🌎🌏🌐🌍🌎

কম খরচে লাদাখ ভ্রমণ :--

আমি এই লেখার মাধ্যমে হিমালয়ের আর একটি অনন্য সুন্দর অথচ দুর্গম অঞ্চল লাদাখ সার্কিট গন পরিবহনের মাধ্যমে যথা সম্ভব কম খরচে কি করে ভ্রমণ করা যায় সেই ব্যাপারে আলোচনা করতে চেষ্টা করব।
এটা ঠিক যে দুর্গমতা ও গন পরিবহন ব্যাবস্থার কিছুটা অপ্রতুলতার কারনে এই অনন্য সুন্দর অঞ্চলটির ভ্রমণের খরচ তুলনামুলক ভাবে একটু বেশি কিন্তু এমন নয় যে প্রচুর টাকা খরচ না করলে লাদাখ ভ্রমণ করা সম্ভব নয়।

আমার এই লেখাটি সেই সব সোল বা দুই জন ভ্রমণার্থি বা ভ্রমণ পিপাসু মানুষ দের উদ্দেশ্যে লেখা যাঁরা কষ্ট সহ্য করেও কম খরচে ঘুরতে আগ্রহী। ভ্রমণ যাঁদের কাছে বিলাসিতা নয়, নেশা বা মুক্তির আনন্দ।
প্রথমেই জানিয়ে রাখি গন পরিবহন ব্যাবস্থার মাধ্যমে চুমাথাং সেক্টর দিয়ে কিন্তু ভ্রমণ করা সম্ভব নয়। লেহ্ থেকে বিভিন্ন জায়গা গিয়ে আবার ফিরে এসে অন্য জায়গায় যেতে হবে। এ ছাড়া অন্য আর কোন উপায় নেই।

👬 একমোডেশনের হিসাবের ক্ষেত্রে এখানে দুই জন ভ্রমণার্থি ধরে নিয়ে জন প্রতি হিসাব দেওয়া হয়েছে।

📃📃 14 দিনের ভ্রমণ সুচি:--
( জম্মু থেকে দিল্লি )

🌞 Day 1 জম্বু

যদিও প্রথম দিন জম্মু পৌঁছে সেদিন ই শ্রীনগর পৌঁছান সম্ভব কিন্তু তাহলে শ্রীনগর পৌঁছতে যথেষ্ট রাত হয়ে যাবে তাই এদিন টা জম্মুতে থাকুন এবং এই অসাধারণ সুন্দর শহরটি ঘুরে দেখুন। স্টেশন থেকে বেরিয়েই বাস স্টান্ডে যাবার বাস পাবেন। 10 টাকা ভাড়া।

🏤 একমোডেশন :-- 300 টাকা
বাস স্টান্ডের সঙ্গেই হোটেল পাবেন।
🍴 খাওয়া খরচ:-- 200 টাকা
👉 মোট খরচ:-- 300+200 = 500 টাকা

🌞 Day 2 জম্বু -- শ্রীনগর
322 কিমি 8/9 ঘন্টা
ভাড়া 320 টাকা JKRTC Bus

এই দিন যত তাড়াতাড়ি সম্ভব শ্রীনগরের বাস ধরতে চেষ্টা করুন। অসম্ভব সুন্দর জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে বাস টি বিকালের দিকে শ্রীনগর গিয়ে পৌঁছবে। শ্রীনগরে পৌঁছে ডাল গেটের কাছে বাস থেকে নেমে পরে ডাল লেকের কাছে TRC (Tourist Reception Counter) তে গিয়ে পরের দিনের শ্রী নগর থেকে লেহ্ যাবার বাসের টিকিট বুকিং করে ফেলুন। অতি অবশ্যই বাসের টিকিট এডভান্স বুকিং করবেন না হলে ভোর বেলা বাস ছাড়ার আগে গিয়ে টিকিট না পাবার সম্ভাবনাই বেশি কারণ বেশির ভাগ ক্ষেত্রে সারা দিনে এই একটি বাস ই যায়।

🏤 একমোডেশন:- 350 টাকা।
ডাল লেকের পিছন দিকে ডাল গেটের কাছে প্রচুর বাজেট হোটেল আছে।
🍴খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 320+350+250 = 920 টাকা + 500 টাকা = 1420 টাকা।

🌞 Day 3 শ্রীনগর - কার্গিল
203 কিমি 9/10 ঘন্টা
ভাড়া 1300 টাকা ( লেহ্ পর্যন্ত)

শুনেছি এই ডিলাক্স বাসটা শ্রীনগর থেকে লেহ্ যাবার সময় বিভিন্ন টুরিস্ট স্পটে থেমে সেগুলি দেখার সুযোগ দেয়। সুতরাং এই বাসে গেলে লেহ্ পৌঁছনর পথেই ভ্রমনার্থি দের কার্গিল ওয়ার মেমরিয়াল, গুরুদ্বার পাত্থর সাহিব, ম্যাগনেটিক হিল, জান্সকার কনফ্লুয়েন্স প্রভৃতি দেখা হয়ে যাবে। তবে ভ্রমণার্থি রা এই ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন। সকাল 7 টায় যাত্রা সুরু করে বিকেল বেলা বাস টি কার্গিল পৌঁছাবে।
যেহেতু পরের দিন ভোর 5 টার সময় বাসটি ছাড়বে তাই চেষ্টা করুন বাস স্টান্ডের কাছেই হোটেল নিতে।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 200 টাকা।
👉 মোট খরচ:-- 1300 + 350 + 200 =1850 টাকা + 1420 টাকা = 3270 টাকা

🌞 Day 4 কার্গিল - লেহ্
270 কিমি 10/ 12 ঘন্টা
ভাড়া 0 (আগের দিনেই ধরা
আছে )

এই দিন ভোর বেলা 5 টার সময় যাত্রা সুরু করে বিকেল নাগাদ বাস টি লেহ্ পৌঁছবে।

🏤 একমোডেশন:- 350 টাকা।
শান্তি স্তুপের দিকে রাস্তায় প্রচুর গেস্ট হাউস আছে এবং এই দিকটা নিরিবিলি ও শান্ত ফলে থাকতে ভাল লাগবে।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 350 + 250 = 600 টাকা + 3270 টাকা = 3870 টাকা।

🌞 Day 5 লেহ্
লোকাল সাইট সিইং
🚕ভাড়া 600 টাকা (টুরিষ্ট শেয়ার্ড ট্যাক্সি)

এই দিন প্রথমেই Inner Line Permit (ILP) এর জন্য যা যা করা দরকার সেই গুলি করে ফেলুন। এই ব্যাপারে যে গেস্ট হাউসে থাকবেন তাঁদের সাহায্য নিন। প্রত্যেক গেস্ট হাউস ই এই ব্যাপারে সাহায্য করে। দরকার হলে ভাড়া নেবার আগেই এই ব্যাপারে কথা বলে নিশ্চিত হয়ে নিন। তার পর লেহ্ লোকাল সাইট সিইং করতে বের হন।
এই লোকাল সাইট সিইং এর ক্ষেত্রে কোন গন পরিবহনের ব্যাবস্থা নেই। যদি আপনি বাইক চালাতে পারেন তবে সব থেকে সুবিধে জনক। একটা একটিভা বা স্কুটি সারা দিনের জন্য ভাড়া নিন। 800/1000 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি সেটা না পারেন তবে টুরিষ্ট শেয়ার্ড ট্যাক্সিতে করে ঘোরা ছাড়া আর কোন উপায় নেই।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 600+ 350 + 250 = 1200 টাকা + 3870 টাকা = 5070 টাকা

🌞 Day 6 লেহ্ - ডিস্কিট - হুন্ডার (নুব্রা)
116-14 কিমি 4-1 ঘন্টা
🚍 ভাড়া 220 + 50 টাকা
(বাস ও শেয়ার্ড গাড়ি)

প্রত্যেক মঙ্গলবার, বৃহষ্পতি বার এবং শনি বার সকাল বেলা 6 টার সময় লেহ্ থেকে ডিস্কিটের বাস ছাড়ে। এই বাসে করে ডিস্কিট গিয়ে মনাস্ট্রি দেখে লোকাল শেয়ার্ড ট্যাক্সি তে বা হিচ হাইক করে হুন্ডার পৌঁছে সেখানেও থাকতে পারেন বা হুন্ডার ঘুরে ফিরে এসে রাত্রে ডিস্কিটেও থাকতে পারেন। এছাড়া শুকুরু (হুন্ডারের পরে ) জন্য একটি বাস প্রতি বৃহষ্পতি আর শনি বার সকাল 7 টার সময় যাত্রা করে। সেটাতে করেও ডিস্কিট বা হুন্ডারে নেমে যেতে পারেন। যে দিন পৌঁছবেন তার পরের দিন সকাল 7টা নাগাদ এই বাস গুলি ধরে লেহ্ ফিরে আসুন। অতি অবশ্য আগের দিন টিকিট অ্যাডভান্স বুকিং করবেন না হলে জায়গা পাবার নিশ্চয়তা নেই।

🏤 একমোডেশন:- 400 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 270 + 400 +250 = 920 টাকা + 5070 টাকা = 5990 টাকা।

🌞 Day 7 নুব্রা - লেহ্
116-14 কিমি 4-1 ঘন্টা
🚍 ভাড়া 220 + 50 টাকা
(বাস ও শেয়ার্ড গাড়ি)

এই দিন একই ভাবে লেহ্ ফিরে আসুন।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 270 + 350 + 250= 870 টাকা + 5990 টাকা = 6860 টাকা

🌞 Day 8 লেহ্ - প্যাংগং সো
160 কিমি 6 ঘন্টা
ভাড়া 270 টাকা

প্রত্যেক মঙ্গলবার, বৃহষ্পতিবার,রবিবার সকাল 6.30 মিনিটে একটি বাস প্যাংগং সোর তিনটি জায়গা স্প্যাঙ্গমিক, মান, মেরাক পর্যন্ত যায়। এই বাসে করে প্যাংগং সোর ধারে কোন একটি জায়গায় নেমে যেতে পারেন। এছাড়া রবিবার সকাল 7 টায় আর একটি বাস চুসুলের উদ্দেশ্যে যাত্রা করে যেটাও উপরিউক্ত তিনটি জায়গা হয়ে যায় ফলে সেটা করেও প্যাংগং সো পৌঁছতে পারেন।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 270 + 350 + 250 = 870 টাকা + 6860 টাকা = 7730 টাকা

🌞 Day 9 প্যাংগং সো - লেহ্
আগের দিন যে বাসটা করে গিয়ে ছিলেন পরের দিন সকালে সেই বাসে করেই লেহ্ ফিরে আসুন।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 270 + 350 + 250 = 870 টাকা + 7730 টাকা = 8600 টাকা

অনেকেই সেমোরি রি যান না তাই ইচ্ছে করলে এখানেই আপনি লেহ্ ভ্রমণ শেষ করতে পারেন অথবা সোমোরি রি ভ্রমণ করতে পারেন।

🌞 Day 10 লেহ্ - সোমোরি রি
221 কিমি 10 ঘন্টা
ভাড়া 370 টাকা

প্রত্যেক মাসের 10, 20 এবং 30 তারিখে সকাল 6.30 মিনিটে লেহ্ থেকে সোমোরি রি যাবার বাস পাওয়া যায়। সুতরাং কেউ যদি বাসে করে সোমোরিরি যেতে চান তবে তার ভ্রমণসুচী সেই ভাবেই তৈরি করতে হবে।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 370 + 350 + 250 = 970 টাকা + 8600 টাকা = 9570 টাকা

🌞 Day 11 সোমোরি রি - লেহ্
221 কিমি 10 ঘন্টা
ভাড়া 370 টাকা

যে বাসটা আগের দিন গিয়েছিল সেটাই পরের দিন ভোরবেলা সোমোরি রি থেকে যাত্রা সুরু করবে লেহ্ ফেরার জন্য। এই বাসটা তে করেই লেহ্ ফিরে আসতে হবে।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 370 + 350 + 250 = 970 টাকা + 9570 টাকা = 10540 টাকা

🌞 Day 12 লেহ্ -- কেলং
358 কিমি 12 ঘন্টা
ভাড়া 450 টাকা

লেহ্ বাস স্টান্ড থেকে প্রতি দিন ভোর 4.15 সময় যে বাসটি কেলং এর উদ্দেশ্যে যাত্রা করে সেটি ধরে বিকাল বেলা কেলং পৌঁছন। এই বাসে করে কেলং পৌঁছতে হলে অতি অবশ্যই আগের দিন টিকিট কাটবেন না হলে সকাল বেলা সিট না পাবার সম্ভাবনাই বেশি।

🏤 একমোডেশন:- 350 টাকা।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 450 + 350 + 250 = 1050 টাকা + 10540 টাকা = 11590 টাকা

🌞 Day 13 কেলং - মানালি - দিল্লি
115/540কিমি 4/15 ঘন্টা
ভাড়া 175 / 750 টাকা

এই দিন সকাল বেলা কেলং থেকে মানালি পৌঁছে বিকেল বেলা দিল্লির বাস ধরুন।
🍴 খাওয়া খরচ:- 250 টাকা।
👉 মোট খরচ:-- 175 + 735 + 250 = 1160 টাকা + 11590 টাকা = 12750 টাকা।

🌞 Day 14. দিল্লি

👉 এর সঙ্গে ILP খরচ, Entry fee ইত্যাদি যোগ করলে খরচ মোটামুটি 13000 টাকার মতন হবে।

👉 এই ভাবে ভ্রমণ করতে হলে ভ্রমণসুচী লাদাখের বাসের তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করতে হবে।

👉 কম খরচে লাদাখ ভ্রমণ করতে হলে অতি অবশ্যই সিজিনের একদম শেষের দিকে ( সেপ্টেম্বর 15 থেকে ) ভ্রমণ করতে হবে।

👉 এক্ষেত্রে যেখানে স্থানীয় মানুষেরা আহার করেন বা ধাবা তে আহার করতে হবে।

👉 যদি বাসে করে ভ্রমণ করা সম্ভব না হয় তবে লোকাল শেয়ার্ড ট্যাক্সি ( যে গুলিতে করে স্থানীয় মানুষরা যাতায়ত করেন ) তে ভ্রমণ করতে পারেন। পোলো গ্রাউন্ডের সামনে থেকে এই ট্যাক্সি গুলি ছাড়ে। এই ভাবে ভ্রমণ করলে খরচ সামান্য বাড়তে পারে।

👉 যদি লোকাল শেয়ার্ড ট্যাক্সিতে ও সম্ভব না হয় তবে ট্যুরিষ্ট শেয়ার্ড ট্যাক্সি তে করে ভ্রমণ করতে পারেন। যেহেতু লাদাখে দেশ ও বিদেশ থেকে বহু সোলো বা দুই জন ভ্রমণার্থি ভ্রমণের উদ্দেশ্যে এখানে আসেন এবং প্রত্যেকেই খরচ কমানোর জন্য শেয়ারের গাড়িতে যেতে চান তাই সিজিনে টুরিষ্ট শেয়ার্ড ট্যাক্সি পাওয়া বা তাতে করে ভ্রমণ করা খুব একটা কষ্টকর নয়। বিভিন্ন রেস্টুরেন্টে, বা দোকানে কাগজে আটকান থাকে যাতে লিখে বহু ভ্রমণার্থি যাবার ইচ্ছা ব্যাক্ত করেন। এই সব জায়গা থেকে সঙ্গির হদিস পেতে পারেন। এছাড়া বহু লোকাল ট্যুর অপারেটর এই ধরনের ট্যুরিষ্ট শেয়ার্ড ট্যাক্সির ব্যাবস্থা করে দেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করলেও ব্যাবস্থা হয়ে যাবে।
এই ভাবে ভ্রমণ করলে উপরিউক্ত খরচের সঙ্গে আরো 4000/4500 টাকা যোগ করতে হবে।

👉 লেহ্ থেক ভোর 4 টের সময় HPRTCর একটি Semi Deluxe Bus ( আমি এটাতেই ভ্রমণ করেছিলাম ) ছাড়ে যেটা একটান 17 ঘন্টা যাত্রা করে রাত 9 টার সময় মানালি পৌঁছায়। এই বাসে করে এসে রাত 9.30 নাগাদ দিল্লির যে শেষ বাসটা ছাড়ে সেটা ধরতে পারলে ভ্রমণের দিন কমে যাবে। এছাড়া টুরিষ্ট শেয়ার্ড ট্যাক্সিতে করে ভ্রমণ করলে উচিত হবে দিনের দিন প্যাংগং লেক দেখে লেহ্ তে ফিরে আসা। এই ভাবে ভ্রমণ করলে ভ্রমণের সুচী থেকে দুটো দিন কম করা যাবে এবং 1200 টাকা খরচও কমবে।

👉 এই বছর যত দুর জানি প্যাংগং লেকের পাড়ের সমস্ত তাঁবু উঠিয়ে দেওয়া হয়েছে। যদি সত্যি তাই হয় তবে প্যাংগং এ থাকার ব্যাবস্থা করা সুধু কষ্টসাধ্যই নয় দুর্মুল্য হবে। সেক্ষেত্রে যাবার আগে ভাল করে খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত। যদি সত্যিই তাই হয়ে থাকে তবে উচিত হবে দিনের দিন প্যাংগং দেখে লেহ্ ফিরে আসা।

জানি না এই লেখাটা কারো কাজে লাগবে কি না? যদি কারো কোন সাহায্য হয় তবে খুবই আনন্দিত হব। এখানে যত দুর সম্ভব বর্তমান অবস্থা অনুযায়ী সব কিছু লিখতে চেষ্টা করেছি তবুও ভ্রমণার্থিরা অন্যান্য বিভিন্ন মাধ্যম থেকে তথ্য গুলি সম্পর্কে সম্পুর্ণ নিশ্চিত হয়ে তবেই যাবার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যদি কোন তথ্য গত ভুল হয়ে থাকে তবে সেটা একান্তই অনিচ্ছাকৃত এবং তার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। 🙏🙏🙏🙏🙏