NORTH SIKKIM TOUR

কি আছে দেখার আর খরচ কতো?চলুন দেখে নি একবার আমরা....

নর্থ সিক্কিম টুর সাধারন ভাবে দুই ধরনের হয়ে থাকে ১) 1n2d ২) 2n 3d

১) 1n2d -Lachung,yamthang valley,zero point,katao
২) 2n3d- Lachen,Chopta valley,kalapatthar,gurudongmar lake,lachung,yamthang valley,zero point,katao.

এই বার আশি কি ভাবে জাবো আমরা।
সাধারনত গাংটক থেকে এই টুর টা হয়ে থাকে আপনি চাইলে mangan থেকেও কোরতে পারেন,সব হোটেল এ ট্রাভেল ডেস্ক থাকে আপনাকে help করার জন্য তাছারা শিলিগুড়ি থেকে আপনি book কোরতে পারেন।
একদিন আগেই আপনাকে গাংটক পৌছতে হবে রাত্রি যাপন করে পরের দিন সকাল ১০ টা থেকে ১১ টার মাঝখানে গারি ছারে কারন আপনার পারমিট তইরি হয় তারপর আপনার যাত্রা সুরু প্রথম দিন লাচেন যেতে সময় লাগবে ৬-৭ ঘন্টা তবে রাস্তা তে অনেক দেখার আছে অনেক ঝরনা যা আপনার মন কে ভালো করে দেবে তাই এই ৬-৭ ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে পৌছতে পৌছতে সন্ধ্যা হোএ যায় তাই রাত্রি যাপন লাচেন এ কোরে পরের দিন ভোর বেলা বেরিয়ে পোরলাম chopta Valley হোএ Gurudongmar Lake এক অপুরুপ সুন্দর মন ভালো করা জায়গা বেশ কিছুখন কাটিয়ে ফেরার পালা লাচেন এর দিক এ lunch করার জন্য।
Lunch শেশে আবার গারিতে Lachung এর পথে, পৌছতে পৌছতে সেই সন্ধ্যা হএ যায় রাত্রি নিবাস Lachung কোরতে হবে।
পরের দিন সকাল সকাল বেরিয়ে পরলাম yamthang Valley দেখতে তারপর পৌছে কিছুটা সময় কাটিয়ে যদি ইচ্ছে হয় zero point ঘুরে আশুন বা Katao যেটা ইচ্ছা তবে যে কোনো একটা ঘুরতে পারবেন কারন সময় টা খুবি কম যে, ঘোড়া শেশে Lachung হোএ Gantok ফেরার পালা mangan হোএ,
ফিরতে ফিরতে সন্ধ্যা হএ যায় তার মাঝে এক সপ্নের জগত থেকে ফিরে আসার অনুভুতি আর শেস হোল আমাদের ঘোড়া প্রিয় North Sikkim।

এইবার দেখি খরচ কেমোন হচ্ছে
2n3d-2800/- to 3500/-জন প্রতি
থাকা খাওয়া সমেত ঘোরা
1n2d-1200/- theke 2000/-জন প্রতি
থাকা খাওয়া সমেত
Zero point or katao আলাদা খরচ ২৫০০/- থেকে ৩৫০০/-গারি প্রতি
Kalapatthar-2500/- to 4000/-গারি প্রতি

Documents -voter card,adhar card,passport, Driving Licence যে কোন এক টা হলেই হবে আর passport photo 4 copy.

Network-BSNL best, jio, কিছুটা পাবেন

আশা করি কিছুটা জানাতে পারলাম ভুল হয়ে থাকলে comment এ জানান বা অন্য কোন জায়গার সমন্ধে যদি কিছু জানতে চান comment এ লিখুন