সব ভ্রমণ পাগলাদের অফুরান ভালোবাসা।3/4 দিনের ছুটি নিয়ে বেনারস টিপস।যখনই যান শীতকাল বেস্ট।মানে ঐ লক্ষীপুজোর পর থেকে এই ফেব্রুয়ারি অব্দি।।

হোটেল: চেষ্টা করবেন গদলিয়া চক/বা নন্দী সেন্ট্রাল(একই জায়গা) থেকে হরিশ্চন্দ্র ঘাট এর মাঝে থাকতে।।এই জোনে খাওয়া দাওয়া,সব কিছুই বেশ ভালো।

প্রথম দিন:কাশী বিশ্বনাথ দর্শন করুন।auto বা toto যাতেই যান,ঐ নন্দী সেন্ট্রাল এই ছাড়বে,বলে রাখি টোটো avoid করুন।।auto বেস্ট। এবার ওখান থেকে 1no গলি দিয়ে সোজা গিয়ে দর্শন করলেন।এখানে ফোন বা জুতো নিয়ে ঢোকা যাবে না।।সেক্ষেত্রে আপনাকে দোকানের লকারে রাখতে হবে।ঝামেলা টা এখানেই।শুধু জুতো বা ফোন রাখলেই হবে না,কমপক্ষে 100 টাকার ডালা কিনতেই হবে।জোর করে!!
বলে রাখি 4 no গেটে চলে যাবেন auto করে।10/20 টাকা নেবে।।বা 1no গলি দিয়েই সোজা বেরিয়ে একটু ঘুরেই 4no গলি।ওখানে সরকারি লকার আছে ।।নিশুল্ক।সেক্ষেত্রে আপনার 100 টাকা বেঁচে গেল।
হয়ে গেলে ঐ 1no গলি তেই আসুন।ওখানে অন্নপূর্ণা অন্নক্ষেত্র আছে ।বিনা পয়সায় মায়ের কৃপায় দারুন খাবার উপভোগ করুন।হয়ে গেলে বেরিয়ে দশাশ্বমেধ ঘাট চলে যান,ঘুরুন,এক্কেবারে সন্ধ্যা আরতি দেখে হোটেলে ফিরুন

দ্বিতীয় দিন: auto নিন।অনিল দা,7607750409,এনাকেই কেন suggest করলাম,সেটা আপনিও বুঝে যাবেন ।1200/1500 র ভিড়ে মাত্র 700 টাকায় সারণাথ,থাই পার্ক,mueseum,গোল্ডেন বুদ্ধ temple,(যে সব আত্মীয়রা চাতক পাখির মত বসে থাকে কিছু আনবেন ভেবে,তাদের জন্য এখান থেকেই মার্কেটিং করুন।।খুব সস্তায় হয়ে যাবে