Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-006

Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-006 Dna-nitrogenous-bases

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 006

(৫১) পুষ্টির একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো -
(a) ক্যালসিয়াম (Ca ) (b) ম্যাগনেসিয়াম (Mg )
(c) পটাশিয়াম ( K ) (d) লৌহ ( Fe )

(৫২) কোন্‌টি DNA-এর ক্ষার নয় ?
(a) অ্যাডিনিন (b) গুয়ানিন
(c) সাইটোসিন (d) ইউরাসিল

(৫৩) একটি নিস্ক্রিয় অঙ্গ হলো-
(a) গ্রন্থিকান্ড (b) পুংকেশর
(c) শল্কপত্র (d) চোষকমূল

(৫৪) ডিম্বাশয়ের পীত গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন কোন্‌টি ?
(a) টেস্টোস্টেরন (b) প্রোজেস্টেরন
(c) ইস্ট্রোজেন (d) গোনাডোট্রফিক হরমোন

(৫৫) একটি সাধারণ বা প্রাকৃতিক ভৌত জীবানু-নাশক হলো-
(a) সূর্যালোক (b) শব্দ
(c) বিদ্যুৎ (d) সাবান

(৫৬) একটি প্রোটোজোয়ার উদাহরণ হলো-
(a) এককোশী ইস্ট (b) ব্যাকটেরিয়া
(c) প্লাসমোডিয়াম (d) ভাইরাস

(৫৭) একটি ভাইরাস ঘটিত রোগ হলো -
(a) হেপাটাইটিস (b) ম্যালেরিয়া
(c) টিটেনাস (d) টাইফয়েড

(৫৮) সরীসৃপ ও পক্ষীর মধ্যের একটি ' মিসিং লিঙ্ক' হলো -
(a) পেরিপেটাস (b) ডিপ্লোভার্টিন
(c) সেম্যুরিয়া (d) আর্কিওপ্‌টেরিক্স

(৫৯) নাইট্রোজেন বিহীন একটি ফাইটোহরমোন হলো -
(a) অক্সিন (b) জিব্বেরেলিন
(c) সাইটোকাইনিন (d) ইথিলিন

(৬০) কোন্‌টি প্রাথমিক স্বাদ নয় ?
(a) টক (b) মিষ্টি
(c) ঝাল (d) তিক্ত

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