Radhakanta temple.
Mandal temple lane.
4.8.2019 রবিবার

খুদ কোলকাতার মধ্যে পুরোনো দিনের (প্রায় দুই থেকে তিনশো বছরের) মন্দিরের ছবি দেখতে পেয়ে বেরিয়ে পরলাম খুঁজতে ছবি তোলার নেশায়। অবশ্য আমি কোনো ফটোগ্রাফি না আমার ছবি তোলার নেশাটা প্রিয় গ্রুপ থেকেই টেনিং নেওয়া (দেখে শেখাটাই আমার অভ্যাস)। যাই হোক মন্দির খুঁজতে খুঁজতে চললাম রাসবিহারী থেকে হাঁটা পথে আলিপুর ব্রিজের দিকে। যে রাস্তা টালিগঞ্জ ফাঁড়ি থেকে সোজা নিউআলিপুরের দিকে যাচ্ছে (চেতলা রোড)।সেই ব্রিজ থেকে নেমে তিন মিনিট হাঁটার পর নিউআলিপুর বটতলা বাস স্টপেজ পৌঁছলাম তখন ঘড়িতে সময় তিনটা। সেইখানে দেখলাম একটা নির্দেশের সাইনবোর্ড দেওয়া আছে।লেখা আছে অমর্ত্য সেন তার নিচে মন্ডল টেম্পল লেন। সেখানে একটি দোকানে জিজ্ঞাসা করলাম এই মন্ডল টেম্পল কোন দিকে। দোকানদার ভাই খুব সুন্দর ভাবে আমাকে দেখিয়ে দিল তারপর আমি হাঁটতে থাকলাম এবং দুই মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছলাম.........

সেখানে মণ্ডল পরিবারের একজন নাম রমানাথ মন্ডল। তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। মন্দিরটির কাজ শুরু হয় 1796 খ্রিস্টাব্দে এবং খোলা হয় 1807 খ্রিস্টাব্দে পৌষ সংক্রান্তির দিনে।