সংখ্যাতত্ত্ব, লসাগু, গসাগু, অনুপাত-সমানুপাত, লাভ-ক্ষতি, এবং সময়-দূরত্ব থেকে 50 টি প্রশ্ন করা হল।

1.   একট থলিতে ৫০ পয়সা এবং ২৫ পয়সার কিছু মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা ৭০ এবং তাদের মান ২৭ টাকা ২৫ পয়সা। তাহলে ৫০ পয়সার মুদ্রা আছে কতগুলি ?   ক) ৩৩      খ) ৩৯       গ) ৩২   ঘ)  ৩৮
2.    দুটি ক্রমিক জোড় সংখ্যার গুনফল ৫২৮, ছোট সংখ্যাটি কত ?      ক) ২২        খ) ১৮       গ) ২৪      ঘ)  ৩২
3.   ১১১০০ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্নবর্গ সংখ্যা হবে ? ক)  ৭৪            খ) ৬৪               গ)  ৭৫      ঘ)  ৭৬
4.    ৫০টি ভেড়ার দাম=৭০টি ছগলের দাম, ৩০টি ছগলের দাম=৩টি গরুর দাম। তাহলে ৫০টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে ?         ক) ৬ টি                 খ) ৭ টি                গ) ৮ টি           ঘ)  ৯ টি
5.    একটি বালি ভর্তি বাক্সের ওজন ৮.৫ কিলোগ্রাম, এবং যখন অর্ধপূর্ন থাকে তখন এর ওজন ৫.৫ কিলোগ্রাম। শূন্য বাক্সটির ওজন কত ?       ক) ২ কিলোগ্রাম       খ) ২.১ কিলোগ্রাম      গ) ২.৫ কিলোগ্রাম     ঘ)  ৩ কিলোগ্রাম
6.   একটি সংখ্যাকে ১৩ দিয়ে গুন করলে ১৮০ বৃদ্ধি পায়, সংখ্যাটি কত ?        ক) ১২     খ) ১৪    গ) ১৮      ঘ)  ১৫
7.   দুটি সংখ্যার যোগফল ১২.৫ এবং বিয়োগফল ৩.৫ হলে সংখ্যাদুটির গুনফল কত ?    ক) ৩২        খ) ৩৩          গ) ৩৫            ঘ)   ৩৬
 8.  এক বিদ্যালয়ের নবম শ্রেনীর যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত ১০ পয়সা হিসাবে চাঁদা দিয়ে মোট ৪৪৮.৯০ টাকা তুলল। ঐ শ্রেনীতে ছাত্রসংখ্যা কত ? ক) ৬৪          খ) ৬৭              গ) ৭৪           ঘ)  ৭৬
9.   দুটি ধনাত্বক সংখ্যার অনুপাত ৪;৭ এবং তাদের গুনফল ১০০৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত ?      ক) ৪৫               খ) ৪৪         গ) ৪২          ঘ)  ৫৪
10.   ৬৬৫ টাকায় একটি ঘড়ি বিক্রি করে ৫% ক্ষতি হল। ১২% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে ? ক) ৮৭৮          খ) ৪৭৮         গ) ৭৮৪            ঘ)  ৮৪৭
 11.  ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত লাভ হবে?    ক) ১০%          খ) ২০%        গ) ২৫%           ঘ)  ৩০%
12.   একটি বস্তু ১২০ টাকায় বিক্রি করলে এক ব্যক্তির শতকরা ২০ টাকা ক্ষতি হয় । ১৮০ টাকায় ঐ বস্তুটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?         ক) ২৫% লাভ              খ) ২৫% ক্ষতি             গ) ২০% ক্ষতি                 ঘ)   লাভ ২০%
13.   একটি সংখ্যাকে প্রথমে ২০% বাড়ানো হল, তারপর আবার ৩৭.৫% বাড়ানো হল। এর ফলে সংখ্যাটি শতকরা কত পরিবর্তিত হল ? ক) বৃদ্ধি ৭৫%            খ) বৃদ্ধি ৪৫%            গ) বৃদ্ধি ৬৫%       ঘ)   বৃদ্ধি ৪০%
14.   প্লাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখল যে ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে ৮ সেকেন্ডে অতিক্রম করল। তাহলে ট্রেনের গতিবেগ কত ? ক) ১৮ কিমি/ঘ      খ) ৩৬ কিমি/ঘ       গ) ৪২ কিমি/ঘ      ঘ)  ৪৮ কিমি/ঘ
