Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


description পরীক্ষার ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর-ইতিহাস সেট-১ History MCQ SET 1 Empty পরীক্ষার ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর-ইতিহাস সেট-১ History MCQ SET 1

more_horiz
রেলের গ্রুপ ডি পরীক্ষার ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর-ইতিহাস সেট-১


রেলের গ্রুপ ডি পরীক্ষার ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর। এই সেটে শুধুমাত্র ইতিহাসের প্রশ্ন দেওয়া হল। প্রস্তর যুগ থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ পর্যন্ত সময়কাল থেকে প্রশ্ন করা হয়েছে। ইতিহাসের দ্বিতীয় সেটে আধুনিক ভারত থেকে প্রশ্ন করা হবে।



1. মানুষ খাদ্য সংগ্রহ করা থেকে খাদ্য উৎপাদন করার পদ্ধতি আবিস্কার করে a) পুরাতন প্রস্তর যুগে b) মধ্যপ্রস্তর যুগে c) নব্যপ্রস্তর যুগে d) বৈদিক যুগে
2. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ? a) সিন্ধু b) রাভী c) শতদ্রু d) চেনাব

3. হরপ্পার অধিবাসীদের সম্ভবত কারা শাসন করত ? a) যাজক সম্প্রদায় b) ক্ষত্রিয়গণ c) বণিক সম্প্রদায় d) ব্রাক্ষ্মণরা
4. সিন্ধুসভ্যতার কোন কেন্দ্রটিতে নৃত্যরতা নারী মুর্তি পাওয়া গেছে ? a) হরপ্পা b) মহেঞ্জোদাড়ো c) লোথাল d)কালিবঙ্গান
5. ঋকবেদে কোন দেবতাকে সবচেয়ে বেশী শ্লোক উৎসর্গ করা হয়েছে ? a) ইন্দ্র b) বরুন c) পশুপতি d) বিষ্ণু
6. সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না ? a) ঘোরা b) গরু c) হাতি d) মহিষ
7. আর্যরা ভারতে আসে কখন ? a)খ্রীঃপূঃ১৫০০ অব্দে b) খ্রীঃপূঃ১৭০০ অব্দে c) খ্রীঃপূঃ২০০০ অব্দে d) খ্রীঃপূঃ১১০০ অব্দে
8. নব্য প্রস্তর যুগে মানুষের উৎপাদিত প্রথম শষ্য কি ? a) গম b) ধান c) তৈলবীজ d) ডাল
9. পশুপতি শিলমোহরে কোন প্রাণীর উল্লেখ নেই ? a)হাতি b) বাঘ c) হরিণ d) সিংহ
10. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ? a) তক্ষশীলা b) নালন্দা c) সোমপুরি d) বিক্রমশীলা
11. ভারতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? a) মামুদ b) কুতুবুদ্দীন আইবক c) ইলতুৎমিস d) মহম্মদ ঘুরী
12. শিখ গুরু তেগবাহাদুরকে কে মৃত্যুদন্ড দে
ন ? a) ঔরঙ্গজেব b) জাহাঙ্গীর c) শাজাহান d) আকবর
13. প্রথম স্বাধীন পেশোয়া কে ছিলেন? a) বালাজী বাজীরাও b) প্রথম বাজীরাও c) বালাজী বিশ্বনাথ d) মাধব রাও
14. হিমু কার সেনাপতি ছিলেন? a) শেরশাহ b) জামান শাহ c) নাদির শাহ d) আদিল শাহ
15. ইংরেজরা ভারতে প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? a) মাদ্রাজ b) সুতানুটি c) সুরাট d) মুসলিপত্তনম
16. ‘জাফরনামা’ কার রচনা? a) বদাউনি b) ফিরদৌসি c) উতবী d) গোবিন্দ সিং
17. ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? a) লর্ড ক্লাইভ b) ওয়ারেন হেস্টিংস c) লর্ড কর্নওয়ালিস d) লর্ড বেন্টিক
18. জিজিয়া কে প্রবর্তন করেন? a) ইলতুৎমিস b) আলাউদ্দীন খলজী c) ফিরোজ তুঘলক d) আকবর
19. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্ণর কে ছিলেন ? a) ক্লাইভ b) কার্টিয়ার c) ভ্যান্সিস্টার্ট d) হেস্টিংস
20. কোন রাজপুত রাজ্যটি প্রথম আকবরের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়? a) মেবার b) অম্বর c) চিতোর d) গ্বোয়ালিয়র
21. খাজুরাহের মন্দিরগুলি কাদের নির্মাণ ? a) পল্লব b) চেদী c) চান্দেল্লা d) রাষ্ট্রকূট
22. দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? a) জলন্ধর b) বৈশালী c) রাজগীর d) পাটলিপুত্র
23. ফা হিয়েন কার সভায় এসেছিলেনকে ? a) কনিষ্ক b) হর্ষবর্ধন c) চন্দ্রগুপ্ত মৌর্য d) এদের কেউ নয়
24. কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল ? a) ২৩২ BC b) ৩২৭ BC c) ২৬০ BC d) ৩২৩ BC
25. নানঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে ? a) দ্বিতীয় পুলকেশী b) ষষ্ঠ বিক্রমাদিত্য c) প্রথম সাতকর্ণী d) প্রথম পুলকেশী
26. কণিষ্কের সভাকবি কে ছিলেন ? a) বাসুদেব b) হরিষেন c) অশ্বঘোষ d) রবিকীর্তি
27. মেগাস্থিনিস কার দূত ছিলেন ? a) চন্দ্রগুপ্ত মৌর্য b) আলেকজান্ডার c) সেলুকাস d) সমুদ্রগুপ্ত
28. সিংহাসনে আরোহনের কতবছর পর অশোকের রাজ্যাভিষেক হয় ? a) দুই b) চার c) ছয় d) আট
29. ভারতে প্রথম রাজার নামাঙ্কিত মুদ্রার প্রচলন করে কারা ? a) আর্যরা b) মৌর্যরা c) কুষাণরা d) ব্যাক্ট্রিয় গ্রীকরা
30. ‘সকলোত্তরপথস্বামী’ কার উপাধি ছিল ? a) হর্ষবর্ধন b) সমুদ্রগুপ্ত c) ধর্মপাল d) কনিষ্ক
31. ‘স্বপ্নবাসবদত্তা’ কার লেখা ? a) কালিদাস b) ভাস c) শুদ্রক d)কহ্লন
32. গুপ্তযুগের স্বর্ণমুদ্রার নাম কি ছিল ? a) নিষ্ক b) কাসু c) মোহর d) দিনার
33. পুরাণে কাকে ‘দ্বিতীয় পরশুরাম’ বলা হয়েছে ? a) মহাপদ্ম নন্দ b) চন্দ্রগুপ্ত মৌর্য c) কনিষ্ক d) দ্বিতীয় পুলকেশী
34. ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ? a)চোল b) চালুক্য c) চান্দেল্লা d) রাষ্ট্রকূট
35. কৈলাসনাথের মন্দির ও এলিফ্যান্টা গুহা কোন রাজাদের ? a) চালুক্য b) চোল c) রাষ্ট্রকূট d) চান্দেল্লা
36. গান্ধার স্কুল অফ আর্ট তাদের উন্নতির চরম সীমায় পৌছায় কোন যুগে? a) কুষান দের সময় b) মৌর্য দের সময় c) গুপ্ত দের সময় d) পাল দের সময়
37. “পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি” লেখা হয়-কোন সময়? a) খ্রীষ্টীয় প্রথম শতকে b) খ্রীষ্টপূর্ব প্রথম শতকে c) দ্বিতীয় শতকে d) চতুর্থ শতকে
38. সাঁচির স্তুপগুলো কোন সময়ে তৈরি ? a) মৌর্য যুগে b) গুপ্ত যুগে c) কুষান যুগে d) পাল যুগে
39. শ্রীনগর শহরের পত্তন করেন কে ? a) অশোক b) কনিষ্ক c) হর্ষবর্ধন d) আলেকজান্ডার
40. ধীমান ও বীতপাল কোন যুগের শিল্পী ছিলেন ? a) পাল যুগ b) সেন যুগ c)গুপ্ত যুগ d) কুষান যুগ
41. লর্ড ডালহৌসির সময়ে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়, কত সালে ? a) ১৮৫৬ b) ১৮৫৭ c) ১৮৫৮ d) ১৮৫৯
42. মরক্কো থেকে ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন ? a) বিন তুঘলক b) চন্দ্রগুপ্ত মৌর্য c)কনিষ্ক d) হর্ষবর্ধন
43. দিল্লীর দাস বঙ্গশের সময়কাল কত ? a) ১২০৬-১২৯০ খ্রীঃ b) ১২৯০-১৩২০ খ্রীঃ c) ১৩২১-১৪১২ খ্রীঃ d) ১৪১৪-১৪৫১ খ্রীঃ
44. শকারি ও বিক্রমাদিত্য উপাধি কে গ্রহন করেন ? a)দ্বিতীয় চন্দ্রগুপ্ত b) চন্দ্রগুপ্ত মৌর্য c) কনিষ্ক d) দ্বিতীয় পুলকেশী
45. বল্লাল সেন ও বিজয় সেনের কথা জানা যায় কোন প্রশস্তি থেকে ? a) দেওপাড়া প্রশস্তি b) জুনাগড় প্রশস্তি c) নাসিক প্রশস্তি d) হাতিগুম্ফা শিলালিপি
46. সন্ধ্যাকর নন্দী কোন যুগের বিশিষ্ঠ সাহিত্যিক ছিলেন ? a) পাল b) সেন c)কুষান d) পল্লব
47. কোন বৌদ্ধ সঙ্গীতি থেকে বুদ্ধের মুর্তি পূজার প্রচলন হয় ? a) চতুর্থ b) তৃতীয় c) দ্বিতীয় d) প্রথম
48. কোনটি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন নয় ? a) নির্বান b) বুদ্ধ c) ধর্ম d) সংঘ
49. মহাবীরের কন্যার নাম কি ? a) প্রিয়দর্শনা b) শান্তা c) সংঘমিত্রা d) গোপা
50. বাবর শব্দের অর্থ কি ? a) সিংহ b) দাস c) জ্ঞানী d) মূর্খ
51. জাতীয়তাবাদী পত্রিকা আল হিলাল কে প্রকাশ করেন ? a) আবুল কালাম আজাদ b) মহাত্মা গান্ধী c) মহঃ আলি জিন্না d) সৈয়দ আহমেদ খান
52. শুদ্ধি আন্দোলন কে শুরু করেন ? a) স্বামী সারদানন্দ b) মহাত্মা গান্ধী c) দয়ানন্দ সরস্বতী d) বিবেকানন্দ
53. কুকা আন্দোলন কোন রাজ্যে দেখা যায় ? a) বাংলা b) বিহার c) পাঞ্জাব d) গুজরাট
54. ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ কে প্রবর্তন করেন ? a) আকবর b) বাবর c) শিবাজী d) শেরশাহ
55. মূল্যনিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেন ? a) মহম্মদ বিণ তুঘলক b) আলাউদ্দীন খলজী c) কুতুবুদ্দীন আইবক d) ইলতুৎমিস
56. কত খ্রীঃ পূর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন ? a) ৩২৭ b) ৩২৬ c) ৩২৯ d) ৩২০
57. কণীষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন ? a) মহাযান b) হীনযান c) দীগম্বর d) শ্বেতাম্বর
58. লোথাল কোথায় অবস্থিত ? a) পাকিস্থান b) রাজস্থান c) গুজরাট d) হরিয়ানা
59. মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ? a) চন্দ্রগুপ্ত মৌর্য b) অজাতশত্রু c) বিম্বিসার d) বিন্দুসার
60. জাহাঙ্গীরের রাজসভায় কোন পর্যটক আসেন? a) ক্যাপ্টেন হকিন্স b) আব্দুর রজ্জাক c) বার্নিয়ে d) তেভার্নিয়ে ও র‌্যালফ ফিচ
61. ‘দশকুমারচরিত’ কার লেখা ? a) কালিদাস b) দন্ডি c) বিশাখ দত্ত d) শুদ্রক
62. মৌর্য বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করে ? a) কুষাণ b) পান্ড্য c) হর্যঙ্ক d) শুঙ্গ
63. কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে সম্পূর্ণ রূপে পরাজিত হন ? a)কনৌজে/ বিলগ্রামের যুদ্ধে b) চৌসার যুদ্ধে c) গোগরার যুদ্ধে d) খানুয়ার যুদ্ধে
64. গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার ধর্মোপদেশগুলি লিপিবদ্ধ করার জন্য প্রথম বৌদ্ধ সঙ্গীতি আহ্বান করা হয় কোথায়? a) সারনাথ b) রাজগীর c) সাঁচী d) পাটলিপুত্র
65. ভারত ইংরেজ আধিপত্য বিস্তারে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ? a) বন্দীবাস b) পলাশী c) বক্সা d) শ্রীরঙ্গপত্তনম
66. মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয় ? a) বৈশালী b) পাবা c) লুম্বিনী d) পাটলীপুত্র
67 . কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ ? a) শশাঙ্ক b) ধর্মপাল c) লক্ষণসেন d) গণেশ
68. কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নামে কি ? a) কুজুল কদফিসেস b) বিম কদফিসেস c) কণিস্ক d) কোনটিই নয়
69. কোন স্থাপত্য শিল্পকলা ‘মর্তের স্বর্গ’ নামে পরিচিত ? a) দেওয়ান-ই-আম b) শিশমহল c) দেওয়ান-ই-খাস d) খাসমহল
70. কুণিক কার উপাধি ছিল ? a) বিন্দুসার b) চন্দ্রগুপ্ত মৌর্য c) বিম্বিসার d) অজাতশত্রু
71. আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের সিংহাসনে কে ছিলেন ? a) ধননন্দ b) চন্দ্রগুপ্ত মৌর্য c) বিম্বসার d) অজাতশত্রু
72. কোন যুদ্ধে স্যার আয়ারকূটের হাতে ফরাসী সেনাপতি লালী সম্পুর্ণরূপে পরাজিত হন ? a) বন্দিবাসের যুদ্ধ b) মাইলাপুরের যুদ্ধ c) আর্কটের যুদ্ধ d) ত্রিচিনাপল্লীর যুদ্ধ
73. সৎনামী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ? a) ছত্রসাল b) চম্পৎ রায় c) চূড়ামন d) গরিবদাস হাডা
74. ‘প্রজ্ঞাপারমিতা’ কে রচনা করেন ? a) শীলভদ্র b) শীলরক্ষিত c) বরাহমিহির d) অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞান
75. ‘তারিখ-ই-ফিরোজশাহী’ কে রচনা করেন ? a) জিয়াউদ্দীন বারনী b) ফিরোজশাহ তুঘলক c) অলবেরুণী d) উতবি
76. গুজরাটের সোমনাথ মন্দির কে লুন্ঠন করেন ? a) বিন-কাশিম b) মামুদ c) মহম্মদ ঘুরী d) বখতিয়ার খলজী
77. নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন ? a) রামরায় b) দ্বিতীয় দেবরায় c) প্রথম দেবরায় d) হরিহর
78. “ভু-দান” আন্দোলন কে শুরু করেন ? a) মহাত্মা গান্ধী b) জয়প্রকাশ নারায়ণ c) স্বামী বিবেকানন্দ d) বিনোবা ভাবে
79. ‘মনসব’ কথাটির অর্থ হল a) পদমর্যাদা b) আত্মরক্ষা c) মানবিকতা d) জমিদারী
80. কোন যুদ্ধ আকবরের শেষ যুদ্ধ অভিযান ? a) রাজমহলের যুদ্ধ b) হলদিঘাটের যুদ্ধ c) আসীরগড়ের যুদ্ধ d) কোনটিই নয়
81. রাণা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হন ? a) চিতোর b) উদয়পুর c) হলদিঘাট d) সামুগড়
82. কুষাণ রাজ্যের রাজধানী কি ছিল ? a) তক্ষশীলা b) উজ্জয়িনী c) পুরুষপুর d) বিদিশা
83. কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু হল a) অর্থনীতি b) বৈদেশিকনীতি c) রাষ্ট্র পরিচালনার নীতি d) রাজার দায়িত্ব ও কর্তব্য
84. ‘সতী’ প্রথার বিলোপ করেন কে ? a) বেন্টিংক b) রামমোহন c) বিদ্যাসাগর d) কর্নওয়ালিশ
85. কার আসল নাম ছিল ফরিদ খাঁ ? a) সিকান্দার শাহ b) ইসলাম শাহ c) শেরশাহ d) বাবর
86. ‘শাহনামা’ কে রচনা করেন ? a) অলবেরুণী b) ইবন বতুতা c) আবুল ফজল d) ফিরদৌসী
87. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ? a) ১৭২৯ b) ১৭৩৯ c) ১৭৪৯ d) ১৭৫৯
88. ‘ভারতের নেপোলিয়ান’ নামে কে পরিচিত ? a) সমুদ্রগুপ্ত b) প্রথম চন্দ্রগুপ্ত c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত d) স্কন্দগুপ্ত
89. শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন ? a) মহাবীর b) ঋষভনাথ c) পার্শ্বনাথ d) সারিপুত্ত
90. কবি জয়দেব কোন ভাষায় ‘গীতগোবিন্দ’ রচনা করেন ? a) বাংলা b) সংষ্কৃত c) মৈথিলি d) অপভ্রংশ
91. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ? a) মামুদ b) মহম্মদ ঘুরী c) কুতুবুদ্দীন আইবক d) ইলতুতমিস
92. ‘দীন-ই-ইলাহি’-এর প্রবক্তা কে ? a) ঔরঙ্গজেব b) আকবর c) শেরশাহ d) দারাশুকো
93. ভারতের স্বাধীনতার সময়, জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ? a) রাজেন্দ্র প্রসাদ b) আবুল কালাম আজাদ c) নেহেরু d) জে.বি.কৃপালিনী
94. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের কুখ্যাত নায়ক- জেনারেল ডায়ার কে কে হত্যা করেন ? a) উধম সিং b) সোহন সিং ভাকনা c) হাসরত মোহানি d) ভি.এস.লায়ার
95. গভর্নর জেনারেল পদ পরিবর্তন হয়ে ভাইসরয় হল কত সালে ? a) ১৮৫৭ b) ১৮৫৮ c) ১৯৩৫ d) ১৮৮৫
96. কাকে ভারতের বিপ্লবের জননী বলা হয় ? a) অ্যানি বেসান্ত b) সরোজিনী নাইডু c) মাদাম কামা d) রামা রাই রানাডে
97. রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় কবে ? a) ১৮৯০ b) ১৮৯৭ c) ১৯৯৮ d) ১৮৯৯
98. অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহন করে a) সুরাট b) অযোধ্যা c) হায়দ্রাবাদ d) তাঞ্জোর
99. তালিকোটার যুদ্ধ কত সালে হয় ? a) ১৫৬৫ b) ১১৯২ c) ১১৯১ d) ১৫২৬
100. ভারতীয়রা কবে স্বাধীনতা দিবস উদযাপিত করে ? a) ২৬/১১/১৯৩০ b) ১৫/৮/১৯৪৭ c) ২৬/১১/১৯৪৯ d) ২৬/১/১৯৩০




### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত। নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN HISTORY
#Madhyamik #2020 #HISTORY #Suggestions
#ইতিহাস #মাধ্যমিক

description পরীক্ষার ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর-ইতিহাস সেট-১ History MCQ SET 1 EmptyRe: পরীক্ষার ১০০ টি মাল্টিপল চয়েজ প্রশ্ন উত্তর-ইতিহাস সেট-১ History MCQ SET 1

more_horiz
উত্তরঃ-
No ans No ans No ans No ans
1 C 26 C 51 A 76 B
2 B 27 C 52 C 77 B
3 C 28 B 53 C 78 D
4 B 29 C 54 D 79 A
5 A 30 A 55 A 80 C
6 A 31 A 56 A 81 C
7 B 32 A 57 A 82 C
8 A 33 A 58 C 83 C
9 D 34 A 59 C 84 A
10 B 35 C 60 A 85 C
11 D 36 A 61 A 86 D
12 A 37 A 62 D 87 B
13 B 38 A 63 A 88 A
14 D 39 A 64 B 89 A
15 D* 40 A 65 C 90 B
16 D 41 A 66 B 91 C
17 C 42 A 67 A 92 B
18 A* 43 A 68 A 93 D
19 B 44 A 69 A 94 A
20 B 45 A 70 D 95 B
21 C 46 A 71 A 96 C
22 B 47 A* 72 A 97 B
23 D 48 A 73 D 98 C
24 C 49 A 74 D 99 A
25 C 50 A 75 A 100 D
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum