Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.


Churn : Universal Friendship
Welcome to the CHURN!

To take full advantage of everything offered by our forum,
Please log in if you are already a member,
or
Join our community if you've not yet.

Churn : Universal Friendship
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Churn : Universal Friendship Log in

PEACE , LOVE and UNITY


descriptionমাধ্যমিক গণিত সাজেশন ২০২০  ছোটো প্রশ্ন  Emptyমাধ্যমিক গণিত সাজেশন ২০২০ ছোটো প্রশ্ন

more_horiz

West Bengal Madhyamik Mathematics Short Question suggestion 2020 :            

মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ সামনে মাধ্যমিক সকল বিষয়ে সকলেই প্রস্তুতি নিচ্ছে ,আর এই মাধ্যমিকের ছাত্রছাত্রীদের প্রস্তুতি সম্পূর্ণ করতে এই পোস্টটি (madhymik last time suggestion) । মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে বিষয়টিতে সকলের প্রায় একটু অসুবিধা হয়ে থাকে, হ্যাঁ সেই গণিতের সাজেশন (madhymik last time suggestion) নিয়ে আলোচনা করবো। গণিতের বিষয়ের মধ্যে short  question (MCQ type , true false questions type ,২ নম্বর এর short question ) । আশা করা যায় এই নীচের দেওয়া short  question থেকে এই বছর (madhyamik 2020) আসবে।
 

1.নিম্নলিখিত প্রশ্নগুলির ঠিক উত্তর নির্বাচন কর :-                                 6×1

i) X% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের X বছরের সুদ X টাকা হলে, মূলধনের পরিমাণ কত?         a) X      b) 100X  c) 100/X  d) 10x
ii) যদি x, 2x, 3 এবং y সংখ্যা চারটি সমানুপাতী হয়, তবে y-এর মান  – a) 4x b) 6x c) 4 d) 6
iii) ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD//BC এবং ∠ABC = 75 ° হলে ∠BCD -a)105 °  b) 75°  c) 45°  d) 15°
iv) A ও B কেন্দ্র বিশিষ্ট দু’টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে যাদের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে ????? ও অতএব AB-এর দৈর্ঘ্য  - a) x b) 2x c) 3x d) 3/2x
v) যদি 18° = (π/p) c হয়, তবে p-এর মান হল – a) 10° b) 10, c) π/10, d) 2π/5
vi) 2,8,2,3,8,5,9,5,6 – সংখ্যাগুলির মধ্যমার মান a) 8 b) 5.5 c) 6.5 d) 5



Code:

http://churn.forumotion.com/f18-education



 

2. নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থান পূরণ কর (5টি):-                            1×5

i) 7500 টাকার 20% = _________টাকার 150%.
ii) √5- 4 ও এর অনুবন্ধী করণীর সমষ্টি __________।
iii) কোন বৃত্তের কেন্দ্র থেকে ঐ বৃত্তের বৃহত্তম জ্যা-এর লম্ব দূরত্ব হল ______
iv) ΔABC-এর পরিকেন্দ্র O। যদি ∠OAB = 50° হয়, তবে ∠ACB = __________।
v) L দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ একটি R ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে _____ কোণ উৎপন্ন করে।
vi) 2,2,4,3,5,4,6,2,8 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান হল________।


Code:

http://churn.forumotion.com/f18-education



 

3. নিম্ন লিখিত বাক্যগুলি সত্য না মিথ্যা বল (5টি):-                                  1×5

Login করলে বাকি অংশ দেখা যাবে


i) বার্ষিক 3% সরলসুদের হারে 5000 টাকার 5 বছরের সুদাসল 5675 টাকা।
ii) যদি x = √6 + √5 এবং xy = 1 হয়, তবে y –এর মান √6 – √5।
iii) দু’টি সর্বসম ত্রিভুজ অবশ্যই সদৃশ।
iv) (1/ cosec² θ) + (1/ cosec² (90² – θ) এর সরলতম মান 1 নয়।
v) কোন নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার আয়তনের শতকরা বৃদ্ধি 300%.
vi) 3,5,0,4,9,7,6,3,8 – সংখ্যাগুলির গড় মান হল 6।

4. যে কোন 10টি প্রশ্নের উত্তর দাও:-                       10 x 2

i) যদি কোন মূলধন তার 5 বছরের সুদাসলের অনুপাত 5:6 হয়, তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় কর।
ii) 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে বার্ষিক সুদের হার নির্ণয় কর।
iii) যদি x/2 = y/3=z/4 হয়, তবে x-2y+4z / 4y-এর মান নির্ণয় কর।
iv) যদি a+b = √5 এবং a-b = √2 হয় , তবে 8ab (b² +a² )-এর মান নির্ণয় কর।
v) ΔABC-এর পরিকেন্দ্র O এবং OD⊥BC। যদি ∠BOD = 76° হয়, তবে ∠BAC-এর মান নির্ণয় কর।
vi) ABC বৃত্তে B ও C বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের অন্তর্গত কোণের মান 120° হলে ∠BAC-এর মান নির্ণয় কর।
vii) একটি বৃত্তে AB এবং AC জ্যা দু’টি পরস্পর লম্ব। যদি AB = 16 সেন্টিমিটার এবং AC =12 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর।
viii) x² +sin²40° + sin²50° = sin²30° +1 – cos²60° হলে x এর মান নির্ণয় কর।
ix) সরলতম মান নির্ণয় কর : cot27° tan45° cot63°
x) একটি ঘনকের আয়তন 125 ঘন সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।


Code:

http://churn.forumotion.com/f18-education


xi)একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার হলে শঙ্কুটির ভূমির ব্যাস নির্ণয় কর।
xii) 1 এবং 20-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় কর।







### তোমার সাহায্যে আমরা পাশে আছি, তুমি এগিয়ে যাও।
# প্রিয় ছাত্র - ছাত্রী যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তবে মনে রাখবে সেটা অনিচ্ছাকৃত।
নিচে কমেন্ট করো। ঠিক করে দেওয়া হবে।

CLASS TEN  MATHEMATICS
#Madhyamik #2020 #MATHEMATICS #Suggestions
#গণিত #মাধ্যমিক



tags- 2020 Madhyamik Math Suggestion, WBBSE Mathematics Suggestion 2020, Free 2020 Madhyamik Math Suggestion, WBBSE Mathematics . West Bengal Madhyamik math Suggestion 2020 WBBSE Board , West Bengal Board of Secondary Education Madhyamik Mathematics Suggestion in Bengali version. ...  Madhyamik 2020 Suggestion for 10th Class students.পিথাগোরাসের উপপাদ্য , মাধ্যমিক ২০২০ , মাধ্যমিক ২০২০ অঙ্ক সাজেশন,পিথাগোরাসের উপপাদ্যের সমাধান,MCQ,Madhyamik Mathematics MCQ, Madhyamik 2020 Mathematics Suggestion,West Bengal Madhyamik (Secondary) 2020 Mathematics Suggestion

Last edited by Admin on Tue Dec 24, 2019 12:43 pm; edited 2 times in total

descriptionমাধ্যমিক গণিত সাজেশন ২০২০  ছোটো প্রশ্ন  EmptyRe: মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ ছোটো প্রশ্ন

more_horiz
উপরের প্রশ্নগুলোর উত্তর দেউ

descriptionমাধ্যমিক গণিত সাজেশন ২০২০  ছোটো প্রশ্ন  EmptyRe: মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ ছোটো প্রশ্ন

more_horiz
উত্তর
1)
i) c) 100/x
ii) d) 6
iii) a) 105°
v) a) 10°
Vi) d) 5

descriptionমাধ্যমিক গণিত সাজেশন ২০২০  ছোটো প্রশ্ন  EmptyRe: মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ ছোটো প্রশ্ন

more_horiz
2)
i) 1000
ii) -8
iii) 0
iv) 40°
v) L/R
Vi) 2

descriptionমাধ্যমিক গণিত সাজেশন ২০২০  ছোটো প্রশ্ন  EmptyRe: মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ ছোটো প্রশ্ন

more_horiz
3)
i) মিথ্যা
ii) সত্য
iii) সত্য
iv) মিথ্যা
v) মিথ্যা
vi) মিথ্যা

descriptionমাধ্যমিক গণিত সাজেশন ২০২০  ছোটো প্রশ্ন  EmptyRe: মাধ্যমিক গণিত সাজেশন ২০২০ ছোটো প্রশ্ন

more_horiz
privacy_tip Permissions in this forum:
You cannot reply to topics in this forum