8টি, M কক্ষে 18টি, N কক্ষে 32টি সর্বাধিক সংখ্যক ইলেকট্রন থাকতে পারে ।



[4] কক্ষপথের ক্রমিক সংখ্যা যাই হোক না কেন কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে বা মুখ্য শক্তিস্তরে কখনো 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না ।



[5] যেসব মৌলের পরমাণুর বাইরের কক্ষে 8টি ইলেকট্রন (ব্যতিক্রম : হিলিয়ামের ক্ষেত্রে 2টি) থাকে, সেই পরমাণুগুলি খুব সুস্থিত হয় । এই মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে । যেমন — নিয়ন, আর্গন, জেনন ইত্যাদি । এই মৌলগুলি সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে না ।

***





Tags Quantum shells

descriptionপরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory] EmptyRe: পরমাণুর ধারণা এবং ডালটনের পরমাণুবাদ [Concept of Atom and Dalton's Atomic Theory]

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum