◆◆ হরিদ্বার -এর মায়া দেবীর মন্দির >> সতীপীঠ ◆◆


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
◆ বর্ণনা ----->
মন্দিরটি একাদশ শতাব্দীতে স্থাপিত হয় । দেবী মায়া হরিদ্বারের অধিষ্ঠাত্রী দেবতা । এটা বিশ্বাস করা হয় যে হরিদ্বারে দেবী সতীর হৃদয় এবং নাভির অংশ পড়েছিল এবং যে স্থানে পতিত হয়েছিল, সেই স্থানটি মায়াদেবীর মন্দির নামে পরিচিত ।
মায়াদেবীর এই মন্দিরটিকে সিদ্ধেশ্বরী বলে বিবেচনা করা হয় । মন্দিরের ভিতরে বামদিকে মা কামাখ্যা, মধ্যস্থানে দেবী কালী, ডানদিকে মায়াদেবী । অভ্যন্তরীণ মাজারে আরও দুই দেবী উপস্থিত রয়েছেন, যারা শক্তির রুপ!

#অবস্থান ----->
মন্দিরটি হরিদ্বারের বিড়লা ঘাটের কাছেই অবস্থিত ।
হর কি পৌড়ি থেকে মন্দিরটির দূরত্ব ২.১ কিমি!
অটো রিকশার মাধ্যমে মন্দিরে যাওয়া যেতে পারে অথবা হর কি পৌড়ি থেকে হেঁটেও ঐ স্থানে পৌঁছানো যেতে পারে ।

#ভৈরব ----->
দেবীর মন্দিরের লাগোয়া একটু এগিয়ে গিয়েই শ্রী আনন্দ ভৈরবের মন্দির ।

#হরিদ্বার -এর #মায়া #দেবীর #মন্দির - #সতীপীঠ #Maya #Devi #Temple #Haridwar