এপ্রিলের ২তারিখ ভাইজ্যাক গিয়েছিলাম ।
তারই কিছু অভিজ্ঞতা share করছি ।আগেই বলে রাখা ভালো অভিজ্ঞতা নিতান্তই ব্যক্তিগত।
আমার এই অভিজ্ঞতা যদি কারো কাজে লাগে ততাই share করছি।
Smileপ্রথমেই বলি আমি যে সময় গেছি মানে April এটা Vizag যাওয়ার উপযুক্ত সময় নয়।April থেকে
September পর্যন্ত প্রচন্ড প্রচন্ড গরম। বিকেলের দিকে হাওয়া চলে। কিন্তু দিনের বেলা হাওয়া চললেও অসম্ভব গরম । প্রায় 45-46। তাই Octoberথেকে Middle of March এই সময় টাই Best। আরামে ঘুরতে পারবেন।
Smile Ac গাড়ি থেকে বারবার sightseeing এর জন্য নামার কারনে গরমটা আরো বেশি লাগে।
Smile Vizag এর প্রায় সব sightseeing plece গুলো ১০থেকে ১২কিলো মিটারের মধ্যে।
Smileসব sightseeing গুলোর entry fee কোনোটা ৪০/ কোনোটা ৭০/ কোনোটা ৩০/ টাকা।
Smile কৈলাস গিরি দেখতে গেলে শিব পার্বতির statue হেঁটে দেখা যায় । মানে গেট দিয়ে ঢুকে ১২-১৫ পা হাঁটলেই দেখতে পাবেন। শিব পার্বতির মুর্তি cable car বা toy train. এ চড়ে দেখা যায় না । এগুলো only for view.
cable car 150/ each prsn
toy train ac cmprtmnt 150/
nrml 75/
Smile zoo প্রতি সোমবার বন্ধ থাকে ।zooতে ৭০/ টাকা entry fee দেওয়ার পরেও অতিরিক্ত ৭৫০/ টাকা দিলে নিজের personal car করে zoo দেখতে পারবেন। local লোকজন কে জিজ্ঞাসা করলে বলবে zoo বেশি বড়ো না ৩-৪কিলোমিটার হেঁটে দেখা যায় ।কিন্তু বিশ্বাস করুন কম করে ১০কিলোমিটার হবে ।তাই বললাম ৭৫০/ টাকা pay করে গাড়ি নিয়ে ঘুরুন। বয়স্ক কেউ থাকলে তিনি অত হাঁটতে পারবেন না।
Smile সিমাচলম মন্দিরে প্রচুর ভিড় হয়। ওখানে হাতে সময় নিয়ে যাবেন দুটো লাইন থাকে একটা ১০০/ টাকা একটা ৩০০/টাকা । ১০০/টাকার লাইন আর বিনা টাকার সাধারণ লাইনের কোনো পার্থক্য নেই ।দু'টো লাইনই ভেতরে গিয়ে এক হয়ে যাবে আর দর্শন দুর থেকে হবে ।দর্শন করতে minimum ৩ ঘন্টা । কিন্তু৩০০/ টাকার লাইনে দর্শন করতে maximum 15 মিনিট সময় লাগবে আর দর্শনও অনেক কাছ থেকে হবে। তাই হাতে সময় থাকলে সাধারন লাইনে দাঁড়ান। আর টাকার লাইনে দাঁড়াতে হলে ৩০০/ টাকার টায় দাঁড়ান। কারন ১০০/ টাকার টায় দাঁড়িয়ে বেকার সময় নষ্ট হবে। চেস্টা করবেন কম সময় লাগাতে ।তাহলে বাকি spot গুলো ভালো করে দেখতে পারবেন।
Smileওখানকার Driver দের ৩০মিনিট মানে আমাদের ১ঘন্টা ধরে চলবেন।মানে ধরুন ওদের যদি কোনো জায়গার যাওয়ার সময় জানতে চান তখন ওরা যদি বলে ১৫মিনিট লাগবে আপনি সেটা ৩০মিনিট ধরবেন। বা কোনো জায় গার দুরত্ব 1কিলোমিটার বললে ২কিলোমিটার ধরবেন। তাই সেই ভাবে হাতে সময় নিয়ে বেরোবেন।
Smile একটু ভাষাগত সমস্যা হবে । কেউ কেউ হিন্দী জানেন আবার কেউ জানেন না English ও তাই । তাই car book করার সময় বলে নেবেন ।নাহলে পরে language issues হতে পারে।
১০Smile Shopping করার মতো কিছুই নেই। আমাদের দীঘা পুরীর মতো beach এ কেনার কিছু নেই। South Indian শাড়ি কিনতে হলে আর South Indian dhoti কিনতে হলে South Indian mall আছে ওখানে ভালো পেয়ে যাবেন reasonable price এ। এই দুটো জিনিস ছাড়া আর কিছু নেই কেনার মতো যদিও কলকাতাতেও same quality র এগুলো পাবেন same price এ।
South Indian Mall টা Jagdamba Market এ আছে
১১Smileব্যক্তিগত কারনে Arakku যাওয়ার প্ল্যান cancel করতে হয় তাই কিছু লিখতে পারলাম না।
যাযা লিখলাম সব একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা ।
এডমিন প্যানেলে যিনি আছেন please এপ্রুভ করে দিন ।আগামী দিনে যারা যাবেন হয়তো তাদের একটু উপকার হলেও হতে পারে।
আবার বলছি April to September এই সময়টা Vizag না যাওয়াই ভালো
######## Devroy Puja
#Vizag Arakku র Sightseeing গুলো বলে দিলাম। মনে করে মিলিয়ে মিলিয়ি ঘুরবেন । নাহলে Driver মাঝে দু একটা spot বাদ দিয়ে দেবো বুঝতে পারবেন না । আমি লিস্ট করে printout করে নিয়ে গিয়েছিলাম ।দেখি Driver দুটো spot না দেখিয়ে hotel back করছেন আমি জিজিজ্ঞাসা করাতে বলল ভূলে গেছি ।কাল দেখিয়ে দেব।
Vizag local sightseeiVizag local sightseeing
1.Shuting spot
2.Thotlakonta Buddhist monastery(car prking30/)
3.Bhimli beach
4.Natural arch
5.Rama Naidu filmcity(60/Ef)
6.Rishikonda /beach
7.Zoo park(50/Monday close)
8.Tenity park
9.Kailash Giri(5/-100/-
10.Vudapark
11.Vishakha musium(ef10/)
12.Submarine musium(ef40/)
13.Aircraft musium(ef70/)
14.Kali mata temple
15.Rk beach
16.Fish aquarium
17.Shimachalam mandir
18.Air port
19.Yarada beach
20.Light house
21.Dolphin nose
22.Sagar Durga temple
23.Fishing harbour
25.Three temple
26.Ganga barn port view point
27.Musical fountain
28.Thotlakonda beach view point
29.fisshing Harbor boating
Arakku velly sightseeing
1.Araku
2.Padma garden
3.Trible musium(40/)
4.Coffie musium
5.View point
6.Coffee garden
7.Borrah cave(70/ef)
8.Damaku view point
9.AP tourism zung
10.Galikonda view point
11.Tatiguda water fls""""
12.Botanical garden(40/)
13.Rosehill church