Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-004

 Madhyamik LIFE SCIENCE: Multiple Choice Sample Test-004 Evolucion-del-caballo-1

Multiple Choice Preparation Test
LIFE SCIENCE
Test No. 004

(৩১) যে দশায় কোশচক্রটি থেমে যায়, সেটি হলো-
(a) G0 -দশা (b) G1 -দশা
(c) S - দশা (d) G2 - দশা

(৩২) ঘোড়ার বিবর্তনের ইতিহাস অনুসরণ করে শেষ পর্যন্ত যাওয়া যায়-
(a) প্লায়োসিন যুগে (b) মায়োসিন যুগে
(c) ইয়োসিন যুগে (d) অলিগোসিন যুগে

(৩৩) বায়ুমন্ডলের নীচের স্তরটি হলো-
(a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) ট্রপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার (d) থার্মোস্ফিয়ার

(৩৪) কোন্‌ গ্রন্থিটির রসে কোনো পরিপাককারী উৎসেচক থাকেনা ?
(a) যকৃত (b) অগ্ন্যাশয়
(c) লালাগ্রন্থি (d) ক্ষূদ্রান্তের গ্রন্থি

(৩৫) একটি মিশ্রস্নায়ূ হলো-
(a) অলফ্যাক্‌টরি স্নায়ূ (b) অপ্‌টিক স্নায়ূ
(c) ভেগাস স্নায়ূ (d) অডিটরি স্নায়ূ

(৩৬) সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নীচের কোন্‌ বিবৃতিটি সঠিক?
(a) শুক্রাণুতে (n) এবং ডিম্বানুতে (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে।
(b) ডিম্বানুতে (n) এবং সস্য নিউক্লিয়াসে (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে।
(c) সস্য নিউক্লিয়াসে (2n) এবং ণির্ণিত নিউক্লিয়াসে (3n) সংখ্যক ক্রোমোজোম থাকে।
(d) সস্য নিউক্লিয়াসে (3n) এবং ণির্ণিত নিউক্লিয়াসে (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে।

(৩৭) নেফ্রনের কোথায় পরিশ্রুত তরলের পুণঃশোষণ ঘটে ?
(a) গ্লোমেরিউলাসে (b) ব্যাওমান ক্যাপস্যুলে
(c) হেনলীর লূপে (d) সংগ্রাহী নালিকায়

(৩৮) কিউটিকল্‌ নির্মিত ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়-
(a) অ্যামিবা (b) কেঁচো
(c) হাইড্রা (d) স্পঞ্জ

(৩৯) ক্ষুদ্রান্তের একটি উৎসেচক হলো
(a) টায়ালিন (b) পেপ্‌সিন
(c) ট্রিপ্‌সিন (d) ইরিপ্‌সিন

(৪০) N2 -চক্রে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ হলো-
(a) পরিবেশের মুক্ত N2 কে মাটিতে নাইট্রেট লবণরূপে আবদ্ধ করা।
(b) মাটির নাইট্রেট লবণকে উদ্ভিদের দেহে আত্তীকরণে সাহায্য করা।
(c) অ্যামোনিয়াকে মাটির নাইট্রেট লবণে পরিণত করা।
(d) মাটির নাইট্রেট লবণ থেকে বাতাসে N2 মুক্ত করা।

### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN Life SCIENCE MCQ
#Madhyamik #2020 #LIFE #SCIENCE #Suggestions
Tags Life Science madhyamik exam life science preparation MCQ Question multiple choice question life science MCQ