পদমচেন ।।

পূর্ব সিকিমের পাহাড়ী ঢালে প্রায় ৮,০০০ ফিট উচ্চতায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম পদমচেন। এখন বহু মানুষ সারাবছরই সিল্করুট আসেন, তাই পদমচেন বেশ পরিচিত। অফবিট হলেও বেশ জনপ্রিয়। ঘন জঙ্গলে ঘেরা পদমচেন আরও পর্যটকদের প্রিয় হয়ে উঠেছে এর ওয়েদারের জন্য। সারাবছর প্লিসেন্ট ওয়েদারে পাহাড় ঘোরার স্বাদ বোধহয় এখানেই মেলে। ওল্ড সিল্করুটের প্রবেশদ্বার এই জনপদ। এখান থেকে ১৮ কিমি দূরে রংলী আর মাত্র ১০ কিমি দূরে জুলুক। পাহাড়ী রাস্তার মায়াবী রূপ, সুবিন্যস্ত উপত্যকা এবং ঘন জঙ্গলের অসাধারন সৌন্দর্যের অনুভূতি পেতে হলে পদমচেন এক নিশ্চিত ঠিকানা। এছাড়া পূর্ব হিমালয়ের অপূর্ব শোভা আপনাকে মুগ্ধ করবেই। ঘন জঙ্গলে আবৃত পদমচেন বিভিন্ন হিমালয়ান পাখির নিরাপদ আস্তানা। তাই পদমচেনের রাস্তায় চলতে চলতে আপনি কখন যে হারিয়ে যাবেন কোন নাম না জানা পাখির ডাকে বুঝতেই পারবেন না। একটি পুরনো রেস্টহাউস রয়েছে জঙ্গলের ভেতর, কাঠের তৈরী পুরনো এই রেস্টহাউস আপনাকে টাইমমেশিনে করে ফিরিয়ে দেবে সেই কোন এক ফেলা আসা সময়ে।

পদমচেন সিল্করুটের প্রবেশপথ।ফলে এখান থেকে যাওয়ার জায়গা অনেক। সূর্যোদয় এবং জিগজ্যাগ রোড দেখার জন্য চলে যান থাম্বি ভিউ পয়েন্ট। পদমচেন থেকে ২৪ কিমি দূরে ১১,৪০০ ফিট উচ্চতায় এই ভিউ পয়েন্ট। শীতের সময় বরফে মোড়া থাকে এই অঞ্চল। এছাড়া ১০ মিনিটের গাড়ী ডাইভে কুইখোলা ফলস ও বেশ সুন্দর। পদমচেন কে বেস করে গোটা সিল্করুট ও ঘুরে ফেলা যায়। জুলুক, কুপুপ, নাথাং ভ্যালি, আরিটার, লুংথুং ইত্যাদি ঘোরা যায় সহজেই। মূলত: পদমচেন কে কেন্দ্র করেই সিল্করুট ঘুরে ফেলা যায় ৩-৪ দিনে। সিল্করুটের হোমস্টে গুলি বেসিক হলেও আতিথিয়তা আপনাকে মুগ্ধ করবেই। আর যারা বরফ ভালোবাসেন মোটামুটি ডিসেম্বর থেকে মার্চ-এপ্রিল অবধি বরফ পাওয়া যায় সিল্করুটে।

পদমচেন থেকে জুলুক ১০ কিমি, নাথাং ৩২ কিমি, কুপুপ লেক ৪৫ কিমি। ফলে দিনে দিনেই ঘুরে আসা যায়। পদমচেন হোমস্টের উষ্ণ আতিথিয়তা আপনাকে মুগ্ধ করবেই। এই হোমস্টের বারান্দায় বসে নানা পাখির ডাক এ সময় কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। এছাড়া যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসেন, পদমচেনে দেখা পেয়ে যেতে পারেন ফ্লাইং স্কুইরেল, বার্কিং ডিয়ার, হিমালয়ান বিয়ার বা খালিজের।

নিউ জলপাইগুড়ি থেকে পদমচেনের দূরত্ব- ১২৭ কিমি। গাড়ীতে সময় লাগে ৪-৪.৩০ ঘন্টা। বড় গাড়ীর ভাড়া ৪০০০-৪৫০০/-। মনে রাখবেন, পদমচেন আসার জন্য রংলি থেকে পারমিশন করাতে হয়। এই পারমিশন করার জন্য দুপুর ১২ টার মধ্য রংলি পৌঁছানো আবশ্যক। রংলি থেকে পদমচেন ব্যাক কাটিং এর জন্য রাস্তায় বেশ রাফ। রংলি থেকে পদমচেনের রিজার্ভ গাড়ী ভাড়া ১৫০০-২০০০ টাকা।

হোমস্টে খরচ- ১২০০/- জনপ্রতি প্রতিদিন (সব মিল)