Vizag - The Eastern Ghat Beauty

Vizag বা Visakhapatnam যাই বলিনা কেন eastern ghat এর এই ছোট্ট শহর টা কোনো অংশে Brazil এর Rio থেকে কম নয়. ভারতীয় হয়ে বলবো যে তার থেকেও ভালো.Vizag আমার দুবার যাওয়া আর শহরটা আমার ভীষণ প্রিয়. ভীষণ fresh আর bright একটা শহর. কলকাতা থেকে যাওয়া বেশ সোজা আর কাছেও বলা যায়. এক রাতে আপনি হুট করে পৌঁছে যাবেন vizag এ. Airport থাকলেও ফ্লাইট এ না গেলেও চলে. চলুন এবার আমার স্টাইলে এবার একটু ঘুরে নেবেন.

নিশাযাত্রী :

ভালো হয় যদি আপনি সন্ধের দিকের train নেন তাহলে আপনি vizag এ বেলা 10am থেকে 11.30am এ পৌঁছে যাবেন. যে কোনো south india যাওয়ার ট্রেনে উঠলেই হলো একমাত্র দুরন্ত ছাড়া. সব train এখানে average 30 মিনিট দাঁড়ায় কারণ এখানে ইঞ্জিন বদলানো হয় তাই নামার সময় হুড়োহুড়ি করতে হবেনা. ধীরে সুস্থে নেমে 1 number platform এর দিকে চলে হাঁটতে হাঁটতে আপনার হাত নিজে থেকেই mobile এ চলে যাবে. Station এর চার পাশে সুন্দর হালকা পাহাড়. মনটা তখনি ভালো হয়ে যাবে যখন এক দমকা মিষ্টি ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগবে. স্টেশনের বাইরে বেরিয়েই দেখতে পাবেন autowala ছেঁকে ধরছে. একটু এগিয়ে স্টেশন এর বাইরে গেলে কম ভাড়ায় অটো পেয়ে যাবেন... আর হোটেল থেকে pick up দিলে তো কথাই নেই.

1st Half Day : (South Vizag)
হোটেল এ পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম Vizag ঘুরতে. আগের দিনই হোটেলে বলে রেখেছিলাম গাড়ি বুক করে রাখার জন্য. তাতে এই half বেলাটা বেশ কাজে লাগানো যায়. বেরিয়ে পড়লাম South Vizag ঘুরতে. প্রথমে ঘুরে নেওয়া যায় Yarada beach.বেশ পাথুরে beach. তবে স্নান করতে অনেককেই দেখেছি. এরপর porpor dolphin nose, lighthouse , ross hillদেখে নিলাম. Lighthouse এ উঠে vizag port এর best view পাওয়া যায়. Vizag port একদম natural port. এটা Indian Navyর eastern command. সমুদ্রের পার ঘেঁষা পাহাড়.. শহরটা এখানে থেকে পুরো বিদেশ. মনেই হবেনা যে India বাইরে কোথাও যাই.
বিকেলে চলে আসুন ramkrisha beach এর সামনে আরে দেখে নিন submarine museum.সন্ধেবেলা হেটে ঘুরে নিন Vuda park.

2nd Day : (North Vizag)

আজকে কিন্তু যতটা সকালে পাড়া যায় উঠে পড়তে হবে. আজকে বেশ খাটনি আছে. ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে. ব্রেকফাস্ট করে নিলাম . গাড়ি নিয়ে পরপর দেখতে শুরু করে দিন.Veemli beach থেকে শুরু হবে sightseeing. এরপর thotlakonda, film city,Indira Gandhi zoo. তারপর চলে এলাম rishikonda beach এ. এখানে speed boat এ চড়তে পারেন. 400-500 টাকায় কয়েক minute ঘুরিয়ে e দেবে আপনাকে.একটু প্রথম দিকে ঢেউয়ের ধাক্কায় ভয় লাগলেও পড়ে কিন্তু বেশ লাগে. হা পুরো safe নিশ্চিন্তে ওঠা যায়. Towel নিয়ে যাবেন সাথে তাহলে এখানে স্নান টাও করতে পারবেন তবে পড়ে shower নেয়ার জায়গা আছে কিনা বলতে পারবনা. এরপর চলে গেছিলাম Kailashgiri. Ropeway তে যাওয়া আসার টিকিট করেছিলাম.এখন 75 টাকা নেয় হয়তো যাওয়া আসার জন্য. এতে উঠলে আপনি বেশ ভালো কয়েকটা ছবি তুলতে পারবেন vizag coastline এর. Kailashgiri তে শিব পার্বতীর মুর্তির সামনে selfie তো famous. এখানে আরেকটা ভালো viewpoint tower আছে যেখানে থেকে vizag city টা দারুন দেখা যায়. 50 টাকার মতো টিকিট নেয় per head. Kailashgiri তে ভেতরে toy train চলে জায়গা গুলোর ঘোরার জন্য.নেমে আসার পরে বাকি জায়গা marine museum, Matsyadarshini aquarium, fish port পর পর দেখে নিয়ে হোটেলে এসে গাড়ি ছেড়ে দিয়েছিলাম.
রাতে দারুন dinner করলাম daspalla hotel এ.

Day 3: (Araku Valley আর Borra Caves)
Aptdc মানে andhra pradesh tourism department এর conducted tour হয় vizag থেকে araku valley, borra cave আর সাথে কয়েকটা জায়গা ঘুরিয়ে আনবে. বেশ কম খরচায় ভালোই লাগবে. সকাল 5 am এ আপনাকে reporting করতে বলবে vizag station এর ticket counter সামনে, তারপর নির্দিষ্ট platform এ দাঁড়িয়ে থাকা Vizag - kirandul passenger ট্রেনে উঠে বসতে বলবে. Seat number দেওয়া থাকবে টিকিটে. উঠে বসার একটু পরেই breakfast distribute করে দেওয়া হয়. Idli,vara এসব থাকে.দুপুরে tribal museum এ দেওয়া হয় লাঞ্চ.সত্যি বলতে লাঞ্চ একদমই ভালো না. sambar,dal তরকারি আর ভাত থাকে. সবাই হুড়োহুড়ি করে খাবার নেয় একে অন্যের ওপর দিয়ে. মনে হবে যেন কলেজের ক্যান্টিন এ এসেছেন. সত্যি বলতে দুপুরের খাবার ভালোই লাগবেনা .বরং tribal museum এর বাইরে আদিবাসীরা bamboo chicken বিক্রি করে.দারূন খেতে. অনায়াসে 4/5 stick খাওয়া যায় . আর খুব সস্তায়. আরাকু তে sightseeing এর সময় কিছু কিছু জায়গায় লোকাল মসলা বিক্রি হয়.গোলমরিচ কিনতে পারেন..বেশ ভালো গন্ধ. ট্রেন ছাড়ার সময় হলো সকাল 6.50am কিন্তু ট্রেন ছাড়তে ছাড়তে সেই সকাল আট টা হয়ে যায়, কখনো তো তার থেকেও দেরি হয়. Araku ট্রেনে গেলে অত্যন্ত সুন্দর দৃশ্য দেখতে পারবেন. চেষ্টা করবেন প্যাসেজ সাইড সিট নিতে. Sleeper কামরা তে প্যাসেজ সাইড যেটা হয়. ওই দিকে বেশি ভালো দৃশ্য দেখা যায়. 58 টা tunnel আর 84টা bridge পেরিয়ে আপনি যখন araku পৌঁছাবেন তখন ট্রেন late করে ছাড়ার কষ্টটা চলে যায়. Bus বা গাড়িতে গেলে এই অভিজ্ঞতাটা আপনার হবেনা. Train দেরি করে করে ছাড়লেও sightseeing প্রভাবিত হবে না , সবকটা জায়গায়ই ওরা দেখিয়ে দেবে.সবকটা জায়গায়ই ওরা দেখিয়ে দেবে. বিকেলে vizag এর দিকে রওনা দেবার আগে Tyda তে বিকেলের snacks হিসেবে চা আর বেশ ভালো ডাল বড়া দেয়. সব ঘুরিয়ে রাত 9pm vizag city তে drop করে দেবে bus করে. এটা একদিনেরই trip.

Day 4 (Last day) : Vizag

আজ সকাল সকাল বেরিয়ে পড়ুন আর গাড়ি/অটো ভাড়া করে সিম্হাছালাম চলে গিয়ে মন্দির দর্শন করে নিন. বাস ও যায় Dwarka Bus station থেকে (6A আর 40 নম্বর বাস). দর্শন করতে ধরে নিন 2 ঘন্টা লাগবেই. খুব একটা দূরেও না. Vizag থেকে 19 কিলোমিটার হলো দূরত্ব. এই মন্দির হলো ভগবান বিষ্ণুর মন্দির নরসিংহ অবতারে. পাহাড়ের ওপর ওঠার জন্য ভালো সিঁড়ি আছে অথবা বাসও আছে 10 মিনিট অন্তর. সকাল 7am-4pm অব্দি মন্দির খোলা থাকে. মন্দির দর্শন শেষে দুপুর দুপুর যদি vizag ফিরে আসেন তাহলে চলে যান একটু shopping করতে. এখানে বেশ ভালো 3 টে শপিং মাল আছে. হতেই পারে কলকাতায় একই কোম্পানির আউটলেট আছে কিন্তু কালেকশন আলাদা হয় এটা আমি নিজে দেখেছি...একটু ramkrishna sea beach এ গিয়েও বসতে পারেন.
এই দিন তা আপনি vizag এ relax করে পরের দিন যেকোনো ট্রেনেউঠতে পারেন. আপনার সুবিধা মতো irctc তে চেক করে নিন. কিন্তু যদি একান্তই আমার মতো ঘোরেন তাহলে আমি বলবো আজকেই ট্রেনে এ উঠে পড়ুন রাতের বেলা, পেয়ে যাবেন coromondal train (যার টিকিট কোনোদিনই পাওয়া যায়না ভগবান জানে কেন!), yeshwantpur ধরতে পারেন বিকেল 4.15pm , বা রাত 7.30pm সময় গুয়াহাটি এক্সপ্রেস বা মাঝরাত 11.55pm Falaknama express. সবচেয়ে ভালো হলো yeshwantpur কারণ এটা বিকেলে ছেড়ে কলকাতা পরের দিন ভোরবেলা পৌঁছে দেবে. আর টিকিট ও পাওয়া যায়.

Extended Journey :
হাতে আরো সময় আছে? তাহলে আবার সেই Kirandul passenger ধরে Jagdalpur চলে আসুন. সেখানে Chitakut Falls (অনেকে Indian Niagra বলে) দেখে, Koraput express ধরে কলকাতা ফিরতে পারেন বা রায়পুর (300km from Jagdalpur) এসে হাওড়ার train ধরতে পারেন. Option একটু বেশি পাবেন.

খাওয়া দাওয়া :
Vizag এ non-veg south indian খেয়ে দেখতে পারেন.বেশ ভালো লাগবে. আমার তো বেশ লাগে chicken chettinad বা guntur chicken try করতে. অবশ্যই খাবেন Daspalla হোটেল এ Dakshin বলে রেস্টুরেন্ট এ. non-veg thali 400 টাকা দাম নেবে তাতে আপনি unlimited ভাত,রুটি, 7 কি 8 টা তরকারি,আর mutton বিরিয়ানী , 1 chicken curry, 1 mutton , আর মাঝারি সাইজ এর 22/23 টা চিংড়ি মাছ ভাজা .হা বাড়িয়ে বলছিনা একফোঁটা. non-veg item গুলো আর মিষ্টি limited .বাকি সব unlimited quanity. veg ও নিতে পারেন তারদাম 165 টাকা.আইটেম সব একই থাকবে আর আনলিমিটেড থাকবে. breakfast e যাবেন sai ram parlour - দারুন idli, vara আর dhosa .আমার খাওয়া পুরো সাউথ ইন্ডিয়া তে বেস্ট ইডলি বলতে পারি. Rushikonda beach এ গেলে sai priya resort এর রেস্টুরেন্ট Another fine day তে lunch অবশ্যই করবেন. ওদের chicken chettinad টা বেস্ট. রাতে ডিনারে খেতে পারেন flying spaghetti monster এ , pasta দারুন বানায় তবে পরিমান কম, দাম বেশি..কি জানি বলে..sofisticatedলোক রা কম খায় ..ব্যাপারটা সেরোমি.যদি পার্টি করতে চান তাহলে যেতে পারেন The Tribe এ , এটা The park হোটেল এ. Vizag এ মদের দাম কলকাতা থেকে একটু কম. Novotel hotel এ sea face রেস্টুরেন্ট এ লাঞ্চ করতেও পারেন যদি লাক্সারি চান. দারুন লাগবে.খাবারের দাম দেখে নিন zomato app দিয়ে

Key points:

1. Vizag যাবার ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে. তবে গরমে অসুবিধা না থাকলে মোটামুটি সারা বছরেই যাওয়া যায় শুধু মে র জুন মাস বাদ দিয়ে.
2. যাওয়া আর ফেরার জন্য আমি Howrah-Yeshwantpur express (12863/12864 ) suggest করবো.কারণ কলকাতা থেকে রাত 8.30pm ছেড়ে এটা সকাল 11am Vizag পৌঁছে যায় তাই আপনি ওই দিনটাও ঘুরতে পারবেন আর ফেরার দিন বিকেলে ট্রেনে এ উঠে কলকাতায় সকাল সকাল পৌঁছে যাবেন. নইলে vizag যাওয়া-আসার জন্য অনেক ট্রেন আছে. যারা হাওড়াতে থাকে তাদের একটা সুবিধা হলো সাঁতরাগাছি থেকে origin এরম দুটো ট্রেন পাওয়া যায়. irctc দেখে নিন.
3. এখানে দুপুরে গরম হলেও ঘাম প্যাচপ্যাচে ব্যাপার নেই .বেশ ভালো ঠান্ডা হাওয়া দেয় দিনের বেলাতেও.
4. ভাষা একটু সমস্যা হতে পারে. তবে হিন্দি চালানো যাবে. কিছু ক্ষেত্রে হয়তো অসুবিধা পাবেন.
5. অটো ভাড়া পছন্দ না হলে uber ব্যবহার করুন.এখানে uber service আছে.
6. শহর হিসেবে বেশ safe.. মেয়েরা অব্দি solo travel করতে পারবে.
7. থাকবেন hotel gupta inn এ (আমি ছিলাম). রামকৃষ্ণ বিচ থেকে অটো তে 5 মিনিট. হেটে গেলে 10 মিনিট. বেশ ভালো হোটেল রুম ,interior বেশ ভালো. শুধু রুম একটু ছোট. স্টেশন থেকেও বেশি দূর নয়. ডাবল বেড AC 1300 টাকায় হয়ে যাবে . website ( [You must be registered and logged in to see this link.] ) এ দেখে নিন বাকি details, phone number. আরো ভালো classy হোটেল চাইলে দেখতে পারেন encore inn (3 star) হোটেল ( encoreinn.com/ ) AC ডাবল বেড 4000 টাকা বা হোটেল Winsar park ( [You must be registered and logged in to see this link.] AC ডাবল বেড 3000 টাকার মধ্যে. এগুলো সবই AC আর breakfast included . online booking site গুলো দিয়ে চেক করলে কম rate পেতে পারেন. একই হোটেল goibibo, makymytrip, cleartrip সব গুলো দিয়ে চেক করবেন, যেটায় কম পাবেন নিয়ে নেবেন.
তবে সাবধান করে দিচ্ছি, রামকৃষ্ণ বিচ এর সামনে কত গুলো বাঙালি হোটেল আছে নাম বলা উচিত হবে না .চেষ্টা করবেন এগুলোতে না থাকার. এগুলোর ভাড়াও খুব বেশি হয় আর রুম ভালো হয়না..দেখবেন রাত্রে বেলা হয়তো বাথরুম , ঘরে আরশোলা ঘুরে বেড়াচ্ছে.
8. Shopping এর জন্য যাবেন CMR Central , CMR Shopping mall, আর Vishakhapatnam Central এ (এটা famous Central group এর)
9. Vizag ঘোরার জন্য গাড়ি ভাড়া 2 দিনের (5000 -7000 total) ধরে চলুন. দরাদরি করে যত কমাতে পারবেন আপনার লাভ.
10. Andhra Pradesh Govt. tourism থেকে araku tour এর per head টিকিট 956 টাকা.এতে ট্রেনে যাওয়া ,বাসে ফেরা, breakfast, lunch আর বিকেলের snacks include থাকে অনলাইন বুকিং করাও হয় . choose করবেন "by road araku" trip. ( [You must be registered and logged in to see this link.] )
অথবা Kolkata অফিস থেকে টাকা দিয়ে বুক করতে পারেন. (APTDC office: 4/1, Sikkim House, Middleton Street Tele/Fax: +91 33-22813679 +91 9330999811)
11.. চিড়িয়াখানা (Indira gandhi zoo) আর film city টা বাদ দিলেও দিতে পারেন. যদিও ফিল্ম সিটির ওপর থেকে কয়েকটা ভালো ভিউ পয়েন্ট পাবেন.সেটা গাড়ি নিয়ে কিছুটা উঠে ..দাঁড়িয়ে কটা ছবি তুলেও নিচে নেমে আসতে পারেন.
12. Submarine Museum সোমবার বন্ধ থাকে কিন্তু. বাকিদিন দুপুর 2pm-9pm অব্দি খোলা থাকে.আর রোববার সকাল 10am থেকে খোলা রাত 9pmঅব্দি ..মাঝে 12-2pm অব্দি বন্ধ থাকে.
13. খাবারের দাম খুব বেশি নয় ভালো juice ও পাওয়া যায় সস্তায়.
খরচ কিন্তু মোটামুটি সব কটার বলে দিয়েছি.দুজনের জন্য আপনারা হিসেবে করে নিতে পারেন. তাও বলবো দুজনের জন্য 16-17000 ধরে চলুন যদি ভালো হোটেল আর গাড়ি ভাড়া করে ঘোরেন...যদি অটো ভাড়া করে ঘুরলে খরচ কম হবে. Vizag trip নিজেরাই করে আসতে পারেন .এটার জন্য কোনো tourism company সাহায্য লাগবে না.নিজেদের মতন করে বেশ ভালো ভাবে ঘুরতে পারেন.

#vizag
#vishakhapattanam
#Vishakhapatnam
#ভাইজাগ
#ভিশাখাপত্তনম