15.    একটি ট্রেন মেদিনীপুর থেকে হাওড়া যায় ঘন্টায় ৩৬ কিমি বেগে, এবং ফিরে আসে ঘন্টায় ৪৫ কিমি বেগে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত ? A)৪১.৫ কিমি              B) ৪০ কিমি                C)৪২ কিমি         D) ৩৯ কিমি
  16.  ছায়া, পূর্নিমা ও গীতার মধ্যে 9500 টাকা 5:6:8 অনুপাতে ভাগ করা হলে, গীতা কত টাকা পাবে ? A) 2500    B) 4000           C) 3500           D) 5000
 17.  পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য ৮১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ? A) 25     B) 40  C) 35  D) 50
18.   দুটি সংখ্যার বর্গের পার্থক্য ২২৮, এবং সংখ্যা দুটির পার্থক্য ৬ হলে, ছোট সংখ্যাটি কত ?      A) ১৬        B) ১৮    C) ২০             D) ২২
19.   তিন অংক বিশিষ্ট সংখ্যা কয়টি ?             A) ১০০ টি       B) ৯০০ টি       C) ৯৯০ টি      D) ১০০০ টি
20.    দুটি সংখ্যার বর্গের পার্থক্য ২২৮, এবং সংখ্যা দুটির পার্থক্য ৬ হলে, ছোট সংখ্যাটি কত ?             A) ১৬             B) ১৮                      C) ২০              D) ২২
 21.  পরপর দুতি সংখ্যার বর্গের পার্থক্য ৮১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ? A) 25     B) 40             C) 35  D) 50
22.    6 এবং 24 এর তৃতীয় সমানুপাতি কত ?       A) 12         B) 18        C) 30            D) 96
23.   ৩ এবং ১৯২ এর মধ্য সমানুপাতি কত ?       A) ২২        B) ২৪       C) ২৬           D) ২৮
24.   দুটি সংখ্যার গুনফল এবং ভাগফল যথাক্রমে ১২৮ এবং ২ হলে বড় সংখ্যাটি কত ?                  A) ১৪          B) ১৬   C) ১৮              D) ১৯
25.    পরপর চারটি সংখ্যার যোগফল ৯৪ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ? A) ২১   B) ৩২  C) ২২  D) ২৫
26.    2, 1.5, 1.8 & 2.1 এর গ.সা.গু. কত ?                A) 0.3              B) 1.2              C) 0.2              D) 1.7
 27.  ০.৯, ০.০৯, ০.০০৯ এর ল.সা.গু. কত ? ক) ০.৯           খ) ০.০৯               গ) ০.০০৯     ঘ)  ৯
28.   কোন একটি সংখ্যাকে ৫২ দিয়ে ভাগ করলে ৪৫ অবশিষ্ঠ থাকে, সংখ্যাটিকে ১৩ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ঠ থাকবে ? ক) ৬                খ) ৫                 গ) ৭                  ঘ)  ৩
29.   প্লাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখল যে ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে ৮ সেকেন্ডে অতিক্রম করল। তাহলে ট্রেনের গতিবেগ কত ? ক) ১৮ কিমি/ঘ      খ) ৩৬ কিমি/ঘ       গ) ৪২ কিমি/ঘ      ঘ)  ৪৮ কিমি/ঘ
 30.  একটি বস্তু ১২০ টাকায় বিক্রি করলে এক ব্যক্তির শতকরা ২০ টাকা ক্ষতি হয় । ১৮০ টাকায় ঐ বস্তুটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?  ক) ২৫% লাভ             খ) ২৫% ক্ষতি           গ) ২০% ক্ষতি                 ঘ)   লাভ ২০%
 31.  ৬৩০০ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুন করলে গুনফল একটি পূর্নঘন হবে?                 ক) ৭                 খ) ১৪৭০      গ) ৩৫             ঘ)  ১৪৮০
 32.  দুটি ক্রমিক জোড় সংখ্যার গুনফল ৫২৮, ছোট সংখ্যাটি কত ? ক) ২২        খ) ১৮       গ) ২৪      ঘ)  ৩২
33.   একটি বালি ভর্তি বাক্সের ওজন ৮.৫ কিলোগ্রাম, এবং যখন অর্ধপূর্ন থাকে তখন এর ওজন ৫.৫ কিলোগ্রাম। শূন্য বাক্সটির ওজন কত ?     ক) ২ কিলোগ্রাম       খ) ২.১ কিলোগ্রাম      গ) ২.৫ কিলোগ্রাম     ঘ)  ৩ কিলোগ্রাম
 34.  একটি সংখ্যাকে ১৩ দিয়ে গুন করলে ১৮০ বৃদ্ধি পায়, সংখ্যাটি কত ?       ক) ১২     খ) ১৪    গ) ১৮      ঘ)  ১৫
35.   দুটি সংখ্যার যোগফল ১২.৫ এবং বিয়োগফল ৩.৫ হলে সংখ্যাদুটির গুনফল কত ?   ক) ৩২            খ) ৩৩            গ) ৩৫            ঘ)   ৩৬
36.   দুটি ধনাত্বক সংখ্যার অনুপাত ৪;৭ এবং তাদের গুনফল ১০০৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত ?     ক) ৪৫          খ) ৪৪           গ) ৪২          ঘ)  ৫৪
37.   ৬৬৫ টাকায় একটি ঘড়ি বিক্রি করে ৫% ক্ষতি হল। ১২% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে ? ক) ৮৭৮          খ) ৪৭৮          গ) ৭৮৪         ঘ)  ৮৪৭
38.   ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, পরের তিনটির যোগফল কত ?               ক) ৩৪                 খ) ৪৫               গ) ৩২            ঘ)  ৩৬
 39.  ৭৭৭ এবং এর পরবর্তী পূর্নবর্গ সংখ্যার মধ্যে তফাৎ কত ? ক) ৮       খ) ১৭       গ) ০         ঘ)  ৭
 40.  ৫০টি ভেড়ার দাম=৭০টি ছগলের দাম, ৩০টি ছগলের দাম=৩টি গরুর দাম। তাহলে ৫০টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে ? ক) ৬ টি            খ) ৭ টি         গ) ৮ টি           ঘ)  ৯ টি
41.   ১১১০০ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্নবর্গ সংখ্যা হবে ?           ক)  ৭৪            খ) ৬৪                      গ)  ৭৫            ঘ)  ৭৬
42.   এক বিদ্যালয়ের নবম শ্রেনীর যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত ১০ পয়সা হিসাবে চাঁদা দিয়ে মোট ৪৪৮.৯০ টাকা তুলল। ঐ শ্রেনীতে ছাত্রসংখ্যা কত ? ক) ৬৪          খ) ৬৭              গ) ৭৪           ঘ)  ৭৬
43.   দুটি সংখ্যার যোগফল ১২৮ এবং বিয়োগফল ৩২ হলে বড় সংখ্যাটি কত ?            ক) ১২০  খ) ৯০  গ) ১০০  ঘ)  ৮০
 44.  ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, পরের তিনটির যোগফল কত ?               ক) ৩৪                খ) ৪৫   গ) ৩২             ঘ)  ৩৬
45.   ৬৩০০ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুন করলে গুনফল একটি পূর্নঘন হবে?     ক) ৭       খ) ১৪৭০       গ) ৩৫     ঘ)  ১৪৮০
 46.  কোন একটি সংখ্যাকে ৫২ দিয়ে ভাগ করলে ৪৫ অবশিষ্ঠ থাকে, সংখ্যাটিকে ১৩ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ঠ থাকবে ? ক) ৬                খ) ৫                 গ) ৭                  ঘ)  ৩
  47. দুটি সংখ্যার যোগফল ১২৮ এবং বিয়োগফল ৩২ হলে বড় সংখ্যাটি কত ?     ক) ১২০  খ) ৯০  গ) ১০০  ঘ)  ৮০
 48.  A:B=3:4, B:C=3:5,        C:D=5:6  হলে-            A:D=?                         A) 3:5              B) 2:5              C) 3:7                      D) 3:8
49.   A:B=2:3, B:C=3:4 & C:D=4:5 হলে A:D= ?:? A) 3:5              B) 2:5              C) 8:15            D) 5:12
50.   ৭৭৭ এবং এর পরবর্তী পূর্নবর্গ সংখ্যার মধ্যে তফাৎ কত ? ক) ৮       খ) ১৭       গ) ০         ঘ)  ৭



#psc #upse #rail #ssc #tet #miscellaneous #math #mathematics #MCQ #short
#অংক #গনিত #নিয়ম #চাকরি #টেট